নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার ব্যায়ভার কে বহন করছে ?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩



ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক যার ১০% ও পুরন হয় নাই। এই সরকারের এক বছরের আমলনামা বিচার করলে দেখা যাবে ১০% এর মধ্যে ৯% ই ডক্টর ইউনুসের অবদান। বাকি ১% এর ক্রেডিট হয়ত স্বল্প কিছু উপদেষ্টামন্ডলিকে দেয়া যায়। বাংলাদেশের ধসে পড়া এক সেক্টরের নাম হচ্ছে স্বাস্থ্য সেক্টর। এই সেক্টরের দুর্নীতি প্রকাশ করতে গিয়ে এক মহিলা সাংবাদিক আওয়ামিলীগ আমলে চরম হেনস্তার শিকার হয়েছিল। আমাদের আশা ছিল নবগঠিত স্বাস্থ্য উপদেষ্টা হয়ত দুর্নীতি ঝেটিয়ে বিদায় করে দৃষ্যমান কিছু পরিবর্তন করে দেখাবেন !

গ্রামীন ব্যাংকের সাবেক পরিচালক নুরজাহান বেগমকে কিসের ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হল , তা আমাদের অজানা। ডক্টর ইউনুসের সিলেকশনের বিষয়ে কোন প্রশ্ন করতে চাই না। নিশ্চই তিনি ভেবেছিলেন যে , নুরজাহান বেগম ভাল কিছু করে দেখাতে সমর্থ হবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে নুরজাহান বেগম বিগত এক বছরে জনগনের ট্যাক্সের পয়সায় বেতন ভাতা , সুবিধাদি কেবল নিয়েছেন বিনিময়ে কিছু না দিয়ে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত এবং হতাহতদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তীব্র সমালোচনা করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা... এটার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখেছেন উনার কার্যক্রম? উনি যে বেতনটা নেন, ওটা হারামভাবে। উনি যে গাড়িটা চড়েন সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সঙ্গে বেঈমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা, এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বোঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝে না, উনি চিকিৎসা বোঝে না, যন্ত্রপাতি সম্পর্কেও তার কোনো জ্ঞান নেই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং উনি ড. মুহাম্মদ ইউনূসের কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা।’



আজকে নুরজাহান বেগম আরেক দফা খবর হয়েছেন সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গিয়ে!!! স্বাস্থ্য উপদেষ্টা হয়েও নিজ দেশ বাদ দিয়ে আরেক দেশে চিকিৎসা করানোর চুরান্ত বাজে এক উদাহরন তৈরী করলেন নুরজাহান বেগম। উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন , এবারই প্রথম নয়, তিনি প্রায়ই সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যান!! সাংবাদিকদের কাছে অনুরোধ যে , উনার ঘন ঘন বিদেশে চিকিৎসার ব্যায় ভার , আবু সাইদ ইম্যামিনের রক্তের উপড় বসা ইন্টারিম সরকার বহন করছে কিনা দয়া করে খোজ নিন। এই সব উপদেষ্টাদের হারাম উপার্যন ও হারাম ব্যায় সীমা কতখানি তা জানার অধিকার আমাদের সবার। এত এত তরতাজা তরুন এই দিন দেখার জন্য রক্ত দেয় নাই।





মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৪

শেরজা তপন বলেছেন: অথচ এইখাতে ম্যাসিভ একটা সংস্কার এই সপ্ন ছিল! কিস্যু হলোনা - একেবারে রাবিশ অকর্মণ্য অপদার্থ অচল একটা মানুষ!
আপনার দাবীর সাথে সহমত।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

ঢাবিয়ান বলেছেন: আসিফ মাহমুদ খবরটা লীক করেছে বোঝা যাচ্ছে। আগে গোপনে যেতেন সিঙ্গাপুরে। ডক্টর ইউনুসের ইমেজ ধংস করছে এই হারামখোর উপদেষ্টারা।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫২

সৈয়দ কুতুব বলেছেন: নুরজাহান বেগম ভালো কাজ একটা করেছেন । ৩০০০ ডাকতার নিয়োগ দিবেন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

ঢাবিয়ান বলেছেন: চিকিৎসা খাতে গোপনে সরকারের কত টাকা সিঙ্গাপুরে পাচার হল, তা তদন্ত হওয়া দরকার।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:




আমি তো মনে করেছিলাম, প্রধান উপদেষ্টা বাকীদের নিযুক্ত করার আগে আপনার সাথে আলোচনা করেছিলেন!
হালে হাঁটে না গরু, ঘাস খায় সারাক্ষণ

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০

ঢাবিয়ান বলেছেন: উপদেষ্টাদের নিয়োগ দিয়েছে বিএনপি ও সেনাবাহিনী। ডক্টর ইউনুস নিয়েছেন খুব সম্ভবত দুই/তিন জন যাদের একজন হচ্ছে নুরজাহান বেগম।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

কামাল১৮ বলেছেন: ইউনুস স্পষ্টকরে বলেছে এই দেশের কাউকে আমি ভালো করে চিনি না।আমি যাঁদের চিনি তাদের আমি উপদেষ্টা করে নিয়েছি।আমরা যারা তাকে নির্বাচন করেছি তাদের ব্যর্থতা।তাকে নির্বাচন করে সমন্বকরা।তারা আছে এখন দৌড়ের উপর।ইউনুসের অবস্থাও তাদের মতোই হবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১

ঢাবিয়ান বলেছেন: দৌড়ের উপড় কারা আছে , তা সবাই খুব ভাল করেই জানে !

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

জেনারেশন একাত্তর বলেছেন:



@কামাল,

ইউনুস ছিলো এইবারের ক্যু'এর উদ্যোক্তা; সে পাকিস্তানকে সাথে নিয়ে আমেরিকান ডিপ্লোমেটদের কাছে লবিং করেছে; সাথে ছিলো ক্লিনটনেরা, এরা বাইডেনকে রাজী করায়েছে। আমেরিকা ইউনুসকে এই পদে এনেছে। আমাদের মিলিটারী সেই অনুসারে ব্যবস্হা নিয়েছে। শিবিরের জল্লাদদের পাকিস্তান ব্যবহার করেছে ছাত্র হত্যা করার জন্য ও মাঠ দখল করানোর জন্য।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ঢাবিয়ান, একটা ঐকিক নিয়মের সমাধান করে দিবেন? ওয়েস্টিনে একজনের হাঁসসহ সট্যাডাড ডিনারের দাম যদি দশ হাজার টাকা হয় (ভ্যাট ছাড়া), ১৫০টি গাড়ি বহরের রাজনৈতিক শোডাউনের খরচ যদি ৫লক্ষ টাকা হয়, তাহলে স্বাস্থ্য উপদেষ্টার মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসা‌ খরচ কত হবে?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২২

ঢাবিয়ান বলেছেন: ওয়েস্টিনে বুফে নাশতার প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

ঢাবিয়ান বলেছেন: ১৫০ টা গাড়ী নিয়ে শো ডাউন করে সারজিসরা জনগনের স্বার্থেই প্রতিনিয়ত কথা বলছে। সংবিধান ও রাস্ট্রের সংস্কার এবং বিচারের জন্য গলা ফাটিয়ে চেচিয়ে যাচ্ছে। আর আপনারা সম্পুর্ন ব্যক্তিগত হীন স্বার্থে এদের পেছনে লেগে আছেন পুরাতন মাফিয়া গং কে ফিরিয়ে আনতে।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:



রাজাকারদের উত্তরসুরী, জাতির ২য় পিতা, আবু সাইদকে হত্যা করেছে ছাত্র শিবিরের স্নাইপারেরা।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

মাথা পাগলা বলেছেন: @কলিমুদ্দি দফাদার

চোপ! একদম চোপ! ;)

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

Spirit বলেছেন: জেনারেশন একাত্তরকে বলছি, আপনার চোখ আছে তো? না অন্ধ আপনি? আবু সাইদকে তো দিন-দুপুরে ক্যামেরার সামনেই হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে সেটা জানতে অনলাইনে সার্চ দিয়ে ভিডিওটা দেখে নিবেন, যদি আপনার চোখ থাকে।
আপনি তো আপনার পেয়ারা হাসু আপা আর হাম্বালীগের কোনো অপরাধই দেখেন না। এতো পেয়ারা হলে একটু কষ্ট করে হাসু আপার হেলিকপ্টারে.....।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

ঢাবিয়ান বলেছেন: জেনারেশন ৭১ উরফে জনাব চাঁদগাজী , চোখ , আত্মা সব ফ্যসিস্ট লীগের কাছে বন্ধক দিয়েছেন।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

গোবিন্দলগোবেচারা বলেছেন: @spirit - জেনারেশন রাজাকার, ক্লোন রাফা, আহসানের ব্লগ এনারা হলেন নেশাখোর পেইড ব্লগার। পয়সার জন্য নিজের মাকে বিক্রি করতেও এদের লাগেনা। ভিউ বাড়ানোর জন্য ব্লগ এডমিন এদের পালে। এই সমস্ত কুত্তার বাচ্চাদের ইগনোর করেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

ঢাবিয়ান বলেছেন: একমত আপনার সাথে। এদের সাথে জুটেছে কিছু জাতীয়তাবাদি পেইড ব্লগার। এক মাফিয়ার বদলে আরেক মাফিয়াকে ক্ষমতায় আনতে অতি তৎপর।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

বিজন রয় বলেছেন: স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার ব্যায়ভার কে বহন করছে ?

জনগণের টাকায় সরকার বহন করছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৭

ঢাবিয়ান বলেছেন: যে যায় লংকায় সেই যদি রাবন হয় , তাহলে এত এত তরতাজা তরুনদের রক্ত দেবার কি দরকার ছিল? এই বাচ্চাগুলো ও তাদের পরিবারের কথা ভাবলে খুবই কষ্ট লাগে ।

পৃথীবির আর কোন দেশের মানুষের মাঝে এত লোভ , এত অনৈতিকতা দেখি নাই।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০১

মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: একমত আপনার সাথে। এদের সাথে জুটেছে কিছু জাতীয়তাবাদি পেইড ব্লগার। এক মাফিয়ার বদলে আরেক মাফিয়াকে ক্ষমতায় আনতে অতি তৎপর।

হাসিনা ছাড়া আপনার চোখে আর কে কে মাফিয়া লিস্টটা একটু দিবেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৮

ঢাবিয়ান বলেছেন: নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ ।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৪

জুল ভার্ন বলেছেন: গৌরী সেনের টাকা! বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে সব চাইতে অথর্ব, নিষ্কর্মা এবং খরুচে হচ্ছে- স্বাস্থ্য উপদেষ্টা।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০০

ঢাবিয়ান বলেছেন: পুরোপুরি একমত আপনার সাথে। লাজ লজ্জা কিছু অবশিষ্ট থাকলে মাইলস্টোনের ঘটনার পরে স্বাস্থ্য সেক্টরের বেহাল দশার দায় নিয়ে পদত্যাগ করতেন।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এইসব অথর্ব দিয়ে কিছুই হবেনা অথচ স্বাস্থ্যখাতে অনেক বড় সংস্কার দরকার ছিল।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২১

ঢাবিয়ান বলেছেন: লেখক বলেছেন: এই চরম অপদার্থ ও অনৈতিক মহিলা স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে মুলত জনগনের টাকায় সিঙ্গাপুরে গিয়ে ঘন ঘন চিকিৎসা করাতে। এই সরকারের আমলেতো এর হিসাব নেয়া হবে না, আশা করি সামনে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এই স্বাস্থ্য উপদেষ্টার চিকিৎসা বাবদ কি পরিমান রাস্ট্রীয় অর্থ বিদেশে পাচার হয়েছে , তা তদন্ত করে জনগনের সামনে তুলে ধরবে। রক্তের উপড়ে দাঁড়ানো ইন্টারিম সরকারের কোন উপদেষ্টা যেন ছাড় না পায়।

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: সরকারি মাল দরিয়ামে ঢাল।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২২

ঢাবিয়ান বলেছেন:

হতবাক হয়ে গেলাম খবরটা পড়ে !! এই সরকার বলে রক্তের উপড় দাড়িয়ে আছে!! ডক্টর ইউনুসের সমগ্র জীবনের অর্জন নষ্ট করার জন্য এই এক চিমটি নুরজাহান বেগম নামক আবর্জনাই যথেষ্ঠ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.