নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

যুবদলের নয়নের চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট করা যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৫

বিএনপি একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গনভোট চাইছে। এই বিষয়ে বিএনপির যুক্তি হচ্ছে সরকারের তাহলে বিশাল একটা খরচ বেঁচে যাবে। বিএনপির ভাষ্য যে, আওয়ামিলীগ সরকার লুটপাট করে সরকারের অবস্থা এমনিতেই বেহাল করে করে গেছে। এখন কেন সরকার অতিরিক্ত হাজার কোটি টাকা অপচয় করে দেশে দুইবার নির্বাচন করবে? আহহা কি অকাট্য তাদের যুক্তি, খন্ডানো বড়ই কঠিন !! তবে প্রশ্ন হচ্ছে তাদের যদি দেশ ও সরকারের প্রতি এতই সহানুভুতি, তাহলে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে গনভোটে কেন যেতে হচ্ছে ?কেন তারা সংস্কার কমিশনের বেশিরভাগ সংস্কার প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ? ‘’নোট অভ ডিসেন্ট " এর শব্ধার্থ হচ্ছে ভিন্নমত পোষন। ।এই পয়েন্ট যোগ করে বিএনপিতো খুব স্পষ্টভাবেই জুলাই সনদ বাস্তবায়নকে - না বলে দিয়েছে। তাদের কারনেইতো সরকারকে বাধ্য হয়ে গনভোটের রাস্তায় যেতে হচ্ছে।

বিএনপি নেতারা জুলাই গনঅভ্যূত্থানের ছাত্র নেতাদের ও তাদের দলকে শিশূ নেতা, শিশু উপদেষ্টা, চিল্ড্রেন পার্টি হিসাবে উল্লেখ করে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেন। কিন্তু এই শিশুরাই খুব সুন্দর করে বিএনপির চেহারাটা উন্মোচন করে দিচ্ছে। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছে, ‘’‘বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থীই যেই টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে।এ সময় যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক রবিউল ইসলাম নয়নের নাম ধরে তিনি বলেন, ‘বিএনপির (যুবদলের) ঢাকা মহানগরের যে একজন নেতা আছে, নয়ন। ও যে পরিমাণ টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে—ওই টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট হওয়া সম্ভব।’

যুবদল নেতা নয়ন অত্যন্ত নাখোশ হয়ে বক্তব্য দিয়েছে যে, কেউ তার পাঁচশত টাকা চাঁদাবাজি করার তথ্য প্রমান পারলে তুলে ধরে দেখাক !!নাসিরুদ্দিনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছে নয়ন। তার এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে নেটিজনদের রবিউল ইসলাম নয়নের ব্যাংক দখল , টিভি চ্যানেলে চাঁদাবাজির চিত্র সোস্যাল মিডিয়ায় আপ্লোডের হিরিক পড়েছে।একটা লিঙ্ক দিলাম

বর্তমানে অন্তবর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফেব্রুয়ারীতে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজন। অত্যন্ত আশংকার বিষয় হচ্ছে খোদ ইন্টারিম সরকার বিষয়টা নিয়ে শংকিত! প্রধান উপদেষ্টা বলেছেন, ‘নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে, বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। ঠিক এই কারনেই জুলাই সনদ বাস্তবায়নে গনভোট আয়োজন করা প্রয়োজন জাতীয় নির্বাচনের আগেই। এটলিস্ট জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হয়ে গেলে ইন্টারিম সরকার অনেকটাই স্থিতিশীল অবস্থানে চলে আসতে পারবে। রাজনৈ্তিক দলগুলোর মাঝেও তখন ঐক্যমত প্রতিষ্ঠা হয়ে যাবে। কোন দলেরই আর তখন দেশ ও জাতির সাথে বেইমানি করার সুযোগ থাকবে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৪

জেনারেশন একাত্তর বলেছেন:



রগকাটাদের সব কিছুই একদিন নিজামী ও মুজাহিদের স্বপ্নের মতো স্বপ্ন থেকে যাবে। ঘুরেফিরে নতুন নিজামী ও মুজাহিদ ঝুলবে।

২| ০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২০

ভুয়া মফিজ বলেছেন: নাসিরুদ্দিন কথাটা খারাপ কয় নাই।

জনগন দুইবার বিএনপিকে ক্ষমতায় আনছে, দুইবারই এদের দুইনাম্বারীর চোটে জনগন আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে। এইবার তারেক চোরা আর তার গং এর সামনে তো আওয়ামী লীগের লুটপাটের উদাহরন আছে। এইবার যে কি করে আল্লাহ পাকই জানে। এরা তো ক্ষমতায় যাওয়ার আগেই দাতে শান দিতেছে। দেশটাকে ছোবড়া বানানো এখন সময়ের ব্যাপার মাত্র!!!!

বড়ই অভাগা আমাদের এই দেশ আর তার বেকুব জনগন। এই জনগনের অনেকেই বিএনপিকে আরেকবার সুযোগ দেওয়ার পক্ষে। তবে এইবার অন্ততঃ বিএনপিকে একটা শিক্ষা দেওয়া দরকার!!! নাও অর নেভার!!!! B-)

৩| ০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৬

জেনারেশন একাত্তর বলেছেন:



ভুয়া বলেছেন, "... নাও অর নেভার"।

পুরো মন্তব্যটাকে জোরালো করেছে একটা বাক্য, নাও অর নেভার! ভুয়া কথা

৪| ০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:১৬

জেনারেশন একাত্তর বলেছেন:



রাজকারী সনদের আবার কিসের গার্বেজ গণভোট?
বাংগালীদের সনদ ১টাই, মুক্তিযুদ্ধের সনদ; রাজাকারদের সনদ নিজামী, মুজাহিদ ও কাশেম আলী সাথে করে নিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.