নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

\'যার হাত ও জিব্বা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়"

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০০

" শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে
বাবু কহিলেন বুঝেছে উপেন ও জমি লইব কিনে।"
রবি ঠাকুরের এ কবিতা আমরা অনেকেই জানি, এখানে লক্ষণীয় বিষয় এই যে, বাবু হিন্দু ছিল আর উপেন মুসলমান ছিল বা বাবু মুসলমান ছিল আর উপেন হিন্দু ছিল তা নয় ; বরং বাবু ছিল বিত্তশালী এবং শক্তিশালী, পক্ষান্তরে উপেন ছিল গরিব এবং দুর্বল, দুর্বলের উপর সবলের অত্যাচার ! দেশ স্বাধীন হওয়ার পর গ্রামে গঞ্জে অনেক শক্তিশালী মাস্তানের উত্থান ঘটেছে, কারো শক্তি টাকার, কারো রাজনৈতিক, কারো জনবল বা পেশিশক্তি, কারো বা উপরে ক্ষমতাশীল কর্মকর্তার সাথে যোগাযোগ । নৈতিকতার ক্রমাগত অবক্ষয়ের কারণে দুর্বৃত্তায়ন বেড়েই চলছে এবং এরই ফলশ্রুতিতে সবল খুঁজে নিচ্ছে দুর্বলকে তার সয়সম্পদ এমনকি ভিটেমাটি দখল করতে; এবং হিন্দুরা দুর্বল বিধায় তারাই হচ্ছে সহজ শিকার । এ শুধু হিন্দু বলে নয়, দুর্বল মুসলমানও সবলের এ অত্যাচার থেকে গ্রামে গঞ্জে আজ নিরাপদ নয় । সরকারি আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব এবং তাদের সেবা সহজলভ্য করতে পারলে এবং সেইসাথে গণমানুষের নৈতিকতার উন্নযনেই সম্ভব এ পরিস্থিতির অবসান ।
রাসূল (স) এর বিখ্যাত হাদিস, "যার হাত ও জিব্বা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়" যদি একজন মুসলমান অন্তরে সত্যি বিশ্বাস করে সে তার প্রতিবেশীর উপর কোনোরূপ জুলুমই করতে পারে না , সে প্রতিবেশী হিন্দু মুসলিম যাই হোকনা কেন । রাসূল (স) মদিনার ইহুদিদের সাথে ব্যবসা করেছেন, ওদের বাসায় গিয়েছেন, খেয়েছেন ; তাঁর মৃত্যুর সময় তাঁর একটা বর্ম এক ইহুদীর কাছে বন্ধক ছিল টাকা ধার করার কারনে । শুধু ইহুদি হওয়ার কারনে ওদের সাথে কখনো যুদ্ধ করেননি ।
আল্লাহ আমাদের মুসলমানদের হেদায়েত দান করুন ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০

খল ঠাকুর বলেছেন: ভালো লাগছে আপনার লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.