নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনৈক আলেম ওয়াজ করেছেন যে টেলিফোনে উত্তর দেয়ার সময় ইহুদি নাসারাদের অনুকরণে হেলো বলা যাবে না, বললে গুনাহ হবে, হেলো শব্দটি নাকি এসেছে হেল (অর্থাৎ জাহান্নাম ) শব্দ থেকে এবং হেলো বলা নাকি ফোনের অপর প্রান্তের লোককে জাহান্নামী বলা হয়। হেলো না বলে সালাম বলতে হবে । এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত এবং বিভ্রান্তিকর ধারণা যা নেহায়েতই একজনের নিজস্ব মনগড়া । হেল এবং হেলো দুটো সম্পূর্ণ ভিন্ন শব্দ, একটি থেকে আরেকটির আসার কোনো কারণ নেই, যেমন রামের সাথে আরাম (comfort) বা বিরাম (break or rest) এর কোনো সম্পর্ক নেই ।
ইসলামে কোনো বস্তু বা বিষয় হারাম হালাল হওয়ার জন্য একটা মূল নীতি রয়েছে । যে কোনো ইবাদাত (যে কাজ আখেরাতে সওয়াব পাওয়ার বা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে করা হয়) করার জন্য বা কোনো ইবাদাত জায়েজ হওয়ার জন্য তার অনুমতি/অনুমোদন থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে কোরানে এবং/ অথবা রাসূল (স) থেকে হাদিসে এবং হতে হবে রাসূল (স) এর প্রদর্শিত পন্থায়, অন্যথায় সে ইবাদাত করা যাবে না । যেমন নামাজ ভালো কাজ, তাও পাঁচ ওয়াক্তের জায়গায় ছয় বা সাত ওয়াক্ত পড়া যাবে না । পক্ষান্তরে দুনিয়াবী কাজ কর্মের (যে কাজ কেউ মূলত সওয়াবের আশায় করেনা) ভিতর যে কোনো কাজ করা যাবে কিনা তা নির্ভর করবে তা কোরান বা হাদিস মোতাবেক কোথাও নিষেধ বা হারাম করা আছে কিনা । হারাম বা নিষেধ করা না থাকলে তা করা যেতে পারে, যতক্ষণ না কাজটা অন্যের জন্য বা এমনকি নিজের জন্যও ক্ষতিকর না হয় ।
অন্য্ প্রান্তের লোকটি যদি মুসলমান হয়, আপনি জানেন, আপনি সালাম দিয়ে উত্তর দিবেন এটা ইসলামী এটিকেট, তবে হেলো বললে কোনো অভদ্রতা বা গুনাহ হওয়ার কোনো কারণ নেই ।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৮
ঢাকার লোক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, কেউ টেলিফোন করলে উত্তর দিতে শুরুতে হেলো বলে প্রায় সবাই সব দেশে ।
২| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু হুজুর ইসলামের ক্ষতি করছে...
৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: এই টোটকা মৌ+লোভী দের পাছায় তারাবাজ্জি লাগিয়ে দেওয়া উচিৎ
৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৩
তার ছিড়া আমি বলেছেন: আপনি যতার্থই বলেছেন। খুব সুন্দর ব্যাখ্যা। এটাই সঠিক নিয়ম।
বিঃ দ্রঃ পেশাদার ওয়ায়েজদের থেকে ১০০ হাত দূরে থাকুন।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: এসব হুযুর প্রগতির অন্তরায়।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
কালীদাস বলেছেন: কোন কিছুরই বেশি বেশি ভাল না।
৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হেলো
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
প্রামানিক বলেছেন: হেলো বলা যাবে না কোন হাদীসে আছে?
৯| ২৩ শে জুন, ২০২৪ রাত ১:১৫
খায়রুল আহসান বলেছেন: হেলো বলা যাবে না, বললে গুনাহ হবে! এর পরিবরতে শিরোনামটা "হেলো বলা যাবে, বললে গুনাহ হবে না"! হলে ভালো হতো, যেহেতু এ কথাটাই আপনি পোস্টে বলতে চেয়েছেন, অন্যটি নয়।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৮
চিন্তিত নিরন্তর বলেছেন: সব দেশেই নিজেদের ভাষায় শুরু করে। আমাদেরো নিজ ভাষায় কোন শব্দ ব্যবহার শুরু করতে হবে। সেটা হ্যালো বাদ দিয়ে হলেই ভাল।