নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

বাংলা অক্ষর ঞ

০৭ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:৪৫

মানুষের কথাকে লিখিত রূপ দেয়ার জন্যই বর্ণমালার উদ্ভব। বাংলা বর্ণমালায় অক্ষর অনেকগুলো, বিশেষত ইংরেজির সাথে তুলনা করলে। এবং একজন নতুন শিক্ষার্থীর, বিশেষত বিদেশী হলে, বাংলা শিখতে বেশি সময় লাগবে এটিই স্বাভাবিক।
লক্ষ্য করা যায় বর্ণমালার কিছু অক্ষরের ব্যবহার অত্যন্ত সীমিত। ঞ এমনি একটা অক্ষর। খুব কম শব্দে এই ঞ' র একক ব্যবহার দেখা যায়। যেমন কেউ কেউ নামের শেষে মিঞা লিখতে ব্যবহার করেন। অন্য্ কয়েকটি শব্দে এর ব্যবহার অন্য্ অক্ষরের সাথে যুক্ত হয়ে। যেমন অঞ্চল, বঞ্চনা, চঞ্চল, সঞ্চয়, অঞ্জনা, ব্যাঞ্জনা ইত্যাদি। এই সবগুলো শব্দ থেকে ঞ বাদ দিয়ে মিয়া, অন্চল, বন্চনা বা অন্জনা, এভাবে লিখলে উচ্চারণে তেমন কোন‌ই হেরফের হবেনা, অর্থের‌ও কোন তারতম্য হবেনা। এতে একটা অক্ষর বর্ণমালা থেকে বাদ দেয়া যেতে পারে ভাষার কোনো ক্ষতি না করে। ফলে নতুন যারা বাংলা শিখছেন তাদের জন্য যেমন সহজ হবে, কীবোর্ডে একটা অক্ষর কম হওয়ার কারণে যারা টাইপ করেন তাদের জন্যও সহজ হবে।
এমনি অত্যন্ত সীমিত ব্যবহৃত আরেকটি অক্ষর ৎ, এটিও বাদ দেয়া যায় কিনা ভাবা যেতে পারে।
বাংলা একাডেমি বা বাংলা ভাষা নিয়ে যারা গবেষণা করেন তাঁরা বিষয়টা ভেবে দেখতে পারেন।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৩

বিটপি বলেছেন: আমি ব্যক্তিগতভাবে ঈ, ঊ, ঋ, ঐ, ঔ ঙ, ঞ, ণ, য, ষ, ক্ষ, ঢ়, ঃ ঁ - এই বর্ণগুলো বাদ দেবার পক্ষপাতী। এই ১৪ টি বর্ণ বাদ দিলেও যে কোন শব্দ লিখতে কোন অসুবিধা হবেনা।

২| ০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:

প্রস্তাবের সাথে সহমত পোষন করি ।
ব্লগার বিটপি প্ররস্তাবটিউ প্রনিধানযোগ্য ,
বাংলা ভাষাবিদগন গুরুত্ব দিয়ে
ভেবে দেখতে পারেন । বাংলা বর্ণমালা হতে
সমউচ্চারণমুলক বর্ণ কমানো নিয়ে
এ ব্লগে আমিউ বেশ কিছু লেখালেখি
করেছি ।

শুভেচ্ছা রইল

৩| ০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪

এস সুলতানা বলেছেন: শুধু ঞ নয় বাংলা বর্ণমালায় আরো কিছু বর্ণ আছে যার প্রয়োজন হয় না হয় না তবু টাঞ্ছি, তাই এটাকেও টানতে হবে।

৪| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১২

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, উপযুক্ত কর্তৃপক্ষ আপনার এ প্রস্তাবটি পরীক্ষা করে দেখবেন। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.