নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

বদলি হজ্জ

১৬ ই মে, ২০২৪ রাত ১০:১৮

হজ্জের মৌসুম শুরু হয়েছে। অনেকে অন্যের জন্য বদলি হজ্জ করছেন বা করাচ্ছেন। এ বিষয়ে কতিপয় গুরুত্বপূর্ণ মাসলা মাসায়েল নিচে দেয়া হলো।

• বদলি হজ্জ (হজ্জ আল-বাদল) স্বয়ং হজ্জ করতে সক্ষম একজনের পক্ষ থেকে বৈধ নয়।
• হজ্জ আল-বাদল একজন অসুস্থ ব্যক্তি যার আর আরোগ্য লাভের আশা নেই, বা শারীরিকভাবে অক্ষম, বা যে মারা গিয়েছে তার পক্ষে করা যেতে পারে।
* আগে নিজে হজ্জ করেছেন তেমন একজনকে দিয়ে বদলি হজ্জ করাতে হবে।
• দরিদ্র ব্যক্তি যার হজে যাওয়ার অর্থনৈতিক সামর্থ নেই তার জন্য বদলি হজ্জ করা যাবে না কারণ তার উপর হজ্জ ফরজ নয়।
• একটি নারীর জন্য পুরুষের পক্ষে হজ্জ করা এবং একজন পুরুষের জন্য মহিলার পক্ষে হজ্জ করা অনুমোদিত।
• একজন ব্যক্তির পক্ষে একবারে দুইজনের পক্ষ থেকে হজ্জ করা অনুমোদিত নয়।
• টাকা উপার্জনের লক্ষ্যে বদলি হজ্জ করা অনুমোদিত নয়।
• যদি একজন মুসলিমের হজ্জ ফরজ হওয়ার সব শর্ত পূরণ করে, এবং হজ্জ না করে মারা যায় তবে তার পরিত্যাক্ত সম্পদ থেকে তার উত্তরাধিকারদের অবশ্যই বদলি হজ্জ করা আবশ্যক।
• কারও জন্য বদলি হজ্জ করলে এতে নিজে হজ্জ করার সমান, কম অথবা বেশি সওয়াব হবে, তা শুধুমাত্র আল্লাহই জানেন।
• সর্বোত্তম হলো একজন পুত্রের জন্য পিতার পক্ষে হজ্জ করা, এবং একজন আত্মীয়ের জন্য একজন আত্মীয়ের পক্ষে হজ্জ করা, কিন্তু যদি তিনি এটি করতে অন্য কোনো অনাত্মীয়কে নিয়োগ করেন, তবে সেটিও অনুমোদিত।
• যার জন্য বদলি হজ্জ করছেন তার নাম জানা আবশ্যক নয়।
• একজন ব্যক্তি অন্য ব্যক্তির পক্ষে হজ্জ করার জন্য নিযুক্ত হয়েছে, তার জন্য আরেক জনকে নিযুক্তি দেয়া অনুমোদিত নয়। কোনো কারণে তিনি না পারলে, যারা তাকে নিযুক্ত করেছিলেন তাদের অনুমতি নিয়ে অন্য কাউকে দিয়ে করানো যেতে পারে।
* নফল হজ্জের কোনো বদলি হজ করা যাবে কিনা তা নিয়ে আলেমদের মাঝে দ্বিমত আছে , অধিকতর গ্রহণযোগ্য মত হচ্ছে করা যাবে না।
• একজন ভালো, পরহেজগার এবং বিশ্বাসযোগ্য, যিনি হজ্জের নিয়ম কানুন সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন তেমন একজনকে দিয়ে বদলি হজ্জ করাতে হবে।
For more details:
https://islamqa.info/en/answers/111794/what-is-hajj-by-proxy



মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৪ রাত ১০:২৩

এম ডি মুসা বলেছেন: এটা জানা ছিল না

১৮ ই মে, ২০২৪ ভোর ৬:০৮

ঢাকার লোক বলেছেন: অনেক কিছুই আমাদের অজানা থাকে। প্রয়োজন, সময় ও সুযোগ হলেই মাত্র জানতে পারি ! ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৭ ই মে, ২০২৪ সকাল ৯:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বদলি হ্জ্জ সম্পর্কে অনেক অজানা তথ্য জানা হলো। আন্তরিক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য ।

১৮ ই মে, ২০২৪ ভোর ৬:০৭

ঢাকার লোক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়া ও সহৃদয় মন্তব্যের জন্য।

৩| ১৭ ই মে, ২০২৪ বিকাল ৫:০১

নতুন বলেছেন: হজ্জের মৌসুম শুরু হয়েছে। অনেকে অন্যের জন্য বদলি হজ্জ করছেন বা করাচ্ছেন। এ বিষয়ে কতিপয় গুরুত্বপূর্ণ মাসলা মাসায়েল নিচে দেয়া হলো।


এই মাসালা কি কোরানে কোথাও আছে?

হজ্জের উদ্দেশ্য কি? তার সাথে বদলী হজ্জের সাথে সম্পর্ক কি?

এটা তো সৌদির হজ্জ ব্যবসা যাতে চালু থাকে সেই পথ পরিস্কারের মাসলা..

১৮ ই মে, ২০২৪ সকাল ৭:৩১

ঢাকার লোক বলেছেন: লেখার শেষে যে ওয়েবসাইটটি দিয়েছি, তাতে বিস্তারিত দেখতে পারেন। ইসলামের সব আইনকানুনই সরাসরি কোরানে নেই , কিছু এসেছে রাসূলুল্লাহ (স) এর হাদিস থেকে। যেমন শরীরে উল্কি (ট্যাটু) আঁকা, গৃহপালিত গাধার মাংস খাওয়া, মহিলাদের ভুরু তোলা নিষিদ্ধ কোরানে সরাসরি নেই, রাসূলুল্লাহ (স) নিষেধ করেছেন। তেমনি কিছু বিষয় কোরান এবং হাদিসেও নেই, সেগুলো কোরান হাদিস সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন এমন প্রথিতযশা আলেমগন কোরান ও হাদিসের আলোকে সিদ্ধান্ত দিয়েছেন। যেমন সিগারেট/তামাক খাওয়া নিষিদ্ধ। সিগারেট/তামাক রাসূলুল্লাহের (স) জামানায় ছিল না, কোরান হাদিস মতে শরীরের জন্য ক্ষতিকর জিনিস খাওয়া হারাম, এই মূলনীতির অনুসরণ করে আলেমগণ একে হারাম বলেছেন।
সৌদি আরব হজ্জে কখনো কাউকে জোর করে ধরে নিয়ে যায় বলে শুনিনি। নিজের ভালো, নিজের লাভের জন্য সারা দুনিয়া থেকে মুসলমানরা স্বেচ্ছায় যান। তাদের অনেকেই নিজের লাভ লোকসান ভালো বুঝেন।
ইন্টেরেস্ট নিয়ে পড়েছেন , সে জন্য ধন্যবাদ !

৪| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হজ্জ করার সুযোগ কবে মনজুর হবে আল্লাহই ভালো জানেন।

১৮ ই মে, ২০২৪ রাত ১১:৫৯

ঢাকার লোক বলেছেন: আল্লাহ আপনার হজ করার ইচ্ছা অচিরেই পূর্ণ করবেন, ইনশাল্লাহ !

৫| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: নতুন কিছু জানা হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.