নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিলহজ মাস শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ মাসের প্রথম দশ দিন একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়াও ৯ই জিলহজ আরাফা দিবস, অর্থাৎ যেদিন হাজি সাহেবগন আরাফার মাঠে অবস্থান করেন, যারা হজে যাচ্ছেন না, তাদের জন্য নফল সিয়াম বা রোজা রাখা বিশেষ ফজিলতের কারণ।
প্রথম দশদিন সম্বন্ধে আমার একটা পোস্ট বেশ অনেকদিন আগে এখানে পোস্ট করেছিলাম। দিনগুলোর গুরুত্ব বিবেচনা করে সেটিই কিছুটা যোগ বিয়োগ করে আবার এখানে পোস্ট করছি।
যুল-হিজ্জার প্রথম দশ দিন সম্বন্ধে ইবনে আব্বাস (রা) বর্ণনা করেছেন যে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: “এই দশ দিনের মতো আর কোন দিনে নেক আমল আল্লাহর নিকট অধিক প্রিয় নয়।” সাহাবীরা জিজ্ঞাসা করলেন: “আল্লাহর পথে জিহাদও নয়?” তিনি বললেন: “আল্লাহর পথে জিহাদও নয়, তবে যে ব্যক্তি নিজের সম্পদ নিয়ে জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না (অর্থাৎ শহীদ হয়) ।” (বর্ণনা করেছেন আল-বুখারি, ২/৪৫৭)।
৯ই জিলহজ আরাফা দিনে, অর্থাৎ যেদিন হাজি সাহেবগন আরাফার মাঠে অবস্থান করেন, যারা হজে যাচ্ছেন না তাদের জন্য সিয়াম বা রোজা রাখা সুন্নাত মুআক্কাদা।
আবু কাতাদাহ (রা) বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে আরাফার দিনে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: "এটি গত এবং আগামীর বছরের পাপের কাফফারা হয়।" (মুসলিম ১১৬২)।
এ কয়দিন সামর্থ অনুযায়ী বেশি বেশি ভালো কাজ করার জন্য প্রতিটি মুসলমানের সচেষ্ট হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে এ তৌফিক দান করুন।
©somewhere in net ltd.