নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

দিনান্তের আলো

২৬ শে জুন, ২০২৪ রাত ৮:৫৪

দিনের শেষ প্রহরে, সূর্য যখন ডুবে প্রায়,
আকাশে রঙের খেলা, মৃদু বাতাস বয়ে যায়।
রঙিন সাঁঝের আলো ধীরে ধীরে বিকাশে,
দিনের ক্লান্তি মিশে সন্ধ্যার আকাশে ।

পাখিরা নীড়ে ফেরে, গুঞ্জন থেমে যায়,
ফেরিওয়ালা দিনশেষে হিসাব মিলায়;
নীরবতা যেন মায়া, বাতাসে মুগ্ধতা ছড়ায়,
অন্তিম প্রহরে এসে মন যেন হারিয়ে যায়।

শহরের কোলাহল থামে, সব পথ ফাঁকা হয়ে আসে,
পথিক দ্রুত পা চালায় আলোর আভাসে।
দিনের শেষ প্রহরে, স্মৃতিরা ফিরে আসে,
মনে হয় যেন সবকিছু নীরবে কথা বলে যায়।

গোধূলি আলোর মাঝে, সবকিছু চুপচাপ হয়ে যায়।
অন্তিম প্রহর আসে, রাতের প্রতীক্ষায়
স্বপ্নেরা জেগে ওঠে, দিনান্তের আলো
আলোকিত করে হৃদয়, স্নিগ্ধতা ছড়ায়!

পাদটীকা: ঢাকায় একটা বাড়ির নাম দিনান্তের আলো, আর দশটা বাড়ির মতোই একটা বাড়ি, কিন্তু নামটা আমার কাছে অনন্যসাধারণ মনে হয়েছে সবসময়ই। আজ মনে হলো এ নিয়েই একটা কবিতা লিখি !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২৪ রাত ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর হয়েছে কবিতাটি। + +
"দিনান্তের আলো" নামটিও খুবই সুন্দর, কাব্যিক। আমারও ভালো লেগেছে।
বাড়ির মালিক হয়তো শেষ বয়সে এসে ঐ বাড়িটি বানিয়েছিলেন, তাই এমন নাম দিয়েছিলেন। অথবা দিনান্তের গোধূলির যে স্নিগ্ধতা, উনি তার বাড়িটিকে সেই স্নিগ্ধ আলো দিয়েই ভরে রাখতে চেয়েছিলেন। যেটাই হোক, বাড়ির নাম তার মালিকের রুচির পরিচয় তুলে ধরেছে।

২৬ শে জুন, ২০২৪ রাত ১০:১০

ঢাকার লোক বলেছেন: কবিতাটি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। কবিতা আমি পড়ি, লিখিনা খুব একটা। তাই তার কোয়ালিটি খুব ভালো হয়েছে আশা করিনা। তবে বাড়ির নাম হিসাবে দিনান্তের আলো আমার কাছে অসাধারণ মনে হয়েছে সবসময়ই ! এ বাড়ির মালিক যিনিই হোন তাঁর রুচির প্রশংসা করতেই হয় !
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ !

২| ২৭ শে জুন, ২০২৪ সকাল ১১:৩১

সেজুতি_শিপু বলেছেন: সুন্দর অনুভব ও প্রকাশ।

৩| ২৮ শে জুন, ২০২৪ সকাল ৯:১১

ঢাকার লোক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.