নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

এ লাঞ্চিয়ন এট ব্রুকলীন

১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪২

গত নভেম্বরের শেষ সপ্তাহে ছিল থ্যাংক্স গিভিং, আমেরিকানদের বড় মাপের উৎসব, ফলে বেশির ভাগ অফিস আদালত বন্ধ। প্রচুর লোক এ ছুটিতে আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যান। আমিও গিয়েছিলাম, ছোট ছেলে থাকে নিউ ইয়র্কের ব্রুকলীনে, তার বাসায়। ওর মা গেছেন ঢাকায়, তাই আমাকে একাই যেতে হয়েছে।
এই ব্রুকলীনেই থাকেন এ ব্লগের একজন অত্যন্ত সুপরিচিত সিনিয়র ব্লগার, সোনাগাজী। আমি যখন এ ব্লগে প্রথম আসি তখন তিনি চাঁদগাজী নামে লিখতেন! ভাবলাম দেখি উনার সাথে দেখা করা যায় কিনা। বেশ আগে একবার সুযোগ হয়েছিল উনার কাছ থেকেই উনার ব্যাক্তিগত ফোন নম্বরটি নেয়ার। তাই দেরী না করে কল করলাম, উনি বললেন, উনি সাব‌ওয়েতে, বের হয়ে কল করবেন। এর আগেও কথা হয়েছে, দেখা করতে চেষ্টাও করেছি, সুযোগ মিলেনি। তাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মাঝেই কল করলেন!
আলাপ করে বুঝতে পারলাম কাছেই কোথাও থাকেন। পরদিন ছিল শনিবার, দুপুরে কোথাও লাঞ্চ করার সময় হবে কিনা জানতে চাইলে সহজেই রাজি হয়ে গেলেন। ভাবী, ছেলে দেশ থেকে সদ্য আসা আত্মীয়স্বজন নিয়ে ব্যাস্ত, তাই একাই আসবেন।
ভেন্যু হিসাবে একটা আরবী রেস্তোরাঁ ঠিক হলো, আমার ছেলের বাসার কাছেই ।
পরদিন উনি এলেন! অনেকদিন থেকেই যাকে দেখার একটা ইচ্ছা, যাকে ভেবেছি একজন শক্ত সমর্থ জাঁদরেল, দেখলাম তেমন কিছু নন, সাধারণ আর দশজন প্রবীণ বাংলাদেশীর‌ই মত! সালাম, পরিচয়, কুশল বিনিময় পর্ব শেষে এক টেবিলে বসলাম। ব্লগে অনেকের লেখা পড়ি, অনেককেই দেখতে ইচ্ছে করে, এই প্রথম একজনকে সামনা সামনি দেখা!
আমার লেখার বিষয় ও মান সম্পর্কে উনার যে ধারণা তাতে সামনে পেয়ে কি না কি বলে বসেন‌ সেই ভয়ে আমার ছেলেকেও সাথে নিয়েছিলাম উনার অনুমতি নিয়েই, ছেলে থাকলে বেশি খারাপ কিছু বলতে হয়তো লজ্জা পাবেন এই ভরসায়! তিন জন এক কোণায় একান্তে বসে অনেক আলাপ হলো। ব্লগ, রাজনীতি, দেশ, মুক্তি যুদ্ধ, বিভিন্ন বিষয়ে। এতদিন উনার লেখা, কমেন্ট পড়ে উনাকে আমার যতটা ভীতিপ্রদ মনে হয়েছিল, দেখলাম তিনি ঠিক ততটাই ভদ্র, অমায়ীক, মিষ্টভাষী! সম্প্রতি কিছুটা অসুস্থ‌ও, পাল্স রেট কমে যায় বলে ডাক্তার সাবধানে থাকতে বলেছেন। কিছুদিন আগে কোন এক পার্কে পড়েও নাকি গিয়েছিলেন!
আমার ছেলের বোঝার সুবিধার্থে বাংলার সাথে সাথে অনেক কথা উনি ইংরেজিতেও বলছিলেন।
ছেলেও উনার কথা বেশ মন দিয়ে শুনছিল, সব কথা ও বোঝেনি, যতটুকু বুঝেছে তাতেই ও মুগ্ধ!
ঘন্টা দুই পর রেস্তোরাঁ থেকে বের হয়ে যখন বিদায় নিয়ে প্রচন্ড শীতে বাসার দিকে হেঁটে আসছিলাম, আমার ছেলের মন্তব্য ছিল, cool guy, pretty impressive!

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার ছেলের বয়স কত?

১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৫

ঢাকার লোক বলেছেন: ছেলের বয়স বললে শেষে আমার বয়স না আন্দাজ করে ফেলেন ! ছেলে নিউ ইয়র্কে বাসা নিয়ে থাকে , অর্থাৎ একজন এডাল্ট। সেতো নিশ্চয় বুঝতে পেরেছেন।

২| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: উনার কি কি শারীরিক সমস্যা আছে?

১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৭

ঢাকার লোক বলেছেন: যতটুকু উনি জানিয়েছেন ততটুকু আমিও লিখেছি। আরো বেশি জানতে হলে আমাকে যে ডাক্তার হতে হবে !

৩| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: যাক তবু আপনার মাধ্যমে তাঁর বিষয়ে অনেক কিছু জানা গেল।

১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৬

ঢাকার লোক বলেছেন: আরো ভালো লেখক হলে হয়তো আরো বেশি জানাতে পারতাম, ভাই !
এটুকুও জানাতেও উনার অনুমতি নিতে পারিনি, চেষ্টা করেছিলাম টেলিফোনে, পাই নি।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরো কিছুটা প্রকাশ যদি করতেন। তাহলে ব্লগে সবাই বুঝে যেতো। যদিও আমি অনুমানে ধরে নিয়েছি। প্রবীন মানুষ এই সময়ে এসে যদিও ব্লগে এতো একটিভ তারপরে সবাইকে দৌড়ের উপর রাখেন ব্যাক্তি জীবনে সে সুকোল! ভালো মানুষগুলো কিন্তু সবার হৃদয়ে স্থান করে নেয়।

১৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৬

ঢাকার লোক বলেছেন: লেখনীতে যতই ঝাল ঝাড়ুন সামনে সামনি উনাকে আমি একজন ডিসেন্ট ভদ্রলোক হিসাবেই দেখেছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। সুকোল কি ? সফল লিখতে চেয়েছিলেন ?

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪১

অধীতি বলেছেন: ইন্টারনেটে বোধয় আমরা কেউই নিজেদের বাস্তবকে সন্নিহিত করতে পারিনা।

১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০৮

ঢাকার লোক বলেছেন: শুধু ইন্টারনেটে কেন, বাস্তবেও আমরা আমাদের দোষত্রুটি লুকিয়ে রাখতে ভালোবাসি । ইটেরনেটে আড়াল থাকে বিধায় সে সুযোগ হয়তো আরো বেশি। মেশার সুযোগ পেলে কাউকে জানার সুযোগ বাড়ে।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:০৬

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লাগলো ।

১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০৯

ঢাকার লোক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ !

৭| ১৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৪৬

কামাল১৮ বলেছেন: আমি পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম নিউইর্য়ক।এক গাড়িতে পাঁচজন।ছিলাম চার দিন।দুই মেয়ের দেখার লিষ্ট এতো বড় যে কোথাদিয়ে চার দিন কেটে গেলো টেরই পেলাম না।লিষ্টে ব্রুকলিন ব্রীজ ছিলো।ব্রীজ পার হয়ে ঘন্টা খানেক ঘুরলাম।গাজী সাহেব ব্রুকলিন থাকে জানতাম কিন্তু সময়ের অভাবে দেখা করার চেষ্টা করিনাই।
আমার ভিসা লাগেনা তাই যে কোন সময় যেতে পারি।গুনিব্লগার,দেখাহলে আলাপ হলে ভালো লাগবে।

১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:১২

ঢাকার লোক বলেছেন: আলাপ করে আমারও ভালো লেগেছে, আশা করি আপনারও লাগবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০৩

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার লেখার ধরণ খুবই ভালো লেগেছে। তবে, আলোচ্য ব্যক্তি সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।

১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:১৬

ঢাকার লোক বলেছেন: লেখাটা ভালো লেগেছে জেনে খুশি হলাম !

৯| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর দেখা পেয়েছেন আপনি ভাগ্যবান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.