নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় মানুষগুলোকে দুরে-ঠেলার সবচেয়ে উত্তম উপায় হলো, থেমোনা, পথ চলতে থাকো আর নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে পঁচা, পুঁতি-গন্ধময় মানুষগুলো চাইলেও পৌছাতে পারবেনা - আমি পথ চলছি ..

ধোঁয়াশা

ধোঁয়াশা › বিস্তারিত পোস্টঃ

অহেতুকডায়েরি

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৪৪

এমন সুন্দর রাত,
আমার জীবনে প্রায়ই আসে
এমন সুন্দর এক রাতেই
আমি বাড়ির ছাদে
সিগারেট ধরেছিলাম
এমন সুন্দর কোন রাতেই
বইয়ের ভাঁজে লুকিয়ে,
প্রথম তোমার চিঠি পড়েছিলাম,
এমন সুন্দর এক রাতেই,
তোমার গলির মাথার ল্যাম্পপোষ্টের
নিচে দাড়িয়েছিলাম
এমন সুন্দর এক রাতেই,
সব চোখ ফাঁকি দিয়ে,
সিড়ি বেয়ে তোমায় ছুঁয়েছিলাম,
এমন সুন্দর একটি রাতেই
হঠাৎ বৃত্ত থেকে শূন্যে গিয়েছিলাম,
এমন সুন্দর এক রাতেই
বেমালুম ভুলে বসেছিলাম
ঘরে সারাদিন চুলো জ্বলেনি
এমন সুন্দর কোন রাতেই
শূন্য থেকে আবার বৃত্ত একেঁছিলাম
এমন সুন্দর এক রাতেই
ও চোখে বৃত্ত থেকে মুক্তির
আকুলতা দেখেছিলাম
এমন সুন্দর সে রাতেই
তুমি মুক্তি পেয়েছো,
আমি বন্দি হয়েছিলাম।
এমন সুন্দর রাতগুলো কি জানে?
এমন সুন্দর রাত
আমার ধ্বংস ডেকে আনে

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: রাত যেমন সৃষ্টি করে, তেমনি রাত ধ্বংসও করে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৮

ধোঁয়াশা বলেছেন: সত্যি কথা, মন্তব্য করবার জন্য ধন্যবাদ

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

শোভন শামস বলেছেন: অন্ধকার রাত থেকেই বের হয় আলোকিত দিন

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৩

ধোঁয়াশা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.