নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চিন্তা ভাবনার খোলা খাতা আপনাদের সবার ভালো লাগলে ভালো না লাগলে দুঃখিত

মুর্খদের সাথে তর্ক করতে ভাল্লাগেনা,মুর্খ দের এভয়েড করতে ভাল্লাগে

ধ্রুব অন্যকোথাও

আমাকে অমানুষ ডাকুন

ধ্রুব অন্যকোথাও › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃআমাদের অমানুষ ডাকুন

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

আমার ছায়া বদলে যায় প্রতিদিন



এই অন্ধকার বদ্ধ ঘরে আটক থাকা আর সবার মত



চারিদিকে ভীষন শুন্যতা জমে আছে



হাত বাড়িয়ে শুন্যতা ঠেলে সরিয়ে,







দিয়েও জেগে উঠা হয়না আমাদের কারোর।



আমরা সেই কুতসিত কুকুরের দল যারা কিনা



সমান্তরাল দুইটি লাইনের গন্ডির মাঝেই আটক।



ছকে বাধা জ্যামিতির ছকেও আমরা সবচেয়ে বেশি ছকে আটক।



এই হাত দিয়ে খাচা ভাঙ্গতে চাই,



যে হাতে স্রষ্টা তাঁর সৃষ্টিক্ষমতার একটি ক্ষুদ্র অংশ দিয়েছেন।



সে হাত আমরা ভাংগার খেলাতে খেলাচ্ছি।



প্রহসনের কোন বাধ নেই,প্রমাণ এই আমরাই।







অন্ধকার ঘরে আটক থাকারাই প্রমান।



অন্ধকার ঘরে আটক থাকাটাই প্রমান।



চোখ দুটো দিয়ে অঝোরে রক্ত পড়ছে কারোর,কারোর হাত দিয়ে,কারোর হাত-চোখগুলোই নেই।



তাও উঠে দাঁড়ানো হয়না আমাদের,নিজেদের বাচানোর ইচ্ছা থাকে শক্তি থাকেনা।



বিপ্লব চাই আমি কিন্তু রক্ত দিতে চাই না।



স্বাধীনতা চাই কিন্তু স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমি চাই না।



জ়ীবন থেকে পালিয়ে থেকে জ়ীবন কে উপভোগ করতে চাই।



হ্যা,আমরা সেই কুতসিত কুকুর যারা পত্রিকায় ধর্ষনের খবরের বিবরন পড়েই তৃপ্তি লাভ করি,



আমরা অন্যদের লীলা খেলাতে আনন্দের খোরাক খুজি,



আর ক্ষুধা মেটাই অন্যের শবদেহ থেকে।



আমাদের অমানুষ ডাকুন,প্লীজ।



দুটো সমান্তরাল লাইনের গন্ডিতে আটক অমানুষ-কুকুরের দল আমরা।



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

ধ্রুব অন্যকোথাও বলেছেন: আবারো পোস্ট করলাম ;)

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২

জলপরী১৮ বলেছেন: ভালো লাগলো ভাইয়াটা..

০১ লা মে, ২০১৩ রাত ১২:৩২

ধ্রুব অন্যকোথাও বলেছেন: porar jonne dhonnobad

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.