নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে অমানুষ ডাকুন
আমার বাপে মাঝে মাঝে আশরাফুল খেলা দেইখা কইতো আশরাফুল টাকা খাইয়া নামছে।আমি তখন চরম আশাবাদীর মতন হাসতাম আর কইতাম "বাংগালীরে ট্যাকা দিবো কেডা??
আব্বায় তাও কইত ওর খেলা টু মাচ আপ-ডাউন করে।এগুলা লক্ষন ভালা না।
[আব্বায় এত ফেলনা না।আব্বা জেলা লীগের রেগুলার প্লেয়ার আছিল]
আজকে আব্বায় দেশের বাড়ি গেছে উনার মামী মারা গেছেন বলে।আমি নিউজ পড়তেছিলাম আর আব্বার কথা কতটা নির্মম সত্য সেটা ভাবতেছিলাম।
জানিনা কি হইলো বাংলাদেশ ক্রিকেটের।মাসুদ,মাহমুদ,রফিকের নাম আসবে ফিক্সিং এর দায়ে।এটা ভেবে কষ্ট হচ্ছে।শরম লাগতেছে।ফিক্সিংটা এমন ভাবে ঢুকে গেছে ক্রিকেটের সবখানে।কি আর বলব?
বাংলাদেশের ক্রিকেটের উপর লজ্জার কালিমা যথেষ্টই লেগেছে।বস্তা বস্তা ইনিংস পরাজয়,জেতা ম্যাচ হেরে যাওয়া,আবোল তাবোল টিমের সাথে হারা,ব্যাটসম্যানদের হাস্যকর আউট,বোলার দের বাজে বোলিং।সীমা-পরিসীমা নাই।উদাহারন দেওয়া শুরু করলে শেষ হবেনা।শ্রীলংকা,ওয়েস্ট ইন্ডিজের সাথে রুবেলের বোলিং,মাশরাফির জিম্বাবুয়ের সাথে লাস্ট ওভারে ১৭ রান এরকম অনেক উদাহারন দেওয়া যায়।
এতদিন তাও মন কে বুঝাইসি যে বেক্কলগুলি হয়তোবা পারতেছেনা।ভবিষ্যতে পারবে।এখন মনে হচ্ছে এতদিন যা হলো সবই পাতানো।আমাদের প্লেয়ার রা শুধুমাত্র টাকার জন্য এই কাজ গুলা করছে।না জানি আর কত থলের বিড়াল বের হবে।লজ্জা লাগতেছে খুবই।
২| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৪৮
ধ্রুব অন্যকোথাও বলেছেন: আমি লজ্জা লাগলে বোরকা পড়ি না।আপনি মনে হয় পড়েন?
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মাজহারুল হুসাইন বলেছেন: লজ্জা লাগলে বোরকা পড়েন ।