নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চিন্তা ভাবনার খোলা খাতা আপনাদের সবার ভালো লাগলে ভালো না লাগলে দুঃখিত

মুর্খদের সাথে তর্ক করতে ভাল্লাগেনা,মুর্খ দের এভয়েড করতে ভাল্লাগে

ধ্রুব অন্যকোথাও

আমাকে অমানুষ ডাকুন

ধ্রুব অন্যকোথাও › বিস্তারিত পোস্টঃ

জীর্ণ স্বপ্ন

১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫২

আজকে আকাশের দিকে তাকিয়ে অবাক হলাম।একটাই মেঘ যেন পুরো আকাশ জুড়ে শাখা-প্রশাখা ছড়িয়ে আছে।অনেক ভাল লাগছিলো।আর সবসময়ের মতন ভালো লাগা টা খারাপ লাগাতে পরিণত হল।ধীরে ধীরে।মনে হল আমার ভাঙ্গা স্বপ্নগুলো টুকরো টুকরো হয়ে আকাশে ভাসছে।কোথায় ছিলাম আর কোথায় এলাম।সবাই বলে আমারি দোষ সবই।জানিনা সেটা কতটুকু সত্য।কতটুকু মিথ্যা।বারবার নতুন করে নামি জীবনযুদ্ধে।বাবা-মা এর দিকে তাকাতে পারিনা।বাবা দিবসে কিছুই বলার নাই।আসল কাজে ঠনঠন আবার দিবস???আমি পারিনি কাছের মানুষদের জন্য কিছু করতে।

ফেসবুকে আসি আর দ্বিগুন হতাশা নিয়ে ফিরে যাই।প্রানপ্রিয় সিনেমা,গান, Infected Dignity, এপিইসিই ইলেক্ট্রনিক্স ক্লাব, জাতির স্ট্যাটাস, সবকিছু বিষের মতন। Mahdy Hasan(মাসটার) ভাইয়ের চমতকার আর্টিকেল গুলাও টানছেনা।bylc-aplworkshop এ চান্স পেয়েও যাচ্ছিনা।২ বছর আগে একিরকম ধাক্কা লেগেছিলো।একটা চাপা অসহায়ত্ব,হতাশা,দুঃখবোধ কাজ করছে।

তাও মানুষ হিসাবে আমরা জন্মগত ভাবে সাইকোপ্যাথ টাইপের।একি কাজ বারবার করি।একি ভুল বারবার করি।একি পাগলামি বারবার করি।আমিও সাইকোপ্যাথ টাইপের।তাই আবার একি ভুল করি আর একি স্বপ্ন দেখি।স্বপ্ন দেখি নিচু মাথাটা উচু করার।সবাই বলবে "যা আছো অনেক ভালো আছো।আমি জানি আমি ভালো আছি অনেকের চেয়ে।কিন্তু আমি আমার মতন নেই।আমার ঘরের মেঝেতে মরে পড়ে থাকা সাপটা যেমন আলগা খোলস নিয়ে ঘুরে ফিরে আমারো ঠিক তেমনি অবস্থা।খুব নেই নেই লাগছে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.