নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে অমানুষ ডাকুন
সরাসরি সাকিব আল হাসান সংক্রান্ত আইসিসি এর রায় থেকে দেইঃ(ব্র্যাকেটে সারমর্ম গুলো দিচ্ছি বাংলায়) এই গুলি সাকিব নিজে কনফার্ম করেছেন।
*
11.1. In November 2017, he was a member of the Dhaka Dynamites team, a team which participated in the Bangladesh Premier League, played between 4 November and 12 December 2017. (সাকিব নভেম্বর ২০১৭তে ঢাকা ডায়নামাইটসের সদস্য ছিলেন যেটা বিপিএল এ খেলেছে নভেম্বর ৪ থেকে ডিসেম্বর ১২ পর্যন্ত)
11.2. He was aware that his telephone number had been provided to Mr Aggarwal by another person who was known to Mr Al Hasan. Mr Aggarwal had asked this other person to provide him with contacts for players playing in the Bangladesh Premier League. (আগারওয়ালের কাছে সাকিবের পরিচিত কেউ সাকিব কে জানিয়েই সাকিবের ফোন নাম্বার দেন)
11.3. In mid-November 2017, at the instigation of Mr Aggarwal, he exchanged various WhatsApp messages with Mr Aggarwal in which Mr Aggarwal sought to meet him. (নভেম্বর ২০১৭ এর মাঝামাঝি আগারওয়াল নিজে থেকে সাকিব কে টেক্সট করেন এবং দেখা করতে চান)
11.4. In January 2018, he was selected as part of the Bangladesh team participating in a Tri-Series between Bangladesh, Sri Lanka and Zimbabwe. During this series, he and Mr Aggarwal engaged in further WhatsApp conversations. (জানুয়ারি ২০১৮ তে তিনি আগারওয়ালের সাথে আরো যোগাযোগ করেন টেক্সটিং এর মাধ্যমে)
11.5. On 19 January 2018, he received a WhatsApp message from Mr Aggarwal congratulating him for being named man of the match in that day’s game. Mr Aggarwal followed this message with a message saying “do we work in this or I wait til the IPL”. ( আগারওয়ালের কাছ থেকে ম্যান অফ দা ম্যাচ হওয়ায় তিনি শুভেচ্ছা মূলক মেসেজ পান। এছাড়াও সাকিব কে আগারওয়াল জিজ্ঞেস করে “আমরা কি এখন কাজ করবো?নাকি আই পি এল পর্যন্ত অপেক্ষা করবো?”)
11.6. The reference to “work” in this message was a reference to him providing Inside Information to Mr Aggarwal. (সাকিব স্বীকার করেন “কাজ” শব্দটা দিয়ে দলের ভিতরের তথ্য পাচার কে নির্দেশ করা হচ্ছে)
11.7. He did not report this contact from Mr Aggarwal to the ACU or any other anti-corruption authority. (এই যোগাযোগের খবর টা আকসু কে জানানো হয় নি)
11.8. On 23 January 2018, he received another WhatsApp message from Mr Aggarwal in which Mr Aggarwal made another approach to him to provide him with Inside Information, saying “Bro anything in this series?” (জানুয়ারি ২৩,২০১৮ তে আগারওয়াল হোয়াটসএপ এ সাকিব কে জিজ্ঞেস করেন “ব্রো,এই সিরিজে কিছু হবে?”)
11.9. He confirmed that this message related to Mr Aggarwal’s request to him to provide Mr Aggarwal with Inside Information in relation to the ongoing Tri-Series. (সাকিব কনফার্ম করেন এই মেসেজ টা আগারওয়াল দলের ভিতরের খবর জানার জন্য আগারওয়াল করে)
11.10. He did not report this request for Inside Information from Mr Aggarwal to the ACU or any other anti-corruption authority. (এটাও আকসু কে জানানো হয় নি)
11.11. On 26 April 2018, he played for the Sunrisers Hyderabad team in its IPL match against Kings XI Punjab. (২৬ এপ্রিল ২০১৮ তে সাকিব হায়দ্রাবাদ এর হয়ে পাঞ্জাবের এগেন্সটে খেলেন)
11.12. He received a WhatsApp message from Mr Aggarwal that day asking him whether a particular player was going to be playing in the game that day, i.e. again asking for Inside Information. (আগারওয়াল হোয়াটসএপ এ মেসেজ দেয় আবারো এবং একজন সুনির্দিষ্ট প্লেয়ার খেলবে কিনা সেটা জানতে চান)
11.13. Mr Aggarwal continued this conversation with him by talking about bitcoins, dollar accounts and asked him for his dollar account details. During this conversation, he told Mr Aggarwal that he wanted to meet him “first”. (আগারওয়াল এর সাথে সাকিবের কনভার্সেশন চলতে থাকে এবং আগারওয়াল সাকিবের বিটকয়েন আর ডলার এর একাউন্ট এর কথা জিজ্ঞেস করে)
11.14. These messages on 26 April 2018 included a number of deleted messages. He confirmed that these deleted messages contained requests from Mr Aggarwal for Inside Information. (২৬ এপ্রিল২০১৮ তে আরো কিছু মেসেজ থাকে যেগুলো ডিলিটেড এবং এগুলো তে আগারওয়ালের দলের ভিতরের খবর জানতে চাওয়ার রিকুয়েস্ট ছিল)
11.15. He confirmed that he had concerns over Mr Aggarwal, feeling he was a bit “dodgy”, and that, following their conversations, he had the feeling that Mr Aggarwal was a bookie. (সাকিব শিওর করেন যে এই আগারওয়ালের সাথে কথাবার্তা বলে তার মনে হইছে আগারওয়াল একজন বুকি)
11.16. He did not report any of the contact and approaches received from Mr Aggarwal on 26 April 2018 to the ACU or any other anti-corruption authority. (সাকিব এবারো আকসু কে কিছু জানায় নাই)
এখন আসল ইস্যু তে আসি। সাকিব কি কিছু করছে? নাহ এবং হ্যা। নাহ কেননা প্রমানিত হওয়ার আগ পর্যন্ত আইনের চোখে সবাই নির্দোষ। আর হ্যা কেননা ভিতরে কি হচ্ছে তারা কয়েকজন ছাড়া কেউ এক্সাক্ট জানেনা। হোয়াটসএপে মেসেজ থেকে শুরু করে সবই আনট্রেসেবল রাখা যায় আর ডিলিট তো করাই যায়।এরপর টাকা পয়সা তো আছেই। ক্রিপ্টোকারেন্সি অনেক আছে যেগুলো কিনা আনট্রেসেবল।আগারওয়াল এর সাথে ব্যাংক একাউন্ট, ডলার, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট নিয়ে কেন কথা হবে? আর আগারওয়ালের সাথে তার যোগাযোগ তো ইচ্ছাকৃত শুরু হইছে তাই না? আবার সাকিব কিছু নাও করতে পারেন।হয়তোবা তিনি ভয় পাইছেন কিংবা কেয়ারলেস ছিলেন। কারন ইয়ান পন্ট জড়িত না থেকে স্রেফ স্বাক্ষী দিয়েই অনেক হ্যারাসমেন্টের ভিতর দিয়ে গেছেন।এখন সেরকম কিছুর ভয় সাকিব পেয়েছিলেন?কি হতে পারে? কে জানে?এই লোকটা জুয়ারি,এইটা আকসু তে রিপোর্ট করা উচিত এসব জিনিসে ভুল করার মত মানুষ সাকিব না।এটলিস্ট খেলা এবং প্রেস কনফারেন্স দেখে কোন দিন মনে হয় নি।
আরেকটা প্রশ্ন,সেটা হল সাকিব এর বদলে সাদা চামড়া হইলে কি রায় এমন হইত?
এখন অনেক রকমের কনস্পিরেসিএর গন্ধ আসতেছে তো সবগুলো নিয়েই কথা বলিঃ
• সাকিব টাকা খাইছে। টাকা খেতে চাইলে বর্তমান যুগ টা খুবই সহজ।আনট্রেসেবল মেসেজিং সার্ভিস আছে,ক্রিপ্টো আছে।সাকিবের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কানেকশন আছে ওইখানে আনট্রেসেবল একাউন্টে টাকা রাখাই যায়।
• শুধু সাকিব না,আরো অনেকেই খাইছে টাকা। অধিনায়ক মাশ্রাফী নিয়ে একটা কথা অনেকেই বলেন সাংবাদিক আরিফুল ইসলাম রনি(যথাসম্ভব) উনার কাছ থেকে প্রায়ই একাদশ পেয়ে যান। পেপারে সেটা ছাপাও হয়। এখন সেগুলো কি তিনি জুয়ারি দের কাছে দেন না তার কি নিশ্চয়তা?
• সাকিবের সাথে আগারওয়ালের যোগাযোগ হয় ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলার সময় এবং চেনাজানা কেউ এই নাম্বার টা পাশ করে। ঢাকা ডায়নামাইটসের মালিক পক্ষ সালমান এফ রহমানের ও পাপনের বেক্সিমকো। চাপ প্রয়োগ করে সাকিব কে যোগাযোগ করতে বাধ্য করা হয়েছে কি না সেটার উত্তর কেউ দিতে পারবে? সাকিব বড় এথলেট কিন্তু সালমান এফ রহমান কিংবা বোর্ড সভাপতির সাথে টেক্কা দিতে পারার মতন বড় না।
• অন্য দেশের বোর্ড আর আমাদের দেশের বোর্ডের ব্যাপারে কথা। আমার মনে হয় জাতি হিসেবে আমরা ডিপ্লোমেসি তে দুর্বল। তথ্য গোপন করছে কিন্তু দোষ করার প্রমান তো নেই এই হিসাবে বোর্ডের উচিত ছিল এগিয়ে আসা। আরো এগ্রেসিভলি আকসুকে আক্রমন করা। কিন্তু ক্রিকেটার দের সাকিব এর নেতৃত্বের যাওয়া ধর্মঘটে বোর্ড আরো কিছু করবে না। এমনিতে খবর থাকে না তার উপর তাদের মেজাজ খারাপ। তো কিছু আর হবে বলে মনে হয় না।
এখন, আইনের চোখে সব জেনেশুনে তথ্য গোপন করাটা একটা অপরাধ।সেইটার সাজা পেতেই হবে। সেইসাথে জিনিস টা ক্লিয়ার ও না সাকিব কি করছেন আসলে। তবে একটা জিনিস ক্লিয়ার এর আগে প্রতিভাবান আশরাফুল এবং এখন বাংলাদেশের সেরা প্রোডাক্ট সাকিব দুইজন কেই কালিমা লিপ্ত করা হয়ে গেল।
এই ঘটনা গুলো দিয়ে বাংলাদেশের ক্রিকেট আরেকবার যেন আরেকবার মারা পড়লো।
#saveBDcricket
Ref. Decisions of ICC regarding SHakib al hasan OCtober 29,2018
২| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: এটা শেষ পর্যন্ত একটা খেলা।
'ক্রিকেট' দেশ ও জাতির উন্নয়নের হাতিয়ার নয়।দেশকে গৌরবান্বিত করার জন্য খেলা ছাড়াও আর অনেক মাধ্যম আছে।
ইউরোপ আমেরিকার বায়ার'রা নিশ্চয় আমাদের ক্রিকেট খেলা দেখে গার্মেন্টস পোশাকের অর্ডার দেয় না। সৌদি মালয়েশিয়া নিশ্চয় আমাদের ক্রিকেটারদের দেখে শ্রমিক নেয় না।
খেলাধুলা দিয়ে যদি জাতির উন্নতি হত তাহলে ব্রাজিল হত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬
ধ্রুব অন্যকোথাও বলেছেন: সত্য বলেছেন
৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৪
কিরমানী লিটন বলেছেন: এ কোন সকাল- রাতের চেয়েও অন্ধকার.....
৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৯
গোধুলী বেলা বলেছেন: ১১.১৩ আগারওয়ালা যখন ডলার অথবা বিট কয়েন সম্পর্কে জানতে চান তখন সাকিব আগে দেখা করার কথা বলেন।
এই পয়েন্ট দেখে আমার খারাপ লাগছে।
যাই হোক দেশ প্রেম মানে সাকিব নয়। অপরাধীর শাস্তি হবার দরকার আছে। তাতে করে সবাই সাবধান হবে।
অবশ্য সাকিবকেঅনেক বেশি দরকার টিমের জন্য।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬
ধ্রুব অন্যকোথাও বলেছেন: সেটাই
৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
শাকিব বছরব্যাপি এই কালো তালিকাভুক্ত জুয়াড়ির সাথে কথাবার্তা চালিয়ে গেছে, দেখাও করেছে হয়তো দরে বা বিভিন্ন কারনে বা সততার কারনে, বা ভয়ে বনিবনা হয় নি।
সব ডিলিট করে শাকিব ভেবে ছিল কেউ কিছু জানবে না।
হটাৎ একদিন জানুয়ারির সকালে আকসুর দারোগার ফোন -
সাকিব, আমরা তো টপ জুয়াড়িদের ফোনে গোয়েন্দা লাগায় রাখি, দেখলাম আগরওয়ালার সাথে তোমার কথাবার্তা, দেখাও করেছ। তোমার সাথে কিছু কথা আছে।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছুই এলোমেলো। টাইমিং-এর কারণে ষড়যন্ত্র তত্ত্ব গুরুত্ব পাচ্ছে...
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: সাকিবকে যে প্রস্তাবটা দিল সে এটাকে একটা ফাঁদ হিসেবে ব্যবহার করেছে কিনা সেটা কেউ ভেবে দেখলোনা। সেই মানুষটিকে কি করেছে ICC ?