নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চিন্তা ভাবনার খোলা খাতা আপনাদের সবার ভালো লাগলে ভালো না লাগলে দুঃখিত

মুর্খদের সাথে তর্ক করতে ভাল্লাগেনা,মুর্খ দের এভয়েড করতে ভাল্লাগে

ধ্রুব অন্যকোথাও

আমাকে অমানুষ ডাকুন

ধ্রুব অন্যকোথাও › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার চিঠি তোমায় প্রিয় ক্যাপিটালিজম

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৩


এক দেশে এক বেশ্যা ছিল আর ছিল তার দালাল। এই বেশ্যাটা কে তার দালাল খুব ভালোবাসতো।চোখে চোখ রেখে কপালে চুমু খেয়ে ভালোবাসি বলা ভালোবাসা এটা নয়। এটা ছিল ফিনান্সিয়াল ভালোবাসা। সবচে বেশি খদ্দের আনতো এই মেয়েটাই কিনা।প্রতিটা কাস্টোমার এর জন্য মেয়েটা কিছু পাইতো। অনুপাতে ২০%-৮০%।
মেয়েটা ২০% পাইতো অবশ্যই। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলে একটা ব্যাপার আছেনা? মেয়েদের বেতন তো ছেলেদের চেয়ে কম হবেই। ক্রিকেট যেমন একটা খেলা,এটাও একটা খেলা। ওইখানে মেয়েরা কম পায়,এখানেও পাবে।অবাক হওয়ার কি আছে?
একদিন দালাল খেয়াল করে দেখলো "কিরে তার ভালোবাসার এই বেশ্যার কেমন যেন মন উড়ুউড়ু। কাস্টোমার এর দিকে নজর নাই। দালাল তখন খাতা কলম খুজে নিয়ে বসলো। সেই যে ওর জামাই এসে বিক্রি করে দিয়ে গেছে তারপর থেকে তো সে এইখানে। দিনশেষ হয়ে আসতেছে মেয়েটার। মেয়েটারে ছেড়ে দিতে হবে।এই চিন্তা করে উদাস লাগলো।
এক সপ্তাহ পর মেয়েটা এসে বললো আমি চলে যেতে চাই।এত বছর তোমারে ইনকামের ব্যবস্থা করে দিছি আমি চইলা যেতে চাই। আমি টাকা জমাইছি, আর গার্মেন্টস এ কাম দিতেছি আমি চইলা যামু। দালাল বললো "অবশ্যি যাবা"। লাস্ট একটা কাম আছে এইটা কইরা দিয়া যাও।
কি কাম?
দালাল পকেট থেকে একটা কাগজ আর ওষুধ বের করলো। বেশ্যার হাতে দিলো। বললো "এই ঠিকানায় যাবা। আমার নাম বলবা। কাজ যা করার করবা। পরে মাল ছেড়ে দিলে ।এই ওষুধ টা দিয়ে পানি খাওয়ায় দিবা।ঘুমের ওষুধ এটা। ও ঘুমাইলে ওর খাটের নিচের থেকে সুটকেস নিয়ে আসবা। আমি বিল্ডিং এর সামনেই থাকবো।
মেয়ে কিছু কইলো না। আগেও এরকম দাও মারছে। এই ধরনের কাজ করছে। দালাল ওরে সবসময় বাচাইছে।এবারো এরকম কিছুই হবে আর কি।
সিএনজি করে মেয়ে গেলো। দালাল ১০ মিনিট পরে ওইখানে বিল্ডিং এর সামনে হাজির।কিছুক্ষন পরে মেয়ে ফোন করে কান্নাকাটি শুরু করছে। "আমি তো ওই লোকরে মাইরা ফেলছি"।
দালাল আতকে উঠে বললো "তাই নাকি? আমি আসতেছি দরজা খুলো"।
দালাল গিয়ে দেখে লোকটা বিছানায় পরে আছে।দালাল আগে খাটের নিচ থেকে সুটকেস টা নেয়। পরে লোকটা কে ধরে মেয়েটাকে বলে "হায় হায় তুমি কি পুরো ওষুধটা দিয়ে দিছো?"
মেয়ে কান্না কান্না চোখে বলে "হ্যা"
দালাল চিৎকার দেয় "কি করছো?এটা নতুন ওষুধ। একটু করে দিতে হয়।আমি বলি নাই,আর তুমি এই কাম করে ফেললা?এখন যে পুলিশ আসবে?তখন কি করবা?"
মেয়ে ভয়ার্ত আর হতবাক দৃষ্টিতে চেয়ে থেকে বলে "কি করবো আমি?"
"হ্যা কি করবা?তুমি তো খুন করছো।আমি জানিনা কি করবা।আমি গেলাম"।
মেয়েটা তখন দালালের পায়ে ধরে ফেলে "আমারে বাচাও তুমি।তুমি যা বলো তাই করবো আমি।"
দালাল মেয়েটার দিক তাকায় বলে "আচ্ছা,দেখি কি করা যায়।"
দালাল তখন ফোন করে কোন এক জায়গায় "অমুক জায়গায় আছি।একটা জিনিস পরিষ্কার করা লাগবে।তাড়াতাড়ি আসেন।"
দালাল তখন মেয়েরে কইল "তোমারে যে বাচামু এর লাইগা টাকা লাগবো।এই যে ডেডবডি পরিষ্কারের লোক আসতেছে।পুলিশ আসবো।এই লোকের ফ্যামিলি আছে তাদের টেকা দেওয়া লাগবো।কি করা যায়?"
বেশ্যা সাথে সাথে বলে "আমার যা টাকা আছে দিয়ে দিবো।তাও আমি জেলে যাইতে চাইনা"।
দালাল হাসতে হাসতে বলে "তো আমার মুখ বন্ধ করার জন্য কত দিবা?"
বেশ্যা চুপ হয়ে যায়। মাথা নিচু করে ফেলে।
দালাল বেশ্যার চিবুক ধরে মুখ উঠায়। যেমনটা নবব্ধুর মুখ তার স্বামী দেখে। দালাল বলে "আমার লগে আর দুই বছর কাম করলে তোমারে ছাইড়া দিমু।খাওয়া আর থাকা দিবো কিন্তু টাকা পাবা না"।
বেশ্যা কিছু বলে না।
দুই বছর পর বেশ্যা ছাড়া পায়।
কারন দালাল বাড়ি করে,চাল ডালের ব্যবসায় ঢুকে যায়।
আর সেইদিন সেই বেশ্যা কাউকে আসলে খুন করে নাই। দালাল তার বন্ধু কে আগে থেকেই শিখায় রাখছিলো। আর ওষুধ টা হার্টবিট স্লো করে দেয়।তাই সাধারন মানুষের কাছে মনে হয় সে মারা গেছে। দালাল আসলেই ক্লিনিং এর মানুষ রে ফোন দিছিলো।কিন্তু ওইটা ছিল ওর আন্ডার কন্সট্রাকশন বাড়ির ড্রেইন পরিষ্কারের জন্য।সুটকেসের
টাকাও ছিল ওর নিজের।
মেয়েটাকে এভাবে নিজের জিম্মায় রেখে ফ্রিতে পয়সা পেল দালাল।

বন্ধুরা এটাকে বলে এক্সট্রিম ক্যাপিটালিজম।
প্রশ্ন করুন ক্যাপিটালিজম কে নাহয় আপনাকে এভাবে বেশ্যার মতন সবাই বেচে খাবে।
(ডেভ চ্যাপেল এর কমেডি থেকে শুনে পরিবর্তিত করা)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১২

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: এজন্যই তো তার নাম দালাল। দালালি করাই তার কাজ। তার প্রধান হাতিয়ার হলো ঈমানের সহিত বেঈমানি।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৫৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দালাল আর কইছে কারে!

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: দালাল থেকে দূরে থাকুন।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮

নেওয়াজ আলি বলেছেন: বাহ্ দারুণ প্রকাশ

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৩

ধ্রুব অন্যকোথাও বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.