![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমল নামের আমার একটা বন্ধু ছিল
একই স্কুলে পড়তাম
কৃষ্ণকায় কমল খুব লাজুক স্বভাবের ছিল
কিছু বললে মৃদু হাসতো, নাহয় চুপিসারে কাঁদত
কমল কে ওর মা প্রতিদিন স্কুলে দিয়ে যেত
শাখা-সিদুঁরে কোন এক দেবীর মতোই লাগতো
কমল স্কুলের ব্যাগে রোজ জল ভরতি বোতল নিয়ে আসতো।
আমরা জলের বোতল হাতে নিয়ে ফুঁ দিয়ে বলতাম,
"সূরা পড়ে পানিতে ফুঁ দিয়ে দিয়েছি,
পানি খেলে মুসলমান হয়ে যাবি কমল"
কমল গাল ফুলিয়ে পানি ফেলে দিত,
স্যারকে নালিশ করার হুমকি দিত,
আমরা হো হো করে হাসতাম।
একদিন পানি খাওয়ার সময় কমলকে বললাম,
"তুই তো পড়া পানি খেয়ে ফেলেছিস।
তুই আজ থেকে মুসলমান।"
কমল সেদিন হতভম্বের মতো কেঁদেছিল।
তারপর একদিন কমল স্কুল ছেড়ে দিল।
দুর্গাপূজায় নাড়ুর লোভে কমলদের বাড়িতে যেতাম।
সেবার দুর্গাপূজায় যখন ওদের বাড়িতে গেলাম,
উঠোনের তুলশী গাছটা অযত্নে শুকিয়ে আছে,
কমলরা নাকি দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গিয়েছে।
সেদিন শুনলাম, কমল নাকি দেশে এসেছে
কলেজ মাঠটার পাশে দেখাও হয়ে গেল।
কমল দোকান থেকে এক বোতল পানি
কিনে এনে বলল, "অনেকদিন পড়া পানি খাই না,
একটু ফুঁ দিয়ে দিবি?"
২| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৮
নাঈমুর রহমান আকাশ বলেছেন: সাম্প্রদায়িকতামুক্ত একটি সুন্দর ধর্মনিরপেক্ষ সমাজ চাই আমরা। যেখানে প্রতিটি ধর্মের মানুষ নিজের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে। কেউ অপরের বিশ্বাসের প্রতি ঘৃণা পোষন করবে না বরং সম্মানের দৃষ্টিতে দেখবে।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৭
আবু আফিয়া বলেছেন: সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করুক, লেখাটি ভাল লেগেছে,
আসলে ধর্ম যার যার হৃদয়ের বিষয়, একেক জন একেক ধর্ম পালন করবে এটাই স্বাভাবিক তবে সবার সাথে ব্যবহার হবে ভালোবাসার,
লেখককে ধন্যবাদ
৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
গত একমাসে ব্লগে যত কবিতা এসছে, তার মধ্যে এটাই সেরা।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭
কাওসার চৌধুরী বলেছেন: অন্য মাত্রার ধ্রুপদী একটি কবিতা পেলাম।
৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪
ইমরান আল হাদী বলেছেন: কমলরা এপার ওপার করে মাঝে থাকে কাঁটা তার।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯
অর্ক বলেছেন: আপনি খুবই অসাধারণ একটি কবিতা লিখেছেন! খুব ভালো লাগলো। এই কবিতার কমল যেন আমারও বন্ধু ছিল, তবে অন্য নামে। আমরাও তাকে তার ধর্ম নিয়ে বিব্রত করেছি, ব্যথিত করেছি। এভাবে একদিন সেও সপরিবারে ভারতে পাড়ি জমিয়েছিল। কিন্তু আমার কমল বন্ধুরা আর কোনওদিন বাংলাদেশে আসেনি!
সত্যি দারুণ ভালো লাগলো। শিরোনামও যথাযথ। নিরবচ্ছিন্ন শুভেচ্ছা