| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুঁজে দেব শব্দ
এনে দেব সুখ
অকারণে ভালোবেসে
কুঁড়িয়েছি দুখ
দেবনা দেবনা তোকে
শুধু দেব আরো দেব
একরাশ নীলাকাশ
আমায় তোরা কাঁদাতে পারিস
আমি দেব রোদদুর খুঁজে
হওনাতো আমার স্বপ্ন শঙ্খচিল
খুঁজে দেব এনে দেব মাতিয়ে দেব
অভিলাষী মন সুখ খুঁজে পায়না
তাইতো বলি তোর কেন এত শোক
জানিস কি তুই তোর জন্য
অবেলাতে আমি মরতে পারি
দিবি কি তবে বল ভালোবাসা
অকারণে এইখানে পরবে সাড়া
এইখানে এই মধ্যিখানে
বাউল এ মন তোর সব চায় না
শুধু আমায় একটু কি দিবি
তোর মনের ভাঙা আয়না
©somewhere in net ltd.