নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Particles of debris rain down, as the dense-cloud-of-dust settles. The storm calms. I made it through one more day. I\'m a little stronger and now know that I\'m a little more prepared. This confidence I will carry into tomorrow if her dark-dust-storm

ধুলো মেঘ

ধুলো মেঘ › বিস্তারিত পোস্টঃ

তবে একটা কথা মনে রাখবেন

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২২

আওয়ামী সরকারকে তো ফেলায় দিলেন। আর সেই বস্তাপচা মুক্তিযুদ্ধের চেতনাবাজী আর মুজিব বন্দনা থেকে মুক্তি পাইলেন। কিন্তু মুক্তি পেয়েই যা শুরু করেছেন, এতে কি জনগণের মন পাওয়া যাবে? আমাদের দেশের ১৮ কোটি জনগণের মধ্যে কমপক্ষে ৪ কোটি আছে আওয়ামী লীগের সাপোর্টার। এদের চোখের সামনে আপনি
- এদের জনকের মূর্তি ভাঙলেন। গলায় দড়ি বেঁধে শহীদ মিনারে ঝুলিয়ে দিলেন। মাথার উপর পাশাব করে দিলেন। নিচে ফেলে জুতা দিয়ে পেটালেন।
- এদের পূজনীয় ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর পুড়িয়ে দিলেন।
- এদের নেতাকর্মীদেরকে যা না তাইভাবে অপমান অপদস্ত করলেন।
- সমর্থকদের বাড়িঘর পুড়িয়ে দিলেন।
- ওদেরকে দিনরাত আতঙ্কিত করে রাখলেন।

আর দম্ভভরে দাবি করলেন যে স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতা যদি দেশের ৪ কোটি মানুষের জন্য নরক যন্ত্রণার কারণ হয়, তাহলে তাকে আপনি কোন যুক্তিতে স্বাধীনতা বলেন? এই ৪ কোটি কি বসে থাকবে? এদের যে যেখান থেকে যতটুকু সামর্থ্য দিয়ে পারে, আপনাদেরকে এই অপমানের জ্বালা ফিরিয়ে দেয়ার জন্য সব রকম প্রচেষ্টা চালাবে। ঠিক কিনা কন!

আপনি নতুন সরকার নিয়া যতই উন্নতি করেন, লাভ নাই।
দেশকে আমেরিকার মত সুপার পাওয়ার বানায় দেন, লাভ নাই।
ঘুষ খাওয়া রূপকথায় বানায়া দেন, লাভ নাই।
মাইক্রসফট আর গুগুলের সিইও পদে বাংলাদেশি বসান, লাভ নাই।
নোবেল পুরষ্কার আনেন, আর বিশ্বকাপ ফুটবলের শিরোপা আনেন, লাভ নাই।

এদের মনে প্রতিশোধের আগুন জ্বলতেই থাকবে। তারপর কোন একদিন ...

নির্বাচনের মাধ্যমে হোক আর ভারতের আধিপত্যবাদী দখলদারীর মাধ্যমেই হোক, ক্ষমতা দখল করবেই। আর আপনাদের করা প্রত্যেকটা অপমানের প্রতিশোধ পাই পাই করে আদায় করবে। আর প্রতিশোধ নেবার সময় আওয়ামী লীগ কাউকে দয়াও দেখায় না - কাউকে ছাড়ও দেয়না।

কি ভাই নতুন মুক্তিযোদ্ধা? প্রস্তুত আছেন তো সেই দিনের জন্য?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: সরকারকে কেউ ফেলে দেয় নি, ওটা পলকে পলকে পল্টি দিয়ে আপনা-আপনিই পড়ে গেছে B-)

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১১

ধুলো মেঘ বলেছেন: ফেলে দিক বা পড়েই যাক - দলটার নাম আওয়ামী লীগ। ফুরিয়ে যাবেনা। অবশ্যই ফিরে আসবে এবং এমন ভয়ঙ্কর প্রতিশোধ নেবে - এখনকার জেনারেশন যেটা কল্পনাই করতে পারবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.