![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখনই ছুটিতে বাড়ি যেতাম.....লাঠিতে ভর করে তিনি আমাকে দেখতে আসতেন
"কই ? বাবু নাকি আইসে ?"
জানু'র মা। আমাদের পাশের বাড়ীর অতি বয়স্ক এক জন। ৮০'র কোঠা কবে পার করেছেন।
নাতিরাও বিয়ে করে বাবা হয়েছে। জানু অনেক আগে আমাদের বাসায় কাজ করত। সে সুবাদে জানু'র মা প্রায় সময়টা আমাদের বাসায় কাটাতেন। আমার মা'র গল্পের সংগী।
ঈদে কিছু উপহার প্লান করলে আম্মা বলতেন " জানুর মা'র জন্য একটা শাড়ী এনো । কখনও বলতেন " এবার শীত বেশী পড়েছে। জানুর মা'র জন্য একটা কম্বল এনো।"
আজ খবরে পড়লাম দিনাজপুর জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ৪৫ বছরের মধ্যে এটি নাকি সর্বনিম্ম তাপমাত্রা।
তাড়াতাড়ি বাসায় ফোন করলাম। কেমন আছে আব্বা আম্মা। আমার নানি।
সবাই ভাল আছে। ভাল থাকার চেষ্টা করছে।
শুধু জানু'র মা নেই। এই শীতের ধকল সইতে পারেন নি।
আগামী মাসে দেশে যাবার ইচ্ছা। এবার কে বলবে :
"কই ? বাবু নাকি আইসে ?"
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
ধুম্রজ্বাল বলেছেন: ধন্যবাদ।
লেখার অনুপ্রেরনা পেলাম
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
টাইম পাস বলেছেন: সুন্দর বচন ভংগী