নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুম্রজাল

ধুম্রজ্বাল

আমি চুম্বক। অন্যকে প্রভাবিত করা আমার নেশা

ধুম্রজ্বাল › বিস্তারিত পোস্টঃ

সাপ@ ২৫,০০০ ফিট

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সিনেমা তে সম্ভব। তাই বলে বাস্তবে ?

অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কেয়ার্নস থেকে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবি চলাচলকারী কোয়ানটাস পরিবহনের বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে যাত্রীদের চোখ ছানাবড়া। বিমানের ডানায় জড়িয়ে আছে ইয়া বড় এক অজগর!।







প্রায় ২ ঘন্টার ফ্লাইটের এ যাত্রার প্রায় ২০ মিনিটের মাথায় এই অজগরের বেচে থাকার লড়াই যাত্রীদের চোখে পড়ে। বাহিরে তখন তাপমাত্রা -১২ আর বাতাসের গতি ছিল 250mph (400km / ঘ) ।পুরো সময়টা অজগরটা প্লেনের ডানা জাপটে ধরার চেষ্টা করেছে। পারেনি। এর মাঝে লেজের একটা অংশ ইন্জিনে লেগে প্লেনের ফিউজলেজ রক্তের রং এ রংগীন করে।ধারণা করা হচ্ছে, কেয়ার্নস বিমানবন্দরের আশপাশের ম্যানগ্রোভ বন থেকে এসে অজগরটি বিমানে উঠেছিল। নির্বিষ অ্যামেথিস্টাইন প্রজাতির এই অজগরটি লম্বায় নয় ফুট এক ইঞ্চি। এটি প্রায় ২৮ ফুট পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে।

ল্যান্ডিং এর পর অজগরটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।



নোট: ২০১০ এ কংগোতে এক ১৯ সিটের বিমান রানওয়েতে নামার আগে বিঃধস্ত হয়।

জানেন কেন ?

বিমানের কেবিনে একটা কুমীর পাওয়া গিয়েছিল। কোন সৌখিন যাত্রী ব্যাগে কুমীর ভড়ে বিমানে উঠেছিল। বিধি বাম। কোন কারনে কুমীরটা বের হয়ে আসে। কুমীরের ভয়ে যাত্রীরা সবাই বিমানের পিছনের অংশে যাওয়ায় বিমানের ভারসাম্য নষ্ট হয়। পাইলট আর কন্ট্রোল করতে পারে নি।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

রিওমারে বলেছেন: আজব :P :P বিমান আকাশে ওড়ার আগে চেকিং হয় না??

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ধুম্রজ্বাল বলেছেন: (নোট)
আফ্রিকায় সব সম্ভব

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

জীবন্মৃত০১ বলেছেন: আজিবতো!

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আহমেদ নিশো বলেছেন: রিওমারে বলেছেন: আজব :P :P বিমান আকাশে ওড়ার আগে চেকিং হয় না??

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ধুম্রজ্বাল বলেছেন: সেজন্যই তো আপনাদের জানালাম

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

শান্তা273 বলেছেন: ভয়ংকর !!!

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

জেমস বন্ড বলেছেন: :-& :-& ওরে ভয়ঙ্কর । সাপ আমার খুব ভয় লাগে তবে সবচেয়ে বেশি ভয় পায় শুনেছি - রোমান সৈনিক রা :P :P :P ;)

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

নিমচাঁদ বলেছেন: প্লেন এক্সিডেন্ট করতে পারতো ।অনেক রিজন ছিলো এক্সিডেন্ট হওয়ার।

কিছু লোকের চাকরি নিয়ে টানাটানি পড়বে । গ্রাউন্ড ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার , গ্রাউন্ড সাপোর্ট একুইপমেন্টের হান্ডলিং এজেন্ট এদের । কারণ সাপটা ,প্লেন টারমাকে থাকা অবস্থায় ডানায় উঠেছে ।কিছু দোষ পাইলটের উপর ও যাবে কারণ প্লেন অপারেটের আগে পাইলট কিনবা কো পাইলট পুরা প্লেনের বাইরের ইন্টারফেস চেক করেন।গ্রাউন্ড সাপোর্টের সার্টিফিকেট ছাড়া পাইলট প্লেন রান করান না । ঝামেলা মেলা হলো ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ধুম্রজ্বাল বলেছেন: বিমোহিত আপনার বিশ্লেষনে।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

হেডস্যার বলেছেন: :-B :-B খাইছে রে !!

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

আমি স্বার্থপর বলেছেন: সাপটা বিনা টিকেটে ভ্রমন করতে যেয়ে প্রাণটা হারালো... :(

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

সুদীপ্ত কর বলেছেন: বেচারা সাপ :(

ঘটনা আসলেই ভয়ংকর.. প্লেনের সিকিউরিটির প্রশ্ন

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

ময়ূখ বলেছেন: একমাত্র এই দেশেই পসিবল এইরকম ঘটনা ঘটা...আজব একটা দেশ...

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

এই সব দিন রাত্রি বলেছেন: মজা পাইলাম স্যার! :D

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

ধুম্রজ্বাল বলেছেন: একদিন নাইট ফ্লাইং টেকঅফের আগমুহুতে দেখি এক কছ্ছপ রানওয়ে পার হচ্ছে।
টাওয়ার কে বোঝাতে সময় লেগেছে আসলে আমি কি দেখেছি।

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ধুম্রজ্বাল বলেছেন: তোরে কুন কোচিং সেন্টারে পড়াইসি মনে করবার পারতিসি না

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: B:-) B:-)

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

এই সব দিন রাত্রি বলেছেন: স্যার ইন্টারের পড়ে আপনার ভার্সিটিতে ১০ সপ্তাহ ক্লাস করছি, আপনি ছিলেন না! :D :D

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ধুম্রজ্বাল বলেছেন: হুম। হপায় মনে পড়সে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.