নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুম্রজাল

ধুম্রজ্বাল

আমি চুম্বক। অন্যকে প্রভাবিত করা আমার নেশা

ধুম্রজ্বাল › বিস্তারিত পোস্টঃ

আফ্রিকান প্রেম। (পাবলিক ডিমান্ড)

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

সবজী কিনছিলাম দুই তরুনী'র কাছ থেকে। দাম দেবার সময় এক তরুনী'র পীঠে নেতিয়ে থাকা এক শিশু দেখে ২০ টাকা বেশী দিলাম। অন্য তরুনীও তার পীঠের বাচ্চা দেখিয়ে তার জন্য ও চাইলো। দিলাম আর জিঙ্গাসা করলাম বয়স কত তোমার? সে বলল : ১৫। আমি থ।



আফ্রিকাতে এটা কমন। মেয়েরা পৃথিবী চেনার আগে নিজের শিশুকে চিনে। এই পরিস্থিতিতে আফ্রিকান প্রেম নিয়ে কি লিখবো ?

আমাদের এক কলিগ কে প্রশ্ন করেছিলাম তারা ক ভাই বোন। সে যা বলল :

সে আর তার বোন মা'র সাথে থাকে। তার বড়বোন তার মা'র অন্য এক ছেলে বন্ধু'র।

তার বাবা অন্য একজন কে বিয়ে করেছে যার ঘরে তিন ভাই বোন।(এক সন্তান অন্য ছেলে বন্ধু'র)।

সেই বাবা এখন আরেক জন মেয়ে বন্ধুর সাথে থাকে যাকে ইতিমধ্যে ২ মেয়ে উপ হার দিয়েছে।

আমার চোখ ছানাবড়া দেখে সে বলল" নো প্রবলেম"।

আসলেই নো প্রবলেম।

যুদ্ধবিধ্বস্ত এই দেশে অধিকাংশ পুরুষরা মারা গেছে। আর মেয়েরা ছিল অত্যাচারিত।পুরো পরিবারের দায়িত্ব নিয়ে ঘাস আর লতা পাতা খেয়ে দিন কাটাতো -শুনে অবাক হইনি।

১২ বছর পার হয়েছে। কোন কিছুই গড়ে উঠেনি।



আফ্রিকান প্রেম শিরোনামে এসব কি লিখছি !!

এখানে অধিকাংশ মেয়ে দের জীবন কাটে নিজের সন্তান অথবা একপাল ছোট ভাইবোন নিয়ে পরদিন কিভাবে কাটাবে তা ভেবে। নাই কোন চাকরী, কোন অর্থ উপার্জনের সৎ উপায়

তাদের আবার কিসের প্রেম ?

বয়স,বংশ,মর্যাদা, চেহারা নির্বিশেষ তারা বন্ধু খুজে ফিরে। বিদেশী বন্ধু।

কয়েকটি ডলার। একটু ভাল খাবার।

তাতেই ভাল কাটবে কয়েকদিন। তার এবং তার পরিবারের।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

স্বপ্ন চারিণী বলেছেন: সে আর তার বোন মা'র সাথে থাকে। তার বড়বোন তার মা'র অন্য এক ছেলে বন্ধু'র।
তার বাবা অন্য একজন কে বিয়ে করেছে যার ঘরে তিন ভাই বোন।(এক সন্তান অন্য ছেলে বন্ধু'র)।
সেই বাবা এখন আরেক জন মেয়ে বন্ধুর সাথে থাকে যাকে ইতিমধ্যে ২ মেয়ে উপ হার দিয়েছে

মাথায় জট লেগে গেছে!! B:-)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

ধুম্রজ্বাল বলেছেন: এইজন্যই আমার চোখ দেখে কলিগ বলল
নো প্রোবলেম।
এটা তাদের কাছে কোন ব্যাপার না

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আরজু পনি বলেছেন:

খুবই দুঃখজনক! :|

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

শীলা শিপা বলেছেন: এমন অবস্থা ভাবাই যায় না।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মাক্স বলেছেন: :(:(

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: :(

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: :( :(

প্রেম হইলো বিলাসীতা - যাদের পেটের আহার অত্যাধিক - তারাই ডেকে নিয়া আইয়া উস্টায় !!

প্রেম কর ভালা কথা উস্টানো দেইখা বিলাসীতা ছাড়া কিছুই মনে হয় না

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

ধুম্রজ্বাল বলেছেন: আমিও একি কথা বলি।
প্রেম হল বিলাসিতা। মিথ্যার বেসাতী।
অভিনয়

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মাথায় জট খুলতাছে না এখনো

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

ধুম্রজ্বাল বলেছেন: আমিও দেশের পথে। মাথা'র জট খুলে নাই এখনো

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কোন দেশ ভাই??

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

ধুম্রজ্বাল বলেছেন: আফ্রিকা'র সব দেশেই এই নীতি প্রচলিত

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

এম ই জাভেদ বলেছেন: আপনার কয়জন বান্ধবী ছিল অই দেশে?

১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৬

ধুম্রজ্বাল বলেছেন: অনেক। লিস্টে প্রথম পছন্দ SRSG

১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: আফ্রিকায় অভাব যুদ্ধপীড়নের জন্য এমনটা হয়েছে মেনে নিলাম কিন্তু ইউরোপের অনেক দেশেও তো প্রায় একই অবস্থা বিশেষ করে পশ্চিম ইউরোপে। নেদারল্যান্ডের একটা প্রচলিত কৌতুক হচ্ছে-

স্কুলে দুই বাচ্চা আলাপ করছে

১ম বাচ্চাঃ জানো আমার নতুন বাবা অনেক ভালো।
২য় বাচ্চাঃ কিছুদিন পর বুঝবে, গত মাসে উনি আমারো বাবা ছিলেন।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯

ধুম্রজ্বাল বলেছেন: শুনেছি উচ্চবিত্ত আর নিম্নবিত্তদের ভালবাসাবাসি কালচারে কোন তফাৎ নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.