![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের সব পেপারে তার গল্প ছাপানো হয়েছে।
নিজের কর্তব্যের প্রতি কতটুকু দ্বায়িত্ববান হলে মানুষ নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করে না তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম আমাদের দেখিয়ে দিয়ে গেল।চারিদিক এত অশান্তি'র মাঝে আমরা যখন শংকিত তখন শরীফুলের মত কিছু প্রান আমাদের চোখে আশার আলো জ্বালায়।
পুলিশ বাহিনী'র আত্বদানের কথা আমরা পেপারে মাঝে মাঝেই দেখি। আমি জানিনা পুলিশ বাহিনী তাদের কি ভাবে সন্মানিত করে, মনে রাখে আর তাদের উদাহরন টেনে বাকি দের অনুপ্রানিত করে। নাকি এটা নিছক প্রান দান।
আমি জোড় দাবী জানাই যেন কর্তব্যকালে মারা যাওয়া এসব বীরদের রাষ্ট্রীয়ভাবে রিকগনিশন দেয়া হয়।আলাদা উপাধী দেয়া হয়। তাদের পরিবারকে কিছু টাকা গছিয়ে না দিয়ে তাদের পুর্নবাসনের ব্যবস্থা করা হয়। পুলিশদের প্রশিক্ষন পাঠ্যসুচীতে তাদের সাইটেশন অন্তর্ভুক্ত করা হয়।
আমরা তাদের ভুলে যেতে চাইনা।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
ধুম্রজ্বাল বলেছেন: ধন্যবাদ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
সাইফ ভুইয়া বলেছেন: এই ডামাডোলের সময়ে এইসকল জাতীয় বীরদের জন্য কিছু একটা হয়ে যাওয়া বিশ্বয়কর বটে তবে তাদের সম্মান প্রতিটি মানবিক হৃদয়ে কড়া নারবেই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
ধুম্রজ্বাল বলেছেন: সুন্দর কথা বলেছেন।
ভাল থাকুন
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
আদিত্য-বিডি বলেছেন: tader ai dhoroner atto daner jonno puro family ke sorker theke sahajjo kora uchit.
ara amader onnotomo jatio bir...
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
ঢাকাবাসী বলেছেন: তার ঐ সময়ের অপারেশনের ধাঁচ বা স্টাইল পড়ে এটা পরিষ্কার যে তিনি মোটামুটি কাঁচা প্রশিক্ষন বিহীন অপরিপক্ক পুলিশ কর্মকর্তা ছিলেন। তার পরিবারকে সাহায্য দেয়া হোক, আর তার আত্মার শান্তি কামনা করি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
ধুম্রজ্বাল বলেছেন: তাদের প্রশিক্ষনের মান নিয়ে আমার সন্দেহ আছে।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: সহমত ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
ধুম্রজ্বাল বলেছেন: কবিতা ভালো হয়েছে।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: কিসের কবিতা ভাই!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
বাজেকাম বলেছেন: ভালো লাগলো