![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘানা (গানা) গিয়েছিলাম ট্রেনিং এ। সারাদিন ক্লাস শেষে রুমে এসে টিভি অন করে দেখি ব্যাপক বিনোদন।
নাইজেরিয়ার এক টিভি চ্যানেলের নাম "ইমানুয়েল টিভি "। সারাদিন দেখাচ্ছে কিভাবে তথাকথিত প্রফেট টি বি জোশুয়া দোওয়া (বস্তুত ধমক) দিয়ে রোগী ভালো করছেন। ক্যান্সার, এইডস, ডায়েবেটিকস আরও কত কি। গাড়ী চাই , বাড়ী চাই , চাকরী চাই- সব কিছুর মুশকিল আসান এই জোশুয়া।
তবে অধিকাংশই ভুতে (ডেভিল) আক্রান্ত রোগী। এক ধমকে ভুত কিভাবে বাপ বাপ বলে পালাচ্ছে তাই লাইভ টেলিকাস্ট করছে।
আর তাই দেখে শত শত দর্শক যিসাস যিসাস করে চিৎকার করছে।
চরম হাস্যকর অভিনয়। ভন্ডামী।
আফ্রিকার সব দেশেই ভুত-প্রেতে দারুন বিশ্বাস। সব সিনেমা-নাটক এই একটি বিষয়ে। ব্যাপারটা আরেকটু জানার জন্য সহপাঠি (যিনি ডক্টরেট,ভাসিটির শিক্ষক এবং কয়েকটি বই এর লেখক) কে প্রশ্ন করলাম।
এককথায় বললেন " হতে পারে"। তাই বলে ক্যান্সার, এইডসের রোগী এক দোওয়াতে নিরাময় সম্ভব ?
নিলিপ্ত জবাব " বিশ্বাসে সব সম্ভব" ।
২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৬
ধুম্রজ্বাল বলেছেন: ভুত-প্রেত বিদ্যা শেখার অনেক শখ।
চ্যানেল খুজতেছি
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৭
কান্টি টুটুল বলেছেন:
বলেন কি!!!
তবে বিশ্বাসের মাত্রা একটা ফ্যাক্টর হতে পারে