নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

নিজ কাব্য

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

বার বার ফিরে আসি

বার বার ফিরে যাই ,

তোমারই মন বিকাশে

তোমায় ছুঁয়ে যাই।



কোন নামটি প্রিয় তোমার

কোন ফুলটি লাগে ভালো

কোন ভ্রমরার পরাগরেনু

তোমার মনের মতো হলো ।

তোমাকে করতে জয়

আমার এ প্রচেষ্টা নয় অমূলক নয়।



তোমার মধুনামে মিলাতে মোর নাম

ছড়িয়ে ছিটিয়ে রেখেছি প্রিয়া হাজার ছদ্মনাম।



তোমার জন্যে সপেছি আদুরী এ দেহ মন প্রাণ

চক্রাকারে ঘুরছি তোমার পিছু এ বিধাতার বিধান।



নিয়তির এ ঘূর্ণিপাকে সূর্যালোকে চন্দ্রালোকে

রাতের আঁধার অথৈ পাথার দিগন্তের ঐ আঁকাশলোকে

খুঁজি তোমায় দারুণ আশায় পেতে তোমার হৃদয়টাকে।





অন্য কিছু নয় নীল ফড়িং লাল ফড়িং কোন কাব্য নয়

নিজ কাব্য রচে যাই আমি নেই কোন সংশয়।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
সুন্দর
ভালো লাগলো

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

গোর্কি বলেছেন:
সুন্দর ছন্দময় কাব্য। পাঠে তৃপ্তি পেলাম।

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে কবিতা।

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ ভাল লাগায় ।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছন্দময়

ভালা লাগছে

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

ধূর্ত উঁই বলেছেন: thanks valolagai

৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রেমের কবিতা !! ভালো লেগেছে !

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে থ্যাংক্য গ্রেট হাসান মাহবুব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.