নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

শচীন টেন্ডুলকারের বিদায়ে কয়েকজন প্রখ্যাত ব্লগারের মন্তব্য (ফেসবুক থেকে সংগৃহীত)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

ব্লগার স্বপ্নবাজ অভি



শচীন রমেশ টেন্ডুলকার তার শেষ ইনিংসটি সম্ভবত খেলে ফেলেছেন - ফেয়ার ওয়েল লিজেন্ড, ফেয়ার ওয়েল ভারতীয় ক্রিকেটের সর্বশেষ মানুষ !



আমাদের প্রজন্ম এমন একটা সময়ে পৃথিবীতে এসেছি যখন বাংলাদেশে একটা শিশু জন্ম নিলেই তার গায়ে সিল লেগে যায় ক্রিকেটে হয় ভারত না হয় পাকিস্তান , ফুটবলে হয় ব্রাজিল না হয় আর্জেন্টিনা , হয় আওয়ামী লীগ না হয় বি এন পি (পরিবার - পারিপার্শিকতা থেকে )। প্রথম যখন ক্রিকেট দেখা শুরু করি পাকিস্তান দল দুর্দান্ত ফর্মে , ওয়াসিম , ওয়াকার , ইনজামাম , ইজাজ , আফ্রিদিরা তুমুল ফর্মে । আশেপাশে সবার পাকিস্তান উন্মাদনা দেখে ধরে নিয়েছি এই দলটাই ভালো । কিছুদিন পরেই দেখলাম এই দলের প্লেয়াররা ড্রেসিংরুমে নিজেরা নিজেরা মারামারি করে , বল টেম্পারিং এর জন্য শাস্তি পায় , কেউ নিষিদ্ধ হয়(সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত , সামনেও থাকবে মনে হয় ) ... কেমন জানি রুচিতে বাধে , ধীরে ধীরেই ভারতীয় ক্রিকেট দলের প্রতি একটা ভালোলাগা জন্মাতে থাকলো ... শচীন , সৌরভ , দ্রাবিড় এর মত জেন্টল কয়েকজন ভারতীয় ক্রিকেট এর প্রতিনিধিত্ব করছে ! ওরা গেল ভারতীয়রাও ভদ্রতা ভুলে গেল ... ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটের জন্য যতটা ভালোলাগা ছিল ঠিক ততটাই ঘৃনা কাজ করা শুরু করল ! ইদানিং ভারতের খেলোয়াররাও একজন আরেকজনকে মারতে আসে , প্রতিপক্ষকে স্লেজিং এর নামে বর্নবাদী আচরণ করে ! শচীন লোকটা এত্তগুলা অভদ্র পোলাপাইনের সাথে একা ছিল অনেক দিন শচীন শেষ ভারতের ক্রিকেটের সর্বশেষ ক্রিকেটার ও শেষ ! সত্যি কথা হচ্ছে এখন ভারত - পাকিস্তান দুইটা দল হারলেই আরাম পাই।

দুইটারেই বাংলাওয়াশ দেয়া হবে !

গার্নিয়ার শুভ বিদায় - শচীন !





ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাই





শচীনের বিদায়ে কান্না পাচ্ছে। শচীনবিহীন ক্রিকেটবিশ্ব ম্লান হয়ে থাকবে আগামী অনেক দিন।



শচীন রমেশ টেন্ডুলকার- একটা উজ্জ্বল কবিতার নাম- একটা মহাকাব্য।



ব্লগার মেহজাবীন জুন ভারতীয় ক্রিকেট প্লেয়ারদের মধ্যে একমাত্র পছন্দ রাহুল দ্রাবিড়, এ ট্রু জেন্টেলম্যান ।আমার স্বামীর পছন্দ শচীন সেহেতু লজিক্যালি আমি তাকে লাইক করতে পারিনা ছাই ভাই তাই দ্রাবিড় আমার প্রিয়, আর লারা আর বোলিং এ শেন ওয়ার্ন আর ফার্স্ট বোলিং এ গ্লেন ম্যাকগ্রা কোর্টনি ওয়ালস আর কার্টলি এমব্রোস।



ব্লগার মেহেদি হাসান মানিক যার যা প্রাপ্য তা তাকে না দেয়াটা অন্যায়। শচীন জেন্টেলম্যান এবং কিংবদন্তী ক্রিকেটার তাই তাকে প্রাপ্য সম্মান দিতেই হবে।



সত্যি কথা হচ্ছে এখন ভারত - পাকিস্তান দুইটা দল হারলেই আরাম পাই।

দুইটারেই বাংলাওয়াশ দেয়া হবে !

গার্নিয়ার শুভ বিদায় - শচীন !







শুধু তাই নয় চেষ্টা থাকবে সবাইকে ওয়াশ দেয়ার।









ব্লগার স্নিগ্ধ শোভন



অবশেষে অতীত হয়ে গেলেন সর্বকালের সেরা ব্যাটসম্যান লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। আর কখনই দেখা হবে না তার শৈল্পিক চার ব্যাটের কোমল ছোঁয়ায়! আর শুনা হবেনা স্টেডিয়াম জুড়ে শচীন শচীন শচীন রব। শচীন সত্যি তোমাকে অনেক অনেক অনেক...... মিস করবো।



ব্লগার মাহমুদ-০০৭



শচীন ! তোমার কথা ভেবে মন টা খুব খারাপ লাগছে । সেলুট টু ইউ , আমার ছেলেবেলার

নায়ক ।

ব্লগার খাঁন রোজেন সত্যি কথা হচ্ছে এখন ভারত - পাকিস্তান দুইটা দল হারলেই আরাম পাই।



কিন্তু শচীনের হিসাব আলাদা।

ব্লগার মোঃ আনারুল ইসলাম শচীন রমেশ টেন্ডুলকার- একটা উজ্জ্বল কবিতার নাম- একটা মহাকাব্য।



ওয়াচে থাকা ব্লগার নিসঙ্গ স্বপ্নদেব

বৃদ্ধরা চলে যাবে নতুনরা জায়গা করে নেবেএটাই নিয়ম। আমার জন্মের আগে থেকে খেলে বুড়া ব্যাডা ।



সামহুয়ারইন ব্লগে শচিনটেন্ডুলকার নিয়ে দেয়া পোস্ট :-



শচীন টেন্ডুলকার -ব্লগার মঞ্জুর চৌধুরী

ক্রিকেটের শচীন যুগের অবসান- ব্লগার ছবিকর

বিদায় শচীন !! ক্রিকেটের দেবতার বিদায়ে রাজ্নৈতিক,সুশীল্দের প্রতিক্রিয়া !!ব্লগার রেজা রাজকুমার

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

শাহরিয়ার খান রোজেন বলেছেন: সত্যি কথা হচ্ছে এখন ভারত - পাকিস্তান দুইটা দল হারলেই আরাম পাই।

কিন্তু শচীনের হিসাব আলাদা।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

ধূর্ত উঁই বলেছেন: আপনার মতামত ও এড করা হলো। :)

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: After today only Human Being will play CRICKET....

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

ধূর্ত উঁই বলেছেন: সহমত ।তার অতিমানবিয় খেলার ইতি হলো। শুধু মানুষরাই এখন খেলবেন।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: শচীন রমেশ টেন্ডুলকার- একটা উজ্জ্বল কবিতার নাম- একটা মহাকাব্য।


সত্যি তাই

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

ধূর্ত উঁই বলেছেন: সহমত।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

মামুন রশিদ বলেছেন: অনবদ্য সচীন সংগ্রহ!

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

ধূর্ত উঁই বলেছেন: থ্যাংকস কমেন্টে। আপনার কমেন্ট পেলে ব্যাপারটা আরও সমৃদ্ধ হতো।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫১

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগল পোষ্ট। তবে শচীনের জন্য মন খারাপ হল। :( :( :( :( :( :(( :(( :(( :(( :((

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

ধূর্ত উঁই বলেছেন: শচীনের জন্য আমারও মন খারাপ। একজন ব্লগার সমাজে যথেষ্ট সম্মানিত ও আধুনিক ব্যক্তিত্ব। তাদের কমেন্ট তাই গুরুত্বপূর্ণ ।সেজন্য এ পোস্ট।



শুভকামনা।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


শচীন রমেশ টেন্ডুলকার- একটা উজ্জ্বল কবিতার নাম- একটা মহাকাব্য।


আসলেই তাই।

আগে বলবেন না তাহলে আর কিছু লিখতাম :P ;)

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

ধূর্ত উঁই বলেছেন: এর জন্যই বলা হয়নি ভ্রাতা।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২২

বেঈমান আমি. বলেছেন: ব্লগার নিসঙ্গ স্বপ্নদেব ধূর্ত উঁই সেলিম আনোয়ার কেমন আছিস ? ;) B-)) :P :P

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

ধূর্ত উঁই বলেছেন: নামে কি আসে যায়?আসল হলো কাজ।কাজ মানুষকে প্রতিষ্ঠিত করে আর কাজ মানুষকে ধ্বংস করে। ;) B-)) B-)) :P

ধন্যবাদ।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

অদৃশ্য বলেছেন:





দারুন


শুভকামনা...

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

ধূর্ত উঁই বলেছেন: থ্যাংকস। :)

৯| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: কালেকশন এত কম কেন? আরো হলে ভালো লাগতো! আমি স্ট্যাটাস টি মূলত দিয়েছিলাম নিজেকে কনফেস করা টাইপ একটা ব্যাপার থেকে, সেখানে শচীনকে নিয়ে বলতে গেলে আসলে এত সহজে শেষ হবেনা, হি ইজ এ লিজেন্ড!!

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

ধূর্ত উঁই বলেছেন: শচীন একজন কিংবদন্তী তার একেকটা ইনিংস নিয়ে লিখলেই তো অনেক লেখা হয়ে যাবে। তারপর ও আপনার কমেন্ট সংক্ষেপের মধ্যে চমৎকার হয়েছে।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

শোভ বলেছেন: শচীন এর ক্রকেট খেলবে না টা ভাবতে কষ্ট লাগে ..

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

ধূর্ত উঁই বলেছেন: সত্যি শচীন সেই ছোট্ট বেলা থেকেই তার খেলা দেখছি।তার খেলা শটগুলো খেলার চেষ্টা করেছি।আর বিস্মিত হয়েছি কিভাবে ওনি এসব খেলতেন। শচীন নিয়ে উন্মাদনা কার নেই।তিনি ছিলেন বিশ্বক্রিকেটার।একজন আইকন। ধন্যবাদ।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ক্রিকেটের এক বিরাট অধ্যায় সমাপ্ত হয়ে গেলো শচীনের অবসর গ্রহণের মধ্য দিয়ে। ওর হাসিখুশি চেহারা আমার খুব ভালো লাগতো, আর ভালো লাগতো তাঁর সততা- আউট হওয়া বলে তিনি আম্পায়ারের সংকেতের জন্য অপেক্ষা না করে প্যাভিলিয়নমুখি হতেন- এমনকি শেষ ইনিংসেও সেটা দেখেছি।

শচীনের কথা মনে পড়লে চোখ ভিজে যায়।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

ধূর্ত উঁই বলেছেন: সত্যি একজন গ্রেট দেশের সীমানা বা গন্ডি পেরিয়ে যান।তিনি হয়ে ওঠেন বিশ্বজনিন। শচীন ছিলেন তেমনই একজন। যার জন্য বাংলাদেশের একজন বিখ্যাত কবির চোখে জল এসে যায়।এমন অনেকেই তাকেই ভালবাসে।

হি ইজ এ লিজেন্ড।

শত বছরে এমন শচীন একটা আসে কিনা সন্দেহ।অনেকেই ব্রাডম্যানের কথা তার টেস্ট এভারেজের কথা বলবেন। শেষ টেষ্টে কিন্তু ব্রাডম্যান ডাক মেরেছেন। নাহলে তার এভারেজ ১০০ এর বেশি হতো। শচীন কিন্তু শেষ ম্যাচে ভাল খেলেই বিদায় নিলেন।

অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.