![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
বিষন্নতা ভর করে দেহ মন প্রাণে।
দুঃখরা করে খেলা অজানা তান্ডবে।
সাফল্যেরা সব আছে শুধু তুমি নাই।
অবাক শূণ্যতা করছে দহণ হায় ।
ভেঙে্ যাই আমি নিত্য কনায় কনায়।
নিরবতা অন্ধকারে পরশ পাথর।
ভেঙে দিলে সব হায় সুখের আকর।
নিশিদিন প্রতিদিন মরণ যাতন।।
পূর্ণ কর মনোদানে সুখের স্বপন।
মনোহারী দিবাকরি করো দূর ক্লেশ।
ভালবেসে ধন্য কর খোল ছদ্মবেশ।
খোলে ফেল সবজট, হিংটিং ছট।
প্রকাশিত হও তুমি অগোচরে একা।
মিলন কাব্য রচো হে ঘুচিয়ে জড়তা।
২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
ধূর্ত উঁই বলেছেন: থ্যাংকস ।
২| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৫
সুমন কর বলেছেন: আজ কি সনেট দিবস!! ২টি সনেট পড়লাম। ২টিই ভাল লাগল। ১ম আট লাইন আমার কাছে বেশী ভাল লেগেছে।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৯
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। কবিতা ভাল লাগায় শুভেচ্ছা
৩| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২
মশিকুর বলেছেন:
ষটক/শেষের ছয় পঙ্ক্তি বেশী ভালো লাগলো।
+
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩১
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ। ভাল লাগায়।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: মনোহারী দিবাকরি করো দূর ক্লেশ।
ভালবেসে ধন্য কর খোল ছদ্মবেশ।
সুন্দর হইছে
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩২
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
উপপাদ্য বলেছেন: চতুর্দশপদী কবিতার মজাই আলাদা।
ভালো লেগেছে,
ধন্যবাদ কবি
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে থ্যাংকস।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
অস্পিসাস প্রেইস বলেছেন: প্রশংসনীয় কবিতা। শেষের ছয় পঙ্ক্তি বেশী ভালো লাগলো।+ ।
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভালবেসে ধন্য কর খোল ছদ্মবেশ।
সনেট ভালো লাগলো। এখানে কোন্ রূপবন্ধ ব্যবহার করেছেন?
শুভ কামনা।
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। প্রিয় কবি।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
একজন আরমান বলেছেন:
প্রকাশিত হও তুমি অগোচরে একা।
মিলন কাব্য রচো হে ঘুচিয়ে জড়তা।
দারুণ।
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে থ্যাংকস।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
হাসান মাহবুব বলেছেন: সনেট লেখা কঠিন কাজ। ভালো লিখেছেন।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল ++++
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮
ধূর্ত উঁই বলেছেন: থ্যাংকস।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
শাবা বলেছেন: সমাপ্তি সুন্দর হয়েছে, যেমন
প্রকাশিত হও তুমি অগোচরে একা।
মিলন কাব্য রচো হে ঘুচিয়ে জড়তা।
আমার ব্লগে তো এখন আর মন্তব্য করেন না।