![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
তোমাকে ভালবাসতে জন্মেছিলাম আমি
মনে আছে? কোন এক প্রতিকূল রাতে,
সবার অগোচরে তোমার আমার প্রেম
যেন বইতে পারে শ্বাশ্বতরূপে।
চারিদিকে যখন প্রতিবন্ধকতা নিঠুর ছলনা
তখন তোমার প্রেমে উন্মাতাল এ মন
চিরসবুজ আমি তোমার প্রথম যৌবনে
কড়া নেড়েছি - হয়ত অনেক স্বপ্ন গড়েছি
ভালবাসতে বাসতে বুঝলাম তুমি
আমি অসম এক প্রেম তুমিই বুঝিয়েছিলে
এ হবার নয়!
তুমি হয়তো বড্ড বিরক্ত আমার ছেলেমানুষিতে!
তারপর তোমার সুখের কথা ভেবে মুক্তি দিলাম;
নিজের কষ্ট টুকু কাউকে বুঝতে দেইনি
আমার এ ফিরে আসায় তুমি কি কষ্ট পেয়েছিলে এক জলকনাসম?
জানি না কিভাবো তুমি?
এটাও আমার জানা নেই
ভালবেসেছিলে কি আমাকে?
ক্ষণিকের তরে কিংবা আমার সীমাহীন প্রচেষ্টাতে?
এক ডানায় উড়া যায় না ,
তাতে শুধু ডানা ঝাপটিয়ে ক্লান্তি ডেকে আনা,
তোমাকে ভালবেসেই বিদায় বলেছি
হয়তো কিছুটা অভিমান ঢেলেছি!
জীবন থেমে থাকে না,
তাই আমিও থেমে থাকিনি,
নতুন ঠিকানা খুঁজেছি মাত্র।
অন্য কোন অপরাধ নয়
একা বেঁচে থাকা যায়না
এ অভিশাপ তাই খড়কুটো খুঁজেছি,
তোমার অমঙ্গল কামনা করিনি
আজও করছিনা-যেখানেও যাও সুখ যেন পাও।
আমার অপরাধ ক্ষমা করো
একাই থেকে যাবো আমি;
কাটিয়ে দেবো ভোর কাটিয়ে দেব রাত,
তারপর একদিন ভোরের শিশিরের মতন নিরব মৃত্যুপাত।
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
ধূর্ত উঁই বলেছেন: প্লাসে ধন্যবাদ। ভাল থাকবেন । বানান শুদ্ধ করা হলো ।
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
চানাচুর বলেছেন: বুঝলাম না। নতুন ঠিকানা খুঁজেছেন, তার পরে আবার একাই কাটিয়ে দিবেন কেন!!!!
২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
ধূর্ত উঁই বলেছেন: নতুন ঠিকানাতো মনকে প্রবোধ দেয়ার জন্য ।সুইটি যেন আমাকে লাভ করে তাই তাকে ওভাবে বলেছি।
সে একা থাকতে বাধ্য করলে একাই থাকবো। কাজ নেই আর আমার ভালবেসে।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
একজন আরমান বলেছেন:
শুধু বলবো " মুগ্ধ "
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন। ভালো লাগলো।।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
ধূর্ত উঁই বলেছেন: থ্যাংকু কমেন্টে।ও ভাল লাগায়
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
হাসান মাহবুব বলেছেন: প্রবিন্ধকতা-প্রতিবন্ধকতা হবে।
+