![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
সারাদেশে আজ সাধারণ মানুষের লাশ
বুলেট আর বিস্ফোরণে মাহাকাব্যিক বাস।
একেকটি মানবপ্রাণ যেন তীব্র আর্তনাদ
স্বদেশী শকুন রক্ত শুষে করিছে উল্লাস।
বৃটিশ শাসক গেল পাক হানাদার গেল
বাংলার মানুষ কখনো শান্তি কি খুঁজে পেল?
শাসনযন্ত্রের যন্ত্রী রাবন মনের মন্ত্রী
দেশের মানুষদের সেবক কি হতে পেল?
রাজশ্রীর দ্বন্দ্বে দেশটা যেন মরণফাঁদ
দেশপ্রেমের নামে জুটেছে ঝগড়া বিবাদ।
কি করলে বন্ধ হবে মানুষের হানাহানি?
সবার মুখে দেশের হিত এ কথাটি মানি।
দেশমঙ্গলের মন্ত্রে হলে দীক্ষিত সব জন
হানাহানি বন্ধ হতে বল লাগে কতক্ষণ?
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ষোল মাত্রা সনেটগুলো ছড় ছড়া লাগে আমার কাছে।
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
একজন আরমান বলেছেন:
সমসাময়িক !
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
ধূর্ত উঁই বলেছেন: থ্যাংকু কমেন্টে ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪
মশিকুর বলেছেন:
সনেট বুঝি কম। তবে বিষয়বস্তু ভালো লাগছে।
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৭
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। শুভকামনা থাকলো ।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
শ্যামল জাহির বলেছেন: দেশমঙ্গলের মন্ত্রে হলে দীক্ষিত সব জন
হানাহানি বন্ধ হতে বল লাগে কতক্ষণ?
ভাল লাগলো।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০
হাসান মাহবুব বলেছেন: ছড়া-ছড়া ভাব আছে।