নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

মানুষের মত বাঁচতে চাই।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

আমাদের বিভক্ত করোনা

আমাদের বিভ্রান্ত করোনা।



আমরা স্তন্যপায়ী,রক্তপায়ী নই

আমরা প্রিডেটর নই।



মানুষদের আমরা মানুষ বুঝি

মানুষের মধ্যেই স্বদেশ খুঁজি।



আমাদের বিভক্ত করোনা বৃটিশ বেনিয়াদের মতন

আমাদের বিভক্ত করোনা পাকহানাদারদের মতন



তোমাদের অসভ্যতা বন্ধ করো

তোমাদের রক্তহুলি বন্ধ করো।



ক্ষমতার দ্বন্দ্ব করো অ্যান্টার্কটিকায়

সেখানে তোমাদের স্বজাতি অনেক পাবে

সেখানে যাও শক্তির প্রহরা দেখাও

এদেশের মানুষদের আর কষ্ট দিও না।



১৭৫৭,১৯৪৭ ,১৯৭১,১৯৯০

অনেক হয়েছে

আমরা বড্ড ক্লান্ত এখন।

কিছুটা শান্তি চাই।



কিছুটা প্রেম স্নেহ ,শ্রদ্ধা ,ভালবাসার মেলবন্ধন নিয়ে

মানুষের মত বাঁচতে চাই।



আমাদের বিভক্ত করতে এসোনা পাপিষ্ঠরা

আমাদের বিভ্রান্ত করতে এসোনা ভ্রষ্টরা ।



আমরা রক্তমাংসের মানুষ ,বাংলাদেশের মানুষ

আমাদের পশু সাজিয়ে ব্যবসা করো না---করতে এসো না।



নিজেদের চেহারা দেখ আরশিতে।

তোমাদের কী চিনতে পারো নতুন কোন উপলব্ধিতে!



আমাদের দাবী একটাই

মানুষের অধিকার নিয়ে-মানুষের মত বাঁচতে চাই।





মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:

খুব মনের কথা বলেছেন ।


আর ভালো লাগে না প্রিয় দেশটাকে যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে দেখতে ।

ইদানিং মনে হয়...ফিরে গেছি সেই পূর্ব পুরুষের ৭১ এর নিরাপত্তহীন সময় গুলিতে ...

ফিলিস্তিনের নিরপরাধ মানুষগুলোর রক্তাক্ত শরীর যেন দেখছি নিজের দেশটিতেই ।

আর ভালো লাগে না...পেশার খাতিরে ঘর থেকে বের হতেই হয়...কিন্তু সুস্থ্য, স্বাভাবিক জীবন নিয়ে ঘরে ফিরবো কি না তা জানা থাকে না... ...

তবুও আশায় বেঁচে আছি...

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ভাল লাগা। নিরাপত্তাহীনতায় সবাই। স্বদেশী মারা যাচ্ছে আর আমরা হাততালি দিচ্ছি। তারপর ভাল কিছুর প্রত্যাশায় চেয়ে থাকি। হয়ত সুপ্ত বিবেক জাগ্রত হবে।


আমাদের নেতৃবৃন্দ কি পারে না মানুষদের ভালবাসতে। সবার আগে দেশের কথা ভাবতে। সেই রকম দিনআসুক।


ধন্যবাদ আরজুপনিআপু।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

আদর্শ আহেমদ বলেছেন: মানুষ আশায় বাঁচে। তাই আমাদের সেই দিকে তাকিয়ে থাকতে হয়

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

ধূর্ত উঁই বলেছেন: আমাদের তোআর কিছু করার নেই। কার বিরুদ্ধে লড়বেন সবাইএদেশের মানুষ। পাকিরা যেভাবেএদেশের মানুষকে গালিগালাজ করতো অবজ্ঞা করতো ঠিক একই কায়দায় কোন দল যদি কথা বলে তাদেরকে ঘৃণা করা ছাড়া আর কিছুই করার থাকে না।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



আমাদের দাবী একটাই
মানুষের অধিকার নিয়ে-মানুষের মত বাঁচতে চাই।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

ধূর্ত উঁই বলেছেন: সেই দাবী নিয়েই সোচ্চার হয়েছে বিপ্লব করেছে মানুষ য়ুগ যুগ ধরে ।রাজতন্ত্র গেল এল গণতণ্ত্র কিন্তু কথা বার্তা রয়ে গেলো আগের ফরমেটে ।তাহলে আমাদের মনোভাব তাদের প্রতি কি হবে। ধরে নিতে হবে তারাএদেশের কেউ নয়।এজন্য বৈরি আচরণএদেশ বাসীর সঙ্গে। এজন্য এ নিরাপত্তাহীনতা।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: আমাদের দাবী একটাই
মানুষের অধিকার নিয়ে-মানুষের মত বাঁচতে চাই।


০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

ধূর্ত উঁই বলেছেন: সহমত প্রিয় কবি

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

হাসান মাহবুব বলেছেন: একাত্মতা জানালাম।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ গ্রেট হামা ভাই।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

অদৃশ্য বলেছেন:






কথা বলতে গেলেই দাঁতের উপর দাঁত চেপে যায়... রাগে...ক্ষোভে...


শুভকামনা...

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

ধূর্ত উঁই বলেছেন: সহমত। মানুষরা হতাশ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৫

শ্যামল জাহির বলেছেন: আমাদের দাবী একটাই
মানুষের অধিকার নিয়ে মানুষের মত বাঁচতে চাই।

মোদ্দা কথা।
কবিতায় ভাল লাগা।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:

চমৎকার বলেছেন। সম্পূর্ণ একাত্ম আমি।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন। সহমত।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

ধূর্ত উঁই বলেছেন: এটা একটা বিপ্লবী কবিতা।

ধন্যবাদ

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধইন্যা।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ কিছু যৌক্তিক চাওয়া ফুটে উঠেছে।

শুভেচ্ছা জানবেন, সুধী।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.