![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
স্বর্ণলতিকা কি অভিমানে?
দূর নক্ষত্র হয়ে ওঠা!
সময়ের চাদরে ঢেকে
বিরহ কাব্য লিখে
তোমার এই বিচ্ছেদ গাঁথা।
নিভৃতে ব্যথার প্রদীপ জ্বেলে
আমরা ক্রমাগত দূরে সরে যাই
আমাদের থেকে
আমরা পথ খুঁজে না পাই মিলনের।
অভিমানী মেয়ে
আমাদের হয়ে যেত ঘর;
সেখানে বয়ে যেত সুখের প্রহর!
তুমি সরে গেলে দূরে
এই অযাচিতরে গিয়ে ভুলে।
হৃদয়ের আর্তনাদে পাহাড় কেঁপেছে
কতগুলো রাত বিরহের আঁধারে কেটেছে।
বাদল দিনের প্রথম কদম ফুলে
তোমাকে আজও খুজি মম প্রাণে,
একটি কদমফুল।
বৃষ্টি ভেজা দিনে
কিংবা জোছনা স্নানে
কোথায় রেখেছো তা?
অভিমান বল হবে কার
হৃদয়ে আজ জমেছে ব্যথার পাহাড়।
২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭
ধূর্ত উঁই বলেছেন: ১ম প্লাসে ধন্যবাদ ।
২| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নিভৃতে ব্যথার প্রদীপ জ্বেলে
আমরা ক্রমাগত দূরে সরে যাই
আমাদের থেকে..........অসাধারণ!
২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬
ধূর্ত উঁই বলেছেন: থ্যাংক ইউ ।
৩| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪
হাসান মাহবুব বলেছেন: +
২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪
ধূর্ত উঁই বলেছেন: থ্যাক ইউ ।
৪| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৩
বৃশ্চিক রাজ বলেছেন: +++++++
২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০২
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ অনেক।পাঠে কৃতজ্ঞতা বৃশ্চিকরাজ ।
৫| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
একাকী রবিন বলেছেন:
২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৬
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ পাঠে ।
৬| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
কলমের কালি শেষ বলেছেন: স্বর্ণলতিকা কি অভিমানে ? ...
২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬
ধূর্ত উঁই বলেছেন: দারুন অভিমানে ।
৭| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো কবি ++++
শুভেচ্ছা
২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৯
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ + এ ।
৮| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৫
মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: ভালো লাগলো আপনার বিরহ মাখা কবিতাখানি।
২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪২
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ পাঠে মুহম্মদ ইমাম উদ্দীন ।
৯| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৮
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা ...
শুভেচ্ছা রইলো ...
২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছায় ।
১০| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪২
সুমন কর বলেছেন: চমৎকার !!
+++
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৯
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ পাঠে।
১১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্বর্ণলতিকা কি অভিমানে?
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১২
ধূর্ত উঁই বলেছেন: যদি না থাকে অভিমানে তাহলে ভাল
লালটুকটুকে বউয়ের সাজে দেখাবে তাকে ভাল।
১২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৪
শক্তপাল্লা বলেছেন: ভাল লাগল
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৬
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ শক্তপাল্লা ।
১৩| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।
২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১০
ধূর্ত উঁই বলেছেন: ভাললাগায় ধন্যবাদ ।
১৪| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬
অতঃপর জাহিদ বলেছেন: সুন্দর!
২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১০
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ কমেন্ট করাতে ।
১৫| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৫
পিয়ালী দও বলেছেন: খুব ভাল
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩
ধূর্ত উঁই বলেছেন: থ্যাংক ইউ ।
১৬| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২২
বাংলার পাই বলেছেন: অভিমান বল হবে কার
হৃদয়ে আজ জমেছে ব্যথার পাহাড়। -------------সুন্দর।
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ ।
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ ।
১৭| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৫
জাফরুল মবীন বলেছেন: মুগ্ধ!
২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
ধূর্ত উঁই বলেছেন: থ্যাংকু।
২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
ধূর্ত উঁই বলেছেন: থ্যাংকু।
১৮| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ --- মুগ্ধতা রেখে যাচ্ছি কবিতার ভাঁজে ভাঁজে ----
২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
ধূর্ত উঁই বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ।
১৯| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৫
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ভালো ইহাও
০৯ ই মে, ২০১৫ সকাল ৯:১৪
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৪
লিরিকস বলেছেন: ১ম +