![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
শুণ কবিতার মেয়ে!
একটি দুটি প্রেম কাব্য নিয়ে,
খেলছো অবোধ খেলা
ব্যথা শয়ে ঘোমটা মাথায় দিয়ে।
তোমার হিয়ার মাঝে কেবলই বাজে
মানব সেবার গান;
এই কবি যে তোমায় খোঁজে খোঁজে
হয়েছেন হয়রান ।
কবিতা লিখে কবিতা মেখে
কবিতার সাধনায়;
কবি ভাসছেন কবি ডুবছেন
তোমারই কামনায়।
তাই কবিকে রেখোনা দূর
তোমায় নিয়ে কবিতা লিখে
কাটুক বেলা তার দিনভর।
তোমার চোখে কবিতা থাকে
তোমার ঠোটে ছন্দ;
তোমার স্নেহের পরশ মেখে
প্রেমে পরা কি মন্দ?
একটু না হয় দেখবো তোমায়
একটু একটু সুখের ছোঁয়ায়
একটু খানি দারুন মায়ায়্
একটু একটু যায় ভেসে যায়।
তোমার আমার প্রেম যমুনায়
শিশির ভেজা সবুজ ঘাসটায়
তুমি আমি শুধু দুজনায়,
দারুন সুখে হারাবো অজানায়।
ফের শুন কবিতার মেয়ে
বধুর সাজে ঘোমটা মাথায় দিয়ে;
এবার যদি না আসো,
ব্যর্থ কবির মৃত্যু হবে দারুন জ্বালা নিয়ে।
ভেবে ভেবে দেখো —বিবেচনাতে চাখো
ফেরাবে কিনা আবার?
কষ্ট গুলি শেকড় ছেড়ে ছেড়ে
গড়বে তবে ব্যথার অ্থৈ পাহাড়।
২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৬
ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ ।
২| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫৮
পিয়ালী দও বলেছেন: ভাল
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২২
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৩| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০২
লিরিকস বলেছেন: এইটা একটু দেখবেন প্লিজ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১০
ধূর্ত উঁই বলেছেন: এখনই দেখছি ।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮
বৃশ্চিক রাজ বলেছেন: +++++++