নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

সে এক সুদীর্ঘ ইতিহাস

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৯

সে এক সুদীর্ঘ ইতিহাস
বর্ষা পেরিই হয় শরতের অভিলাষ
কালো মেঘ কেটে গেছে
শোকপাখি উড়ে গেছে
কেটে গেছে নিনাদের ভয়ভীতি
এখনই থেমে যাবে শোকোগীতি।

বর্ণিল আলোক ছটা-স্বপ্নের এক ফোটা___জলে
রঙধনু সাত রঙে আনবে যে সুবারতা ।

আকাশলীনা গড়বো সুখের আবাস
আমাদের এই প্রেম হবে স্বর্ণালী ইতিহাস
কালবোশেখী ঝড়ে টলাতে না পারে
বর্ষার মায়াবী ভ্রম ভুলাতে না পারে
আমাদের বন্ধন টিকে থাকে চিরকাল
শতবাঁধা জয় করে
বিজয়ীর বেশে ধ্রুবতারা মহাকাল।

নব নব প্রেরণায়
আমাদের বাসনায়
দোলা দিয়ে যায় ক্ষণে ক্ষণে
উদাসী বাতায়নে মনে মনে
সে এক সুদীর্ঘ ইতিহাস
মেঘের আড়ালে সদা সূর্যের বসবাস ।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪০

প্রামানিক বলেছেন: নব নব প্রেরণায়
আমাদের বাসনায়
দোলা দিয়ে যায় ক্ষণে ক্ষণে
উদাসী বাতায়নে মনে মনে
সে এক সুদীর্ঘ ইতিহাস
মেঘের আড়ালে সদা সূর্যের বসবাস ।

চমৎকার কথামালা। ধন্যবাদ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৩

ধূর্ত উঁই বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫০

অন্ধবিন্দু বলেছেন:
কবিতার ভাব বেশ পরিচিত পরিচিত লাগছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫২

ধূর্ত উঁই বলেছেন: কেমন পরিচিত পরিচিত অন্ধবিন্দু ???? কবিতা কেমন লাগলো বললেন না যে !!!

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০১

অন্ধবিন্দু বলেছেন:
কবিতা আমি সময় নিয়ে পড়ে থাকি। কাব্যের আত্মা ধরার চেষ্টা। তাই এখনেই বলতে পারছিনে কেমন লাগল। জানাবো নিশ্চয়ই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫১

ধূর্ত উঁই বলেছেন: অপেক্ষায় থাকলাম । আবারো ধন্যবাদ ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৭

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ও পাঠে কৃতজ্ঞতা ।

৫| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: ধূর্ত উঁই ,



মেঘের আড়ালে সদা সূর্যের বসবাস ।
সুন্দর বলেছেন । এইটুকু বিশ্বাস নিয়েই তো মানুষ বাঁচে ।
শুভেচ্ছান্তে ।

৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২২

হাসান মাহবুব বলেছেন: +

৭| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: ভালবাসার বন্ধনের জয় হউক।

৮| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব চমৎকার !!! ভালো থাকবেন। শুভেচ্ছা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.