নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখ,স্বপ্নেই সাফল্য...

ধূসর প্রহর

আমি মানুষ,আমার বুদ্ধি ও একটু কম, বোকাই বলা চলে।আমি কল্পনা প্রবন ও সহজাত বিবেচনাবধ সম্পন্ন ব্যক্তি। কল্পনা অনুযায়ী সব কিছহু না চললে আমি ভীত হয়ে পরি। কনো আঘাত বা প্রতিকুলতার সম্মুখীন হলে নিজেকে নিজের মাঝে গুটিয়ে ফেলি। আমি অত্তন্ত অনুভুতি প্রবন ও সহজেই মনে আঘাত পাই।সচরাচর কল্পনা শক্তির প্রভাবের জন্য আমি সফতা অর্জন করি।সপ্ন দেখতে ভালবাসি। অত্যন্ত অনুভুতিশীল বলে সহজাত গুলাবলি প্রকাশ করার জন্য অন্যের প্রশংসা চাই।সপ্ন কে বাস্তবে রুপ দেবার জন্য নিজেকে যথেষ্ট স্বাধীন রাখতে ভালবাসি……।। হয়ত আমাকে দেখে আপানার পাগল মনে হতে পারে কিন্তু আমি এমন ই……… আবেগের উত্তাল আটলান্টিক মহাসাগরে প্রতিনিয়ত ডুবছি আর ভাসছি... খুঁজছি যদি তল খুজে পাই, Email : [email protected] . fb: www.facebook.com/shihab.dipu

ধূসর প্রহর › বিস্তারিত পোস্টঃ

If you don’t like a Rule, Just Follow it. Reach on the Top And Change the Rule.

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

আপনার যোগ্যতা আছে তবুও আপনি ভর্তি পরীক্ষা দিতে পারছেন না শুধু কিছু লেটার মার্ক্স এর জন্য অথচ আপনার সেই বন্ধু প্রশ্ন পেয়ে আজ আপনার জায়গায় পরীক্ষা দিচ্ছে যার বোর্ড পরীক্ষায় পাশ করার যোগ্যতাও নেই ।

হতাশা কার বেশি কাজ করবে তার নাকি আপনার ? বংশের হয়ত আপনি বড় ছেলে বাবা'র পরে আপনাকেই সংসারের হাল ধরতে হবে । ক্ষতিটা কার বেহসি হলো ? আপনার নাকি তার ? প্রেমিকা চলে গেলো সময় মত চাকুরি না পাবার অযুহাতে । কষ্ট কার বেশি ? তার নাকি আপনার ?

আমার এক মামাতো ভাই আছে যে ছিলো স্কুল কলেজের সব থেকে ব্রিলিয়ান্ট ছাত্র কিন্তু আজ সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে । মেডিকেলে পড়তে চেয়েছিলো । পারেনি । কারণ নিশ্চয়ই জানেন । গত বছরের ঘটনা সবার নিশ্চয়ই মনে আছে।

অসদুপায়ে পরীক্ষা দিলে বলুনতো কার লাভ বেশি হতো? তার নাকি আপনার?? আপনি যোগ্য হয়ত যোগ্যতার থেকে বেশি কিছু লাভ করে আপনার প্রত্যাশিত জায়গায় পৌছুতে পারতেন তার পর আপনার সততা সেখানে দেখিয়ে মানুষের উপকার করতে পারতেন । তারা ভবিষ্যতে ডাকু চিকিৎসক হবে কিন্তু আপনিও যদি অসদুপায়ে পরীক্ষা দিয়ে চান্স পেতেন হয়ত আপনি পরবর্তী সময়ে সততার দরুন খুব ভাল কিছু করতে পারতেন । আপনি থাকেন ডাকু পাড়ায় , ডাকাত না হলেও আপনি কিন্তু ডাকাত ।

আজ এগুলো একটা সিস্টেমে চলে এসেছে , দু'নম্বরই যেন সিস্টেম । এখানে এক নম্বর যেন শুধু মিডিয়ার সৃষ্টি । আমি আপনি কি পারি না দুনম্বরি করে সর্বোচ্চ পর্যায়ে যেয়ে একনম্বর কাজ গুলো করতে, করাতে ?

বলছি'না স্রোতে গা ভাসিয়ে দিতে । বা অসদুপায়'কে লিগ্যালাইজ ও করছি না। শুধু বলতে চাচ্ছি যখন সততায় কাজ হচ্ছে না তখন অসৎ উপায়ে সৎ এর উদ্দেশ্যে কাজ করাটাই কি ভালো নয় ? অপরাধ নির্মুল করতে হলে অপরাধীর মত চিন্তা করা আবশ্যক নির্দোষের মত নয় ।

মানবতার জয় হোক
আমি একটা কথা বিশ্বাস করি -
“If you don’t like a Rule, Just Follow it. Reach on the Top And Change the Rule.”
-Adolf Hitler

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। একটি বাস্তব চিত্রের দিকে আলোকপাত করেছেন। ভালো লাগলো। চিন্তা আমাদের সবারই করা উচিৎ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭

কালনী নদী বলেছেন: হিটলারের উক্তিটার সাথে আপনার লেখাটাও অনুপ্রেরণাদায়ক হয়েছে।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

ধূসর প্রহর বলেছেন: ধন্যবাদ আপনাদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.