নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমকালের গান

আমার চোখে বর্তমান...

সমকালের গান

আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।

সমকালের গান › বিস্তারিত পোস্টঃ

আসিফ মহিউদ্দিনের গ্রেফতার, ধর্মদ্রোহের অভিযোগ ও ইমরানের করনীয় নিয়ে বিভিন্ন মন্তব্য প্রসংগে...

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

অনেকে বলছেন ইমরান যদি আসিফ মহিউদ্দিনের গ্রেফতারের পক্ষে বলতেন তাহলে হেফাজতকারীদের আর কিছু বলার থাকতো না।



ইমরান ও গন জাগরন মন্চ একটি সুনির্দিষ্ট দাবী নিয়ে মাঠে নেমেছে। যারাই এই দাবীর সমর্থক তারা সবাই তার সহযোদ্ধা, তা তারা ধর্মদ্রোহী হোক বা অন্য ধর্মের হোক।



একজন ব্যক্তি যদি ধর্মদ্রোহী হয় এবং যদি রাস্ট্রের আইনো ধর্মদ্রোহ শাস্তিযোগ্য হয়, তাহলে তাকে অবশ্যই বিচার করা উচিত। কিন্তু শুধুমাত্র শাহবাগের সাপোর্টার ব্লগার পরিচয়ের জন্য কাউকে গ্রেফতার করা অন্যায়।



আসিফ মহিউদ্দিন যদি তার ব্লগে ধর্মের বিরুদ্ধে কিছু বলে থাকে, তাহলে রাস্ট্রের আইন অনুযায়ী তার নামে মামলা করে তাকে গ্রেফতার করা অবশ্যই যেতে পারে। আমি যতটুকু জানি, এক্ষেত্রে তা করা হয়নি। বরং সে ও অন্য তিন জন শাহবাগের সমর্থক ব্লগার, এ কারনেই তাদের গ্রেফতার করা হয়েছে। তো সেক্ষেত্রে তাদের মুক্তি দাবী করা শাহবাগের পক্ষের সবার জন্য উপযুক্ত ও জরুরী।

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

রােসল আহেমদ বলেছেন: ধর্মদ্রোহ কথা আজগুবি এবং হাস্যকর। আমরা শরীয়া আইন চাইনা, নারী পুরুষের সমান অধিকার চাই - শিক্ষা, চাকরী সহ সরক্ষেত্রে। এগুলা হেফাজতে ইসলামীরা চায় না। স্পস্টতই এগুলো তাদের দৃষ্টিতে ধর্মদ্রোহ। কিন্তু এইসব ধর্মদ্রোহ খারাপ নয় বরং আরও ভাল।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

দেখি তাই বলি বলেছেন: ইসলামের নবীকে গালাগালি করা আমার অধিকার। আমার অধিকার আমাকে ফেরৎ দেওয়া হোক।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

সমকালের গান বলেছেন: কেও কি তা বলেছে? আপনি কোন সোর্স দেখাতে পারলে খুশী হবো।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

তাজুল_ইসলাম বলেছেন: ভাই, আপনি মুক্তিও চাচ্ছেন আবার শাস্তিও চাচ্ছেন, বুজলাম না। ওরা যে ইসলামের শত্রু, এ ব্যাপারে কি আপনার সন্দেয় আছে?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

সমকালের গান বলেছেন: ওদের শাহবাগের সমর্থক ব্লগার পরিচয়ের কারনেই গ্রেফতার করা হয়েছে, তাই মুক্তি চাচ্ছি।

সংগে এও বলছি, যদি তারা আসলেই ধর্মদ্রোহী হয় এবং বাংলাদেশের আইনে ধর্মদ্রোহ শাস্তিযোগ্য অপরাধ হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা যে কোন সময়েই সরকার নিতে পারে, সেক্ষেত্রে আমার কিছু বলার নাই।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

বিডি আইডল বলেছেন: ওই বালের সরকার কি করলো বা বললো তাতে কার কি আসে যায়?

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

দেখি তাই বলি বলেছেন: না ভাই কেউ বলে নাই- তবে তাদের এই মহান অধিকার নিয়ামত প্রয়োগ করেছে। আসিফকে বলে দেখেন তো সে নাকে খৎ দিয়ে বলুক, এই কাজ সে ইহজীবনে করবে না। তার মুক্তির জন্য আমরাই আন্দোলন করব। সত্যি বলতে কি এই মাথামোটা গর্দভটারে বেশ খানিকটা পছন্দই করি। একটু বুদ্ধি কম, তয় মানুষটা খারাপ না।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

সমকালের গান বলেছেন: আপনি বলছেন সে রাসুলকে গালাগালী করে নাই? আপনি বলছেন সে রাসুলকে গালাগালী করা তার অধিকার দ্বাবী করে নাই?

তাহলে তাকে নিয়ে আপনের কি অসুবিধা?

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

মুরাদপােভল বলেছেন: রাসেল আহমেদ ও দেখি তাই বলি কে বলছি ইসলাম নিয়ে ফাজলামো করবেন না। যা জানেননা তা নিয়ে এক বিন্দুও কথা বলবেন না। নবীকে গালাগালের অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার মত ছাগল তো দুরে থাক ফেরাউন, আবু-জাহেল এর মত পরাক্রমশালীরাও কখনও গালী দিতে পারে নাই।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

ইলিয়াছ রাইয়ান বলেছেন: আসিফ মহিউদ্দীনের বড় বোন জাহিদা মেহেরুন্নেসা বলেন, ‘আসিফ ধর্মান্ধদের কোপে মারাত্মকভাবে আহত। ও (আসিফ) মারাই যেত। আল্লাহ নিজ হাতে রক্ষা করেছেন।

আমার কথা হল যে আল্লাহকে বিশ্বাস করে না তাকেও আল্লাহ রক্ষা করে এবং এই বিশ্বাস আসিফ মহিউদ্দীনরা ও লালন করে। হা... হা...হা...হা
রক্ষা নাইরে গোলাম হোসেন......http://prothom-alo.com/detail/date/2013-04-04/news/342170

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

অপরিপক্ক বলেছেন: @রাসেল আহমেদ। আপনি হয়তো হিন্দু অথবা খ্রিস্টান। তাই আপনি শরীয়া আইন চান না। কিন্তু আমরা মুসলিমরাতো ইসলাম ভিন্ন আর কোনো পথ ধরতে পারব নয়া

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

সমকালের গান বলেছেন: সহমত নই।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

নাজ_সাদাত বলেছেন: ইলিয়াছ রাইয়ান বলেছেন: আসিফ মহিউদ্দীনের বড় বোন জাহিদা মেহেরুন্নেসা বলেন, ‘আসিফ ধর্মান্ধদের কোপে মারাত্মকভাবে আহত। ও (আসিফ) মারাই যেত। আল্লাহ নিজ হাতে রক্ষা করেছেন।

আমার কথা হল যে আল্লাহকে বিশ্বাস করে না তাকেও আল্লাহ রক্ষা করে এবং এই বিশ্বাস আসিফ মহিউদ্দীনরা ও লালন করে। হা... হা...হা...হা
রক্ষা নাইরে গোলাম হোসেন......http://prothom-alo.com/detail/date/2013-04-04/news/342170

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

বীরবল ২ বলেছেন: গণজাগরণ মঞ্চের মুল দাবী হলো যুদ্ধাপরাধীর বিচার, কিন্তু হেফাজতকে ঠেকাতে এবার অবরোধের ডাক গণজাগরণ মঞ্চের

বিষয়টা মাথায় ঢুকতেসে না...

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

সমকালের গান বলেছেন: যম্মিন দেশে যদাচার।

যখন চট্টগ্রামে গিয়ে আলাপ করতে চাচ্ছিল, যেতে দেয়া হয়নি, তখন এই প্রশ্ন আসে নাই।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

কালো স্বপ্ন বলেছেন: আল্লাহ আসিফ মহিউদ্দিনকে হেদায়েত দিক।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

সমকালের গান বলেছেন: আল্লাহ আমাদের সবাইকেই হেদায়েত দিক, সবাইকে শান্তি দিক।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

দেখি তাই বলি বলেছেন: বেলন িক ভাই, কখন বললাম সে গালি দেয় নাই। আসিফ ব্লগ জগতের চেনা বামুন। তার পৈতা লাগেনারে ভাইজান। তার ব্লগ মুছে ফেললেও অন্যান্য আমলনামা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন কমেন্টে কমেন্টে। যারা স্ক্রীনশট রেখেছেন তাদের কথা বাদই দিলাম।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

সমকালের গান বলেছেন: সেক্ষেত্রে তার বিরুদ্ধে কেউ একটা মামলা করে নাই কেন? তাকে কি ধর্মদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে?

আর বাকীরা? তারাওকি প্রতিষ্ঠিত ধর্মদ্রোহী?

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৯

ইলিয়াছ রাইয়ান বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমার মন ও পড়ে আছে শাহাবাগে কিন্তু আজ কী দেখলাম ইমরান সাহেবদের সাথে কথা বলার জন্য পাঠালেন নিন্মপদস্ত এক কর্মকর্তাকে হায়রে ক্ষমত।

দেশের এত বড় বড় জ্ঞানী লোকদের সমাগম দেখলাম শাহাবাগে তাদের মাথায় কী এই বু্দ্ধিটা ছিল না যে সরকার ঠিকি নিজের স্বার্থে লাগলে বড়শি গুটিয়ে নিবে। তখন আর পটকল থাকবে না, ভাল ভাল খাওয়া যাবে না.........

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

সমকালের গান বলেছেন: সরকার বা যে কেউই সংগে থাকুক বা না থাকুক, শাহবাগ বন্ধ হয়ে যাক বা আরো বড় হোক, শাহবাগ যে চেতনার পুনর্জন্ম ঘটিয়েছে, তা জাগ্রত থাকবে সব সময়।

জয় বাংলা।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০

দেখি তাই বলি বলেছেন: বাকিদের মধ্যে একজনের কথা জানি। অন্য দুইজন সম্পর্কে কোন ধারণা নাই। এই গ্রেফতার লোক দেখানো। আপনার চিন্তিত হবার কারণ নাই। জামাই আদর শেষে তাদের যথাসময়ে রিলিজ করা হবে। চুনোপুটিদের ধরা হয়েছে এই অভিযোগের কারণেই আসিফকে ধরা হয়েছে বোধ হয়।

টেনশন করবেন না, তাদেরকে ধরা হয়েছে ৫৪ ধারায়। ইহার অনেক সুবিধা আছে। যথাসময়ে ফিরে এসে তারা পূর্ণোদ্যমে গালাগালি শুরু করবে। খালি সরকারকে দ্বিতীয় টার্মে ক্ষমতায় আসতে দেন। সরকার তো আপনাদের কাছে ইহাই দাবী করে।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০

গোয়েন্দাপ্রধান বলেছেন: apnader vondami dekle na hese pari na apni bolesen asif ''jodi'' dhormo obomanona kre take jodi kno bolen o to hundred percent sure obomanona krese

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

সমকালের গান বলেছেন: ভাল কথা, তো ওর নামে কোন মামলা হইছে কি? বাংলাদেশে কি ধর্মদ্রোহ শাস্তিযোগ্য অপরাধ?

আমার জানা মতে নয়।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

মুহিব বলেছেন: আসিফের ব্লগ আমি কখনও পড়ি নাই। তবে দেশের নামে, বিচারের নামে এবং ইসলামের নামে সব পক্ষই বাড়াবাড়ি করছে। কিছু মূল ব্যাপার ঠিক রেখে আমাদের আন্দোলন করতে হবে। আমরা মূলটাই নষ্ট করে ফেলেছি।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

সমকালের গান বলেছেন: কোনটা কোনটা বাড়াবাড়ি? কি কি মূল ব্যাপার ঠিক রাখতে হবে?

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

মুহিব বলেছেন: মূল বিষয় হচ্ছে কেউ এমন কোন কাজ করবে না যাতে দেশের সম্পদ নষ্ট হয়, অর্থনীতি ক্ষতি হয়, মানুষের আয়ে আঘাত আসে, শিক্ষায় সমস্যা হয় - এমন মৌলিক কিছু।
হেফাজত ইসলাম লংমার্চ করলে সাংস্কৃতিক লোকজন বা ব্লগারদের সমস্যা কি? এর পাল্টা কর্মসূচীর কারনে দেশে অস্থিরতা হল এবং এরও একদিন হরতাল আসল।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

সমকালের গান বলেছেন: হুম, যুক্তিযুক্ত।

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

আকাশ চুরি বলেছেন: জীবনে অনেক পোস্ট দেখেছি অনেক ব্লগার দেখেছি কিন্তু এরকম গর্দভ আর স্ববিরোধিতায় পরুপূর্ন ব্লগ আর একটাও দেখি নাই। আপনি বলছেন আসিফকে তার শাহ বাগ সংশ্লিষ্টতার জন্য গ্রেফতার করা হয়েছে। তার মানে বলতে চাইছেন সরকার শাহবাগ আন্দোলোনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে চাইছে তাহলেতো ইমরান। আরিফ জেবতিক বা পিয়ালদের সবার আগে ধরা উচিৎ। তাদেরকেতো ষহরা হয়নি কেননা তাদের বিরুদ্ধে নাস্তিকতার কোন প্রমান কোন ব্লগার দতে পারবে না।

এখন আসিফ যে নবীজিকে নিয়ে যেসব কথা বলেছে পোস্ট দিয়েছে এসবের শত শত প্রমান আছে। তাহলে এসব অপরাধের জন্য তাকে গ্ড়েফতার করা যাবে না শুধু মাত্র সে শাহবাগী বলে? এটা কি শেখের মুল্লুক? শাহবাগে গেলে সকল অপরাধ মাফ?

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬

সমকালের গান বলেছেন: আপনি ভাই একটু বেশী উত্তেজিত। আরেকবার দয়া করে পুরো পোষ্টটা পড়েন, তার পর উত্তেজিত হন।

সংক্ষেপে আবারো বলি, আসিফরা ধর্মদোহী কোন কাজ করলে তার জন্য মামলা করুক, নিয়ম তান্ত্রিক ভাবে তাদেরকে তাদের অপরাধের জন্য গ্রেফতার করুক।

আমার জানামতে তাদের নামে এখনো কোন অভিযোগ গঠন করা হয়নি।

আপনি বলছেন আসিফের নামে ধর্মদ্রোহের অনেক প্রমান আছে, ভাল কথা, বাকী তিন জনের নামেও কি আছে?

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

অপরিপক্ক বলেছেন: রাজীব হায়দার (থাবা বাবা)এর কী পলিটিকাল অথবা রাজাকার দের বিরুদ্ধে কোনো পোস্ট এর লিঙ্ক দিতে পারবেন কেউ? আমার একটু দরকার ছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.