নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমকালের গান

আমার চোখে বর্তমান...

সমকালের গান

আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।

সমকালের গান › বিস্তারিত পোস্টঃ

ঢাকা আবারো বিশ্বের সবচে খারাপ শহরের উপাধি পেল...

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

আমি ক্ষুদ্ধ, লজ্জিত। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। করাচী ফরাচীও ঢাকার চেয়ে ভাল অবস্থানে আছে!!! এ লজ্জার দায়ভার আমাদের সবার - প্রথমত জনগনের এবং এরপর সরকারের।



আমরা আউটসোসিংয়ে বিশ্বে তৃতীয়, গার্মেন্টেসে্ প্রথম, আমাদের প্রবাসীরা প্রচুর বৈদেশিক মুদ্রা পাঠায়, ধর্মীয় সম্প্রীতির দিক দিয়ে আমরা বিশ্বে অনুকরনীয়, আমাদের মানুষ শান্তিকামী - এতকিছুর পরও কয়েক বছর ধরে চলা ঢাকার এই টানা বদনাম - খুব লজ্জাজনক।



আসুন আমরা সবাই এই লজ্জা থেকে বাচঁতে যার যা কিছু করার সুযোগ আছে করি। আগামী বছর যেন এই লজ্জা আমাদের পেতে না হয় সবাই সেই চেষ্টা করি। আমরা আন্তরিক ভাবে চাইলেই সবই সম্ভব। সরকারও তখন বাধ্য হবে এদিকে নজর দিতে।



ধন্যবাদ।



জরিপের সোর্স: এখানে

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

মৃন্ময় বলেছেন: shame...........to me.

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

আস্তবাবা বলেছেন: বিষয়টি লজ্জার। পরিবেশ নিয়ে বাংলাদেশের কোন সরকারই সচেতন ছিলনা।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

সমকালের গান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

দূর আকাশের নীল তারা বলেছেন: এ লজ্জার দায়ভার আমাদের সবার - প্রথমত জনগনের এবং এরপর সরকারের।
কথাটা ভাল লেগেছে এবং ন্যায্য কথা: দায়টা প্রথমে জনগণের, তারপরে সরকারের।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

সমকালের গান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.