নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমকালের গান

আমার চোখে বর্তমান...

সমকালের গান

আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।

সমকালের গান › বিস্তারিত পোস্টঃ

এই ২য় মুক্তিযুদ্ধে ডঃ ইউনুস, আপনাকে দেশের বড় দরকার...

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

যে অল্প কিছু লোককে আমি ফলো করতে চাই, ডঃ ইউনুস তাদের একজন। আরেকজন হচ্ছেন জাফর ইকবাল। তাঁরা যেভাবে কথা বলেন, যেভাবে চলেন, যেমন পোশাক পড়েন আমি তার সবটাই ফলো করতে চেষ্টা করি।



ডঃ ইউনুস নিয়ে আমি প্রথম জানি জাফর ইকবালের লেখা পড়ে। অস্ট্রেলিয়ায় থাকার সময়ও দেখেছি যারা বাংলাদেশকে চিনতেন, তারা প্রায় সবাই হয় বন্যা-দারিদ্র অথবা ডঃ ইউনুসের কারনে বাংলাদেশকে চিনতেন।



নরওয়েতে কয়েকবার ট্রেনিং করতে গিয়েছিলাম। ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরের বছরও যাওয়া হয়। একটি সেশনে বিভিন্ন দেশের মানুষ ছিল। বাংলাদেশ থেকে সেবার আমরা ৬-৭ জন ছিলাম। আমাদেরকে পরিচয় করিয়ে দেবার পর বলা হলো আমরা বাংলাদেশের লোক, ডঃ ইউনুসের দেশের লোক। একথা শুনার পর উপস্থিত সবাই আমাদের দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমরা সবাই একেকজন ক্ষুদে ডঃ ইউনুস, তখনই একটা যুগান্তকারী ফর্মুলা দিয়ে একেবারে পৃথিবী উল্টে দিতে পারতাম!!!



দেশকে নিয়ে এমন গর্বিত হবার সুযোগ আমার জীবনে খুব বেশী আসেনি।



ডঃ ইউনুসের একেকটি বিশ্বসেরা পুরস্কার জেতায় আমি কখনো অবাক হইনা। মনে হয় যেন এগুলো জেতা তারই কেবল অধিকার, বাংলাদেশের অধিকার।



ডঃ ইউনুস মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত গড়ার পেছনে অনেক অবদান রেখেছিলেন। এই ২য় মুক্তিযুদ্ধে তিনি এখনো কোন ভূমিকা রাখেননি, এটা আমাকে অনেক মনোকষ্ট দেয় ঠিক, কিন্তু আমি নিশ্চিত জানি তিনি আমাদের সাথেই আছেন। তিনি সবসময় বাংলাদেশের সংগেই থাকবেন, এটাই স্বাভাবিক ধরে নেই।



আমি ব্যাক্তিগতভাবে মনে করি তিনি রাজনীতিতে নামতে চেয়েছিলেন বলে হাসিনা ও অন্য রাজনীতিবিদরা তার উপর যেমন ক্ষেপেছিলেন, তাই হয়তো তিনি এখনো শাহবাগ বিষয়ে চুপ হয়ে আছেন।



হাসিনা বাংলাদেশের অল্প যে কয়টি বড় সর্বনাশ করেছে, আমার মনে হয় ডঃ ইউনুসকে তার প্রাপ্য সম্মান না দেয়াটা সেগুলোর অন্যতম।



স্যার, অনুরোধ করি, দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, আপনি ব্যক্তিগত দুঃখ, মনোবেদনা ভুলে গিয়ে এই ২য় মুক্তিযুদ্ধে যোগ দিন। ৭১ এর মতো এই দেশের আপনাকে আজো বড় প্রয়োজন। দেশ মাতার এই চরম প্রয়োজনের সময় দয়া করে চুপ করে থাকবেন না।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

নিয়েল হিমু বলেছেন: শাহবাগের প্রথম প্রহরেই শুনেছিলাম ( শিওর না ) ড. ইউনুস শাহবাগ প্রসংগে কিছু বলবেন না । এতে আমি নিজে মনে মনে আশা করে আছি তিনিও আমাদের সাথে আছেন ।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭

সমকালের গান বলেছেন: আমিও তাই বিশ্বাষ করি। ধন্যবাদ।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

লেখাজোকা শামীম বলেছেন: রাজনীতিতে নামার অপরাধে ব্যাটাকে গ্রামীণ ব্যাংক থেকে ঘাড় ধরে বের করে দেয়া হল।

এবার তো দেশছাড়া করার উপায় হবে।

আপনি কেন ড. ইউনুসের ক্ষতি করতে চান ?

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০

সমকালের গান বলেছেন: সহমত। তবে ডঃ ইউনুস অনেকদিন আগেই দেশের সীমানার উর্দ্ধে উঠে গেছেন। শেখ হাসিনার ক্ষমতা নাই ডঃ ইউনুস কোন ক্ষতি করেন। শেখ হাসিনা এইসব চেষ্টা করে শুধু দেশের এবং নিজেরই ক্ষতি করছেন, করেছেন।

ধন্যবাদ ভাই আমার পোষ্ট পড়ার জন্য।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০২

অকৃতজ্ঞ বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: রাজনীতিতে নামার অপরাধে ব্যাটাকে গ্রামীণ ব্যাংক থেকে ঘাড় ধরে বের করে দেয়া হল।

এবার তো দেশছাড়া করার উপায় হবে।

আপনি কেন ড. ইউনুসের ক্ষতি করতে চান ?

একমত :)

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১

সমকালের গান বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

মুক্তকণ্ঠ বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: রাজনীতিতে নামার অপরাধে ব্যাটাকে গ্রামীণ ব্যাংক থেকে ঘাড় ধরে বের করে দেয়া হল।

এবার তো দেশছাড়া করার উপায় হবে।

আপনি কেন ড. ইউনুসের ক্ষতি করতে চান ?

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১

সমকালের গান বলেছেন: হুমম... ধন্যবাদ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১১

সুইট টর্চার বলেছেন: ড. ইউনুসকে কি আবাল পাইছেন? হেতে কি এমনি এমনি নোবেল পুরুস্কার পাইছে? শাহবাগীদের মত কয়টা শয়তানেক পক্ষ নিয়া হেয় কি নিজের পায়ে কুড়াল মারব নাকি? হাসতে হাসতে মইরা গেলাম =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১

সমকালের গান বলেছেন: সহমত নই।

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৬

সানহিমেল বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: রাজনীতিতে নামার অপরাধে ব্যাটাকে গ্রামীণ ব্যাংক থেকে ঘাড় ধরে বের করে দেয়া হল।

এবার তো দেশছাড়া করার উপায় হবে।

আপনি কেন ড. ইউনুসের ক্ষতি করতে চান ?

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২

সমকালের গান বলেছেন: হুমম... ধন্যবাদ।

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:২১

স্বাধীকার বলেছেন:
লেখাজোকা শামীম বলেছেন: রাজনীতিতে নামার অপরাধে ব্যাটাকে গ্রামীণ ব্যাংক থেকে ঘাড় ধরে বের করে দেয়া হল।

এবার তো দেশছাড়া করার উপায় হবে।

আপনি কেন ড. ইউনুসের ক্ষতি করতে চান ?

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২

সমকালের গান বলেছেন: ধন্যবাদ।

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭

মুহিব বলেছেন: যুদ্ধাপরাধের বিচার চাওয়া আর শাহবাগ তো এক না। এই বিচার তো আ. লীগও চায়। কয়জন আর আ. লীগের সাথে আছে? শাহবাগে ড. ইউনূস যান নাই ভালই করেছেন বলে মনে করি। আমি গিয়েছিলাম বলে আফসোস হয়। আমার এই উচ্ছাস কিছুলোকের জন্য নষ্ট হল।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

সমকালের গান বলেছেন: শাহবাগে যেতেই হবে তেমন নয় ব্যাপারটা। না গিয়েই উনি এই বিষয়ে ভূমিকা তিনি রাখতে পারেন। আমি সেটা বুঝাতে চেয়েছি।

৯| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪

লেজ কাটা শেয়াল বলেছেন: Sahbage jodi ti joraten tobe tini ei medelti to petenna borong dese osanti sristir daye nobel kortipokkho tar nibondon batil kore nobel feroter notice dito!

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

সমকালের গান বলেছেন: সহমত নই।

১০| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

মুহিব বলেছেন: এখনের যে আন্দোলন বা শাহবাগের যে আন্দোলন তাকে ২য় মুক্তিযুদ্ধ না বলাই ভাল মনে করি। মুক্তিযুদ্ধের যে ত্যাগ তার অপমান হয়।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

সমকালের গান বলেছেন: শাহবাগ যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার একটি প্রক্রিয়া মাত্র। পুরো আন্দোলনটাকে ২য় মুক্তিযুদ্ধ বলছি। আমি মনে করি না তাতে মুক্তিযুদ্ধের গরিমার কোন বিচ্চুতি হয়।

১১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

লেজ কাটা শেয়াল বলেছেন: Cmnt10, ki je bolen vai!
Amader sohid rajib da ki hamidurer ceye kom kosto korce?
71rer onarao to rastay boisa polic productione biriani khaicilo... Ar rat vor nari songo lav korce!

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

সমকালের গান বলেছেন: শাহবাগ যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার একটি প্রক্রিয়া মাত্র। পুরো আন্দোলনটাকে ২য় মুক্তিযুদ্ধ বলছি। আমি মনে করি না তাতে মুক্তিযুদ্ধের গরিমার কোন বিচ্চুতি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.