![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।
নোট ১: রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তিতে সরকার ভারতকে কর মওকুফ সহ বিবিধ বাড়তি সুবিধা দিয়েছে।
নোট ২: পরিবেশ বিশেষজ্ঞ ও জনমতের উপেক্ষা করে সরকার এই কেন্দ্র নির্মান করতে যাচ্ছে।
সরকার তিস্তার পানি এখনো আনতে পারে নাই। ভারত এক মমতাকে রাজী করাতে না পেরে তিস্তা চুক্তি এখনো ঝুলিয়ে রেখেছে। কিন্তু হাসিনার সরকার দেশের জনগন, পরিবেশ বিশেষজ্ঞ কারো ধার ধারে না। ইন্ডিয়ার সাথে এই চুক্তিটি বিশেষজ্ঞদের ও জনগনের মতামতকে উপেক্ষা করে তড়িঘড়ি করে করল। সারা বাংলাদেশে কি বিদ্যুৎ কেন্দ্রের জন্য আর জায়গা পাওয়া যাচ্ছে না? কেন কর মওকুফ করতে হবে? কেন বাড়তি সুবিধা দিতে হবে? আমরাতো কোন চুক্তিতেই বাড়তি সুবিধা দুরে থাক, ন্যায্য অধিকারও পাইনা?
আওয়ামী লীগের এই অতি ইন্ডিয়াভক্তি তাদের ভবিষ্যতের জন্য কাল হয়ে দাড়াবে, একথা নিশ্চিত করে বলতে পারি। আফসোস হাসিনা ও আওয়ামী লীগ আরেকটা বড় ভুল করল।
বিদ্যুৎ আমাদের দরকার, কিন্তু সুন্দরবনের বিনিময়ে নয়।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬
সমকালের গান বলেছেন: ধন্যবাদ।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫
নষ্ট শয়তান বলেছেন: এই ব্যাপারটা মানুষ দের বুজান।
এ হতে পারে না।
এই ক্যান্সার আর বাড়তে দেয়া যায়না।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
সমকালের গান বলেছেন: সহমত। এটা হতে দেয়া যায় না কোন মতে।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
ভালোরনি বলেছেন: নিকষ বলেছেন: বিদ্যুৎ আমাদের দরকার, কিন্তু সুন্দরবনের বিনিময়ে নয়।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
বাংলার হাসান বলেছেন: নিকষ বলেছেন: বিদ্যুৎ আমাদের দরকার, কিন্তু সুন্দরবনের বিনিময়ে নয়।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩
মুহিব বলেছেন: কি অদ্ভূত। আমরা কি আ. লীগকে ভোট দেই না? কিসের অভাব ছিল যে এই চুক্তি করতে হল?
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯
সমকালের গান বলেছেন: আমারো একই প্রশ্ন।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
এম হুসাইন বলেছেন: এর পরিনতি হবে ভয়াবহ...... বিদ্যুৎ আমাদের দরকার, কিন্তু সুন্দরবনের বিনিময়ে নয়।
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮
সমকালের গান বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
নিকষ বলেছেন: বিদ্যুৎ আমাদের দরকার, কিন্তু সুন্দরবনের বিনিময়ে নয়।