![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।
মন্তব্য ১: বাংলাদেশের স্বরাস্ট্রমন্ত্রীরা সব সময় মানসিক প্রতিবন্ধী হন।
মন্তব্য ২: এদেশের সরকার প্রধান রাজনৈতিক বক্তৃতা দেবার একটি সুযোগও হাতছাড়া করতে চাননা।
মন্তব্য ৩: বিরোধীদলের কাছে হরতাল লাশের চেয়েও বেশী গুরুত্বপূর্ন।
মন্তব্য ৪: ব্যবসায়ীদের কাছে দীর্ঘমেয়াদী লাভ ক্ষতির কোন গুরুত্ব নেই।
মন্তব্য ৫: তবু এদেশ ঠিকই টিকে আছে, টিকে থাকবে, এগিয়ে যাবে, কারন এদেশের সাধারন জনগন অসীম সাহসী, নির্ভীক। জীবনের ঝুকিঁ নিয়ে হোক, রক্ত দিয়ে হোক, নিজের শেষ সম্বল দিয়ে হোক - তারা মানবতার জয়গান গেয়েই যাবে সব সময়।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০
এল এইচ, জুয়েল বলেছেন: