নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমকালের গান

আমার চোখে বর্তমান...

সমকালের গান

আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।

সমকালের গান › বিস্তারিত পোস্টঃ

গার্মেন্টস্ শিল্পকে বাচাঁতে হবে

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অজর্নকারী গার্মেন্টস্ শিল্পকে বাচাঁতে হবে। এর কোন বিকল্প এখনো আমাদের অর্থনীতিতে নাই। এর সাথে প্রায় ৪০ লাখ লোকের জীবিকা, নারীর আত্ননির্ভরশীলতা, সহযোগী অন্যান্য অনেক শিল্প ও ব্যবসা জড়িত।



বিজিএমইএ থেকে যে বলা হচ্ছে এ ঘটনার প্রচারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। জনাব, আপনারা যদি এ ধরনের ঘটনাগুলো যেন না হয়, সেটা নিশ্চিত করতে পারতেন, তাহলে এ প্রশ্ন আসতো না। এখন বরং আপনাদের এটা প্রমান করা উচিত যে, আপনারা এ ধরনের ঘটনা সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে মোকাবেলা করেন। তাহলে হয়ত আপনাদের ভাবমূর্তি কিছুটা হলেও রক্ষা পেতে পারে। বিদেশী ক্রেতারা আপনাদের মতো বেকুব, মুনাফালোভী না।



এ শিল্পকে বাচাঁতে হলে প্রথমেই সাভার ট্র্যাজেডির হোতাদের খুজেঁ বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এরপরই বিগত দিনগুলোতে এ ধরনের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর বিচারও নিশ্চিত করতে হবে। এরসাথেই এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যেন আর না হয়, সে উদ্যেগ দিতে হবে। কোন ব্যবসা শুধু অল্প সময়ে অনেক মুনাফার পরিকল্পনায় দীর্ঘদিন টিকতে পারেনা। এখনই শেষ সময় সঠিক, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাবার।



আমাদের ক্ষমতাসীনদের কি সময় হবে এ বিষয়গুলো দলীয় সংকীর্নতার উর্দ্ধে উঠে নিশ্চিত করার? বাংলাদেশের সবচে বড় একটি শিল্পকে রক্ষা করতে এগিয়ে আসার?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

মুহিব বলেছেন: hmmmmmm

২| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:০৫

মুর্তজা হাসান খালিদ বলেছেন: না হয়, বাঙলাদেশ কিভাবে বাঁচবে?

০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

সমকালের গান বলেছেন: সহমত। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.