নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমকালের গান

আমার চোখে বর্তমান...

সমকালের গান

আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।

সমকালের গান › বিস্তারিত পোস্টঃ

জিএসপি সুবিধা স্থগিত: দায় কার?

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৬

জিএসপি সুবিধা স্থগিত হওয়া নিয়ে অনেক রাজনীতি হচ্ছে।



বিএনপি আবেদন করেছিল জিএসপি বাতিল করে সরকারকে শিক্ষা দেবার জন্য। তাই বড় একটা দায়ভার তাদের নিজের। একাজ করে বিএনপি আবারো প্রমান করল তারা গন্ডমুর্খের দল। দেশের চেয়ে তাদের কাছে ক্ষমতাই বড়।



আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় জিএসপি স্থগিত হলো। দায়ভার তাদেরও তাই সমানই। সবচে বড় কথা আওয়ামী লীগ সরকার জিএসপি ধরে রাখার জন্য সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেয়নি। পোশাক শিল্পের সমস্যাগুলো সমাধানে তারা দৃশ্যত কোন অবদানই রাখতে পারেনি। বড় বড় দুর্ঘটনা গুলো প্রতিরোধে তারা কোন ব্যবস্থা নিতে পারেনি, বরং যারা এ ঘটনা গুলোর জন্য দায়ী তাদেরও প্রকৃত অর্থে বিচারের কাঠগড়ায় দাড় করায়নি।



সর্বোপরি ডঃ ইউনুসের প্রভাব কাজে লাগিয়ে হয়তো এ দুর্নাম এড়ানো যেত। কিন্তু সরকার সে পথে কখনো হাটেনি। বরং ডঃ ইউনুসকে নাজেহাল করে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে দুর্বল থেকে দুর্বলতর করেছে।



জনগনের দায়ভারও কম নয়। আমরা আমাদের জন প্রতিনিধিদের কখনো বাধ্য করতে পারিনি দেশের সার্থে তাদের সর্বোচ্চ চেষ্টা নিশ্চিত করতে। অন্তত ডঃ ইউনুসের পাশে থেকে আমরা তাকে বাধ্য করতে পারতাম বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের প্রভাবকে এগিয়ে নিতে।



সারা পৃথিবী যখন বন বন করে এগিয়ে যাচ্ছে, আমাদের রাজনীতিবিদ সহ আমরা সবাই তখন ব্যস্ত নিজের নাক কেটে অন্যের যাত্রা ভংগ করতে। সবকিছু নিয়ে ক্ষুদ্র গন্ডির ব্যক্তিগত রাজনীতি করতে। কেবল নিজের সুবিধা নিশ্চিত করতে।



দেশের জন্য আমরা ব্যক্তিগত, সমাজগত, দলগত ভাবে কি করেছি?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

এস এইচ খান বলেছেন: খালেদা জিয়ার এক চিঠিতে যদি সত্যি সত্যি আমেরিকা জিএসপি সুবিধা বাতিল করে থাকেন তবে সরকারের উচিৎ খালেদার কাছে ক্ষমতা দিয়ে এখনই পদত্যাগ করা!! কেননা খালেদা সুবিধা বাতিলের ক্ষমতা রাখলে আশা করি তিনি সুবিধা পূর্নবহালের ক্ষমতাও রাখেন কি বলেন? এ ক্ষেত্রতো দেখছি সরকার পুরোপুরি ব্যর্থ!

৩০ শে জুন, ২০১৩ রাত ১:২৯

সমকালের গান বলেছেন: খালেদার চিঠিতে কি হয়েছে তারচে বড় কথা হলো তিনি চিঠি দিয়েছেন, তাই তার দায় অস্বীকার করার কোন উপায় নাই। আমার পোষ্টের বিষয় সেটা।

আপনার সাথে পুরোপুরি একমত যে, সরকার পুরোপুরি ব্যর্থ, ইচ্ছাকৃতভাবেই ব্যর্থ।

ধন্যবাদ।

২| ৩০ শে জুন, ২০১৩ রাত ৩:৩৭

এই আমি সেই আমি বলেছেন: খালেদার কথায় আমেরিকা জি এস পি সুবিধা বাদ দিয়েছে এটা ঠিক নয় বা এটা বলা যাবে না । কিন্তু আমেরিকা এটা বাদ দিয়েছে এবং খালেদা এটাই চেয়েছিলেন , এটা অস্বীকার করার সুযোগ নেই ।

৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:২২

সমকালের গান বলেছেন: আমিও সেটাই বলছি। সর্বোপরি সরকার ও জনগনের দায় অস্বীকার করারও উপায় নেই।

৩| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৫১

আমিনুর রহমান বলেছেন:


সর্বোপরি তো দায়ভার তা আমাদেরই সবচেয়ে বেশী... একের পর এক দুর্নীতিবাজ আর অযোগ্য লোকদের ক্ষমতা নিয়ে আসছি ...

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৩৬

সমকালের গান বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.