নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমকালের গান

আমার চোখে বর্তমান...

সমকালের গান

আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।

সমকালের গান › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা গন সমর্থন ফিরে পেতে চান? ৩ মাসেও সম্ভব।

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

এটা একটি আশার কথা যে শেখ হাসিনা নিজের ও দলের বিপর্যয় বুঝতে পারছেন, জনমুখী হবার চিন্তা করছেন আবার। আমার মনে হয় শেখ হাসিনাকে আগামী নির্বাচনে জনসমর্থন ধরে রাখতে যা যা করতে হবে:



১. যুদ্ধাপরাধীদের ফাসিঁ কার্যকর করা: বিএনপি ও আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে যে প্রধান গুলো পার্থক্য ছিল তার একটি যুদ্ধাপরাধীদের ফাসিঁর বিষয়টি। এটিতে সরকার যত বেশী স্বচ্ছতার সংগে স্বদিচ্ছার প্রমান দিতে পারবে, ততই মংগল।



২. সমালোচনা সহ্য করা ও জনগনকে চ্যালেন্জ না করা: বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল নিয়ে সহ কোন সমালোচনা শেখ হাসিনা সহ্য করতে পারেন না। পাল্টা জনগনকে দেখে নেবার হুমকি দেন (বিদ্যুৎ উৎপাদন ইচ্ছাকৃতভাবে কমিয়ে দিয়ে)। জনগনের সব অধিকার আাছে নির্বাচিত সব প্রতিনিধিদের সমালোচনা করা। যোগ্য প্রতিনিধিদের তা সহ্য করার ক্ষমতা অবশ্যই থাকতে হবে।



৩. ডঃ ইউনুসের সংগে শত্রুতামি বন্ধ করা ও তাকে কাজে লাগানো: ডঃ ইউনুসের অনেক সমালোচনা আছে দেশের মধ্যে, তারপরও তিনি আমাদের সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তি। তার প্রভাবের তুলনা হতে পারে আমেরিকার প্রেসিডেন্টের সংগে। তার সংগে নোংরা রাজনীতি করা শেখ হাসিনার একটি চুড়ান্ত মুর্খামী। বরং তার হাতে পায়ে ধরে তাকে লবিষ্ট নিয়োগ করে জিএসপি সহ আমেরিকা ইন্ডিয়ার সহ সকল দেশের সংগে সকল বিষয়ে সুবিধা অর্জন করে নেয়া দরকার।



৪. আগের সরকারের সংগে একটি ব্যবধান তৈরী করা: বিগত সরকারের সবচে বড় ব্যর্থতা ছিল প্রিন্সদের নেতৃত্বে অসম্ভব রকমের দুনীর্তি। শেখ হাসিনার উচিত ছিল এখান থেকে ভাল একটা শিক্ষা নেয়া। দেশ প্রেমিক আবুল ও কালো বিড়াল কে আইনের আওতায় আনা সহ রাবিশ মুহিতকে সম্মানের সংগে বিদায় সরকারের ভাবমুর্তি কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারে। পাশাপাশি নাসিম ওসমানসহ প্রধান প্রধান গড ফাদারদের ও ছাত্রলীগকে আইনের আওতায় এনে (সবচেয়ে ভাল হয় ছাত্রলীগের রাজনীতি বন্ধ করে দিয়ে) সরকার নিজের একটা জনমুখী, দুর্বার ভাবমুর্তি তৈরী করতে পারে।



এ সবগুলো কাজ ৩ মাসের মধ্যে করা খুবই সম্ভব।



জয় বাংলা।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০০

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: বি এন পি কোন ্অবস্তাতেই আওয়ামীলীগের বিকল্প না।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

সমকালের গান বলেছেন: জনগন সেটা মনে করে না। ৫ সিটি নির্বাচনই জনগন তা প্রমান করেছে।

২| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০০

জামান2021 বলেছেন: এ সবগুলো কাজ আগামী ৩০০ মাসের মধ্যে করা হাসিনার পক্ষে খুবই সম্ভব হবে না। চ্যালেন্জ রইল। জয় বাংলাদেশ।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

সমকালের গান বলেছেন: মন্তব্য্যের জন্য ধন্যবাদ।

৩| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৫

তিক্তভাষী বলেছেন: লেখক বলেছেনঃ "এ সবগুলো কাজ ৩ মাসের মধ্যে করা খুবই সম্ভব।"

জামান2021 বলেছেনঃ "এ সবগুলো কাজ আগামী ৩০০ মাসের মধ্যে করা হাসিনার পক্ষে খুবই সম্ভব হবে না। "

আমি জামান2021 এর বক্তব্যে সহমত।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

সমকালের গান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১২

তাসজিদ বলেছেন: সহমত

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

সমকালের গান বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৩

জগ বলেছেন: কালো বিড়ালরে শাস্তি দিতে গেলে দাদারা অসন্তুষ্ট হবেন - কাজেই এইটা সম্ভব না।

আবুলরে শাস্তি দিতে গেলে, হাটে হাড়ি ভেংগে যাওয়ার সম্ভবনা আছে - কাজেই এইটাও সম্ভব না।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫

সমকালের গান বলেছেন: আমি মনে করিনা শেখ হাসিনার এ ধরনের দুর্বলতা আছে। যদি থেকে থাকে তো সেটা খুব দুর্ভাগ্যজনক। আমার হিসেবে বংগবন্ধুর পরিবারের কারোরই আর পাওয়ার কিছু থাকার কথা নয়। থাকলে সেটাই বংগবন্ধুর বড় অপমান।

৬| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২২

মিলটন বলেছেন: সামনাসামনি যা দেখা যাচ্ছে তাতে মনে হয় না এই তিনমাসে ইমেজ ফিরিয়ে আনতে পারবে। কারণ সেইস্থান থেকে আওয়ামীলীগ অনেক দুরে চলে গেছে। সর্বশেষ পাবলিককে বিদ্যুতের ব্যাপারে চ্যালেঞ্জ করাটা সবাই ভালো ভাবে নেয়নি।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

সমকালের গান বলেছেন: মিলটন ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ। কেমন আছেন?

৭| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


তিন মাস অনেক কম সময় হয়ে যায় যারা বিগত সাড়ে চার বছরে করতে পারেনি এই তিন মাসে কিভাবে পারবে ? :||

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮

সমকালের গান বলেছেন: চেষ্টা করলে পারবে। জনগনের উপর আস্থা রেখে চেষ্টা করবে কিনা সেটাই হলো আসল বিষয়।

৮| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

মোস্তাক খসরু বলেছেন: এইসব ফালতু আলোচনা বাদ দেন। এখনো সময় আছে বঙ্গবন্ধুর আর্দর্শে ফিরে যেতে পারলেই শেখ হাসিনা রক্ষা পাবেন নচেঁৎ নয়। ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান করলে যা হয় শেখ হাসিনারও তাই হয়েছে।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

সমকালের গান বলেছেন: আপনিও একই কথা বলেছেন ভাই আমার মতো। ফালতু কথা কোনটা ভাই?

৯| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

মোহাম্মদ আনোয়ার বলেছেন: Character/Nature/Morality/Honesty is lost, everything is lost. X(( X(( X((


কাজেই, যতোই চেষ্টা করুক, আর কোন লাভ হবেনা। :-B :-B :-B :-B :-B :-B


স্বাধীনতার সূর্য্য একবার অস্তমিত হলে তা যেমন ফিরে পাওয়া কঠিন, ঠিক তেমনি উপরের ঐ গুণগুলো হারালে ক্ষমতা ফিরে পাওয়াও কঠিন। B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

সমকালের গান বলেছেন: সহমত নই।

১০| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

শফিক আলম বলেছেন: বধোদয় হলে তবে না এসব করবে! তা'ছাড়া বিরোধীদলের যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলো কি জনগন বিবেচনায় নেবে না? গত প্রায় একবছরে বিরোধীদের যে রাজনৈতিক কর্মকান্ড দেখেছি তাতে বিএনপি অথবা কোন দলই তো আ:লীগের বিকল্প হতে পারে না। আ:লীগের অনেক খারাপ দিক থাকলেও ভাল দিকগুলো অন্যের চেয়ে একটু বেশীই। জাতি হয়তো দুর্নীতিমুক্ত হবে না (যা আবহমানকাল ধরে চলছে) কিন্তু ধ্বংসের হাত থেকে তো বাঁচবে!

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০

সমকালের গান বলেছেন: বিরোধীদলের নেগেটিভ দিকগুলো জনগন বিবেচনায় নেয়নি, সেটা ৫ সিটি নির্বাচনে নিশ্চয়ই বুঝতে পারছেন।

১১| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৭

শফিক আলম বলেছেন: আগামী দিনগুলোতে বিরোধীদলের নেগেটিভ দিকগুলোই জনগনের কাছে বেশী করে তুলে ধরতে হবে, propagate করতে হবে আর নিজেদের ভুলগুলো শুধরাতে হবে। সিটি নির্বাচনের রায়ের অবস্থা যদি জাতীয় নির্বাচনেও ঘটে তা'হলে সর্বনাশ হবে সন্দেহ নেই। জাতীয় স্বার্থেই নেতা-নেত্রীদের এটা বুঝতে হবে।

১২| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

শ্রাবণধারা বলেছেন: ভাল লিখেছেন।

তবে স্বচ্ছতাকে কোন ব্যাপারেই আমলে নেয়নি এ সরকার। শুরু থেকেই এক ধরণের ঔদ্ধত্ব্যের সাথে মস্তানের ভঙ্গিতে যাবতীয় সব অপকর্ম করে গেছে। আত্মোপলব্ধির জন্য বা ফিরে আসার জন্য যে মিনিমাম সদগুনাবলীর প্রয়োজন, গত চার বছরে তার কিছুই অর্জন করতে পারেনি এরা।

আপনার উল্লেখিত কাজ করা মানে শ্রেফ তওবা করা নয়, বরং অনেকটা শয়তানের বুকে শয়তানের নিজেকে ছুরিবিদ্ধ করার মত বিষয়, অতএব, গন সমর্থন ফিরে পাওয়া আদতে অসম্ভব..........।

১৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৭

সমকালের গান বলেছেন: নিজেদের কফিনে আজকে শেখ হাসিনা সরকার সর্বশেষ পেরেকটি মারল।

১৪| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫

মোহাম্মদ আনোয়ার বলেছেন: মোহাম্মদ আনোয়ার বলেছেন: Character/Nature/Morality/Honesty is lost, everything is lost. X(( X(( X((


কাজেই, যতোই চেষ্টা করুক, আর কোন লাভ হবেনা। :-B :-B :-B :-B :-B :-B


স্বাধীনতার সূর্য্য একবার অস্তমিত হলে তা যেমন ফিরে পাওয়া কঠিন, ঠিক তেমনি উপরের ঐ গুণগুলো হারালে ক্ষমতা ফিরে পাওয়াও কঠিন। B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯
লেখক বলেছেন: সহমত নই।


////////////////////////////////////////////////////////

বাস্তব উপলব্দি করতে না পারার কারনেই তিন মাসে আওয়ামী লীগের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়।

কোন কিছু তৈরী করতে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে এক মুহুর্তই যথেষ্ট।

যেখানে সাড়ে চার বছর ধরে শুধুই ভাঙ্গনের খেলা

সেখানে তিন মাসে গড়তে পারবে, এটি আহাম্মকের স্বর্গে বসবাসের তুল্য।

গত নির্বাচনে জনগন যে সুযোগ দিয়েছিলো, তার সঠিক ব্যবহার করতে পারলে একুশ শতক পর্যন্ত ক্ষমতায় থাকা কোন ব্যাপারই ছিলোনা।

আগামী নির্বাচনে জোরপূর্বক ক্ষমতায় আসা ছাড়া আওয়ামী লীগের আর কোন বিকল্প নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.