![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।
অনেক বন্ধু সুহৃদ চিন্তিত হয়ে প্রশ্ন করেন, জামাতকে নিষিদ্ধ করলে, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করলে তারা দলগত ভাবে আরো সহিংস হয়ে উঠবে, আন্ডার গ্রাইন্ডে গিয়ে দেশকে পাকিস্তানের মতো অস্থিতিশীল করে তুলবে। তাদের প্রতি আমার এই পোষ্ট:
জামাতিরা হয়তো আরো সহিংস হয়ে উঠবে, আরো অনেক মায়ের কোল খালি হবে, কয়েক বছর ধরেই চলবে এর সাইড ইফেক্ট।
এখন একটু পাল্টা প্রশ্ন করি। ৭১ এ যুদ্ধে বাংগালীকে অপরিসীম আত্নত্যাগ করতে হয়েছিল। বাংগালীরা জানত যে এই অসমে যুদ্ধে তাদের অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করতে হবে। তবে তারা জানত না আদৈা তারা সে যুদ্ধে জিতবে কিনা? জিতলে কতোদিনো: ৯ মাসে, না ৯ বছরে না ৯০০ বছরে? তবু কিন্তু তারা পিছপা হয়নি। সর্বোচ্চ ত্যাগ করার প্রস্তুতি মানসিকতা নিয়েই তারা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। আর তাই আমরা এখন কোন পাকিস্তানির বাসায় সুইপারের কাজ করছি না। আপনি, আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্লগ লিখছি, তাতে কমেন্ট করছি।
ধরে নিন, জামাত নিষিদ্ধ করলে আমাদের প্রজন্মকে বা আরো দুয়েক প্রজন্মকে মূল্য দিতে হবে অনেক। কিন্তু আমরা গর্ব করে বলতে পারবো যে বাংগালী পাপীদের ছাড়েনি, পাপীদের সংগঠনকে নিষিদ্ধ করেই ছেড়েছে। তাদের বিচার করেই ছেড়েছে, ইন শা আল্লাহ।
জয় বাংলা।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০০
সমকালের গান বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৯
মোমেরমানুষ৭১ বলেছেন: জামাত কি নিষিদ্ধ ঘোষনা করা হলে, আর তারা যদি সুস্থ ধারার রাজনীতিতে ফিরে না আসে তাহলে আমাদের মত সাধারন মানুষের অনেক মুল্য দিতে হবে।
৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪
পিপাসার্ত বলেছেন: দেশ স্বাধীন হয়ে গেছে। এখন এই সব আজাইরা জিনিষ নিয়া ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতি আমাদের বুঝা আছে। এখন দেশ গড়ার সময়। আওয়ামী ফাদে পা দিয়া আপনারা কান্দেন এখন। মিল্কির মালয়শিয়ায় ৮০ কোটির বাড়ি। যুবলীগে পেশাদার খুনি। দুর্নীতি, শেয়ার বাজার ধ্বংস, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, অবকাঠামো খাত ধ্বংস, শিক্ষা ব্যাবস্থা ধ্বংস। এখন দেশ টা ধ্বংস। সবাই বাইরে বাড়ি বানায়ে সটকে পড়বে। আপনি ছেলে পেলে নিয়া বোমা খায়েন। আর ৭১ এর মত যুদ্ধ কইরেন স্বাধীন দেশে, উন্নতি করার বদলে।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭
সমকালের গান বলেছেন: আচ্ছা করব, মন্তব্য ও অশুভ কামনার জন্যও ধন্যবাদ।
৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০২
পিপাসার্ত বলেছেন: দেশ স্বাধীন হয়ে গেছে। এখন এই সব আজাইরা জিনিষ নিয়া ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতি আমাদের বুঝা আছে। এখন দেশ গড়ার সময়। আওয়ামী ফাদে পা দিয়া আপনারা কান্দেন এখন। মিল্কির মালয়শিয়ায় ৮০ কোটির বাড়ি। যুবলীগে পেশাদার খুনি। দুর্নীতি, শেয়ার বাজার ধ্বংস, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, অবকাঠামো খাত ধ্বংস, শিক্ষা ব্যাবস্থা ধ্বংস। এখন দেশ টা ধ্বংস। সবাই বাইরে বাড়ি বানায়ে সটকে পড়বে। আপনি ছেলে পেলে নিয়া বোমা খায়েন। আর ৭১ এর মত যুদ্ধ কইরেন স্বাধীন দেশে, উন্নতি করার বদলে।
৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৩
কলাবাগান১ বলেছেন: "অশুভ কামনার জন্যও ধন্যবাদ। " ভালো বলেছেন
৬| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:২২
রামন বলেছেন:
জামাত সন্ত্রাস কি করবে!? এখন পালাবার পথ খুজতেই ব্যতিব্যস্ত থাকতে হবে তাদেরকে। তবে রায়ে বলা হয়েছে যদি তারা সাংঘর্ষিক গঠনতন্ত্র পরিবর্তন করে এবং রাজনীতিতে ধর্মব্যবসা না করার প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে নিবন্ধিত হতে পারবে। একথা ভুলে গেলে চলবে না এরা সবই পারে
৭| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৩
বঙ্গদর্পণ বলেছেন: জামায়াত সুস্থ ধারার রাজনীতিতে ফিরে না আসলে অতীতের মুসলিম লীগ ও সিরাজ শিকদারের সর্বহারা পার্টির মত কালের গর্ভে হারিয়ে যাবে। জামায়াতকে বিএনপিসহ কিছু দল সমর্থন দেওয়াতেই ওরা এখনো বাংলাদেশে আদালতের বিরুদ্ধে হরতাল-সন্ত্রাস করার সাহস পায়।
পিপাসার্থ বলেছেন, "দেশ স্বাধীন হয়ে গেছে, এখন এই সব আজাইরা জিনিষ..."। আরে বেটা, দেশ স্বাধীন হয়েছে ৪২ বছর হয়ে গেছে, আর এখনোও জামায়াতের রাজনীতির দলীয় নীতি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা তথা সংবিধানের বিরুদ্ধে! এটা কি আজাইরা জিনিষ? "আওয়ামী লীগ দেশ ধংস করে ফেলছে" তাই বলে জামাতের রাজনীতি নিষিদ্ধ করা যাবে না - এটা কোন যুক্তি হল নাকি!
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১
সমকালের গান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
জামায়াত নামটা নিয়ে যেন রাজনীতি করতে না পারে আমার চাওয়া সেটা। এ নামটা যেহেতু বাংলাদেশে যুদ্ধাপরাধের সাথে যুক্ত, তাই এ নামে কোন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত না। রাজাকারগুলোকে বাদ দিয়ে এই লোকেরা অন্য নামে বাংলাদেশে রাজনীতি করুক আমার কোন আপত্তি নাই।
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯
মুহিব বলেছেন: কিসের সাথে কিসের তুলনা! দেশ কাল সময় সবকিছু কনসিডারে নিয়েই তো চিন্তা করতে হবে। দেশ স্বাধীন না হলে আমরা পাকিস্তানীদের বাসার সুইপার হতাম। জামাত নিষিদ্ধ না হলে কি আমাদের সুইপার হতে হবে?
সবকালেই আমি জামাত এবং গোলাম আযমের বিরোধী ছিলাম তা হয়ত তোমার মনে আছে।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
সমকালের গান বলেছেন: অবশ্যই মনে আছে।
জামাত নিষিদ্ধ না হইলে আমরা সুইপার হমু না, কিন্তু একই রকমের মানষিক যন্ত্রনা ভোগ করমু, সারা জীবন। যেটার কোন সমাধান কোন দিন হইব না।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
প্রত্যাবর্তন@ বলেছেন: ভাল বলেছেন