নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমকালের গান

আমার চোখে বর্তমান...

সমকালের গান

আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।

সমকালের গান › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্র গনতন্ত্র খেলা আর ভাল লাগে না

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

বিএনপির পায়ে ধইরা রিকোয়েস্ট করি, আপনারা এবার জামায়াতকে ছাড়ুন, সহিংসতার দায়ভার নিজেদের ঘাড়ে আর নিবেন না। সারা বাংলাদেশ জানে লীগ যদি জামায়াতকে নিয়ে কোন রাজনীতির পরিকল্পনা করে তো লীগের নামও বাংলাদেশ থেকে মুছে যাবে।



সরকার বাহাদুর, অনেক রক্ত দেয়া হয়েছে ইতিমধ্যে, ক্ষতি হয়েছে অনেক সম্পদের। এবার দ্রুততম সময়ের মধ্যে জামায়াত নিষিদ্ধের পদক্ষেপ নিন, রাজাকারগুলার ফাসিঁ কার্যকর করুন, নির্বাচন কমিশন ও দুদককে প্রকৃত অর্থে শক্তিশালী করুন। ৬ থেকে ১২ মাসের মধ্যে মূল সমস্যা গুলোর সমাধান করে আবার নির্বাচন দিন।



আমরা সরাসরি বিজনেসে আসি। গনতন্ত্র গনতন্ত্র খেলা আর ভাল লাগে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

ফ্রম_দা_জিরো বলেছেন: সবই সাংবিধানিক বাধ্যবাধকতা।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

সেমিবস বলেছেন: হঠাৎ ঘোষণা, ভোট পড়েছে ৪২ ভাগ!

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

মুহসিন বলেছেন: ৬ থেকে ১২ মাসের মধ্যে কেন? ৫ বছর নয় কেন?

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

সমকালের গান বলেছেন: আমার মনে হয় বর্তমান সরকার নিজেরাই একটু বিব্রত। পুরো মেয়াদ থাকার মতে নৈতিক অবস্থা মনে হয় তারা নিজেরাও মনে করে তাদের নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.