নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ অর্থনীতি বিভাগের ছাত্র।আমি একটু ব্যতিক্রম

গর্বিত মুসলিম

আমি বাঙালী, আমি গর্বিত বাঙালী

গর্বিত মুসলিম › বিস্তারিত পোস্টঃ

childhood memories

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০

যখন আমরা ছোট ছিলাম ।
♡ হাঁত গুলো জামার মধ্যে ঢুকিয়ে নিয়ে
বলতাম,
আমার হাঁত নেই ।
♡একটা পেন ছিলো,
যার চার রকম কালি,
আর আমরা তার চারটে বোতাম একসাথে
টেপার চেস্টা করতাম ।
♡দরজার পিছনে লুকিয়ে থাকতাম,
কেউ এলে চমকে দেবো বলে,
সে আসতে দেরি করছে বলে,
অধৈর্য্য হয়ে বেরিয়ে আসতাম ।
♡ভাবতাম আমি যেখানে যাচ্ছি,
চাঁদ টাও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে ।
♡সুইচের দু দিকে আঁঙ্গুল চেঁপে অন - অফ এর
মাঝা - মাঝি ব্যালেন্স করার চেষ্টা
করতাম ।
♡দু ফোঁটা জল ফেলে রেস করাতাম,
কোন টা গড়িয়ে আগে নীচে পড়ে ।
♡ইচ্ছা করে ঘুমিয় পড়ার ভান করে
থাকতাম,
যাতে কেউ কোলে তুলে বিছানায় তুলে দেয়

♡বৃষ্টি হলে ছাঁতা না নিয়ে কচু বা কলা
পাতা মাথায় দিয়ে বলতাম,
দ্যাখ জল গায়ে লাগছে না ।
♡তখন আমাদের শুধু একটা জিনিসের খেয়াল
রাখার দায়িত্ব ছিলো,
সেটা হলোঃ স্কুলব্যাগ ।
♡ফলের দানা খেয়ে ফেললে,
দুশ্চিন্তা করতাম,
পেঁটের মধ্যে এবার গাছ হবে ।
♡ঘরের মধ্যে ছুটে যেতাম,
তারপর কি দরকার ভুলে যেতাম ।
ঘর থেকে বেরিয়ে আসার পর,
মনে পড়তো মনে আছে ?
যখন আমরা ছোট ছিলাম,
তখন ধৈর্য্য সহ্য হতো না যে কবে বড় হবো,
আর এখন মনে করি,
কেনো যে বড় হলাম ?
Childhood Was The Best Part Of Our Life.
আমি জানি তুমি এগুলো পড়ছো,
আর তোমার মুখে হাঁসি ফুটে উঠেছে,
ছোট বেলায় সব থেকে বেশী বার
জিজ্ঞাসিত প্রশ্ন টার উত্তর আমি
পেয়েছি অবশেষে,
,
তুমি বড়ো হয়ে কি হতে চাও ?
উত্তরঃ আবার ছোট হতে চাই।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

পথে-ঘাটে বলেছেন: আমি লেংটা ছিলাম, ভাল ছিলাম।
ভাল ছিলাম শিশু কাল.........


সুন্দর পোস্ট।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: উফস...আপনার পোস্ট টা পড়ে, ছোটবেলার কথা মনে পড়ে গেল... :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.