নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই ।

কাজী দিদার

মানুষের ভিড়ে আমিও একজন

কাজী দিদার › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক কাকে বলে ?

০১ লা মে, ২০১৩ বিকাল ৪:৪৫





ইরানে মসজিদের কাছেই ভাস্করর্য , তারা তো কেউ আন্দলন করে না

তাহলে কি তারা নাস্তিক ???????হেফাজতে ইসলাম দয়া করে বলবেন --সবাই কে এভাবে নাস্তিক বলাটা কি ঠিক ??????? আপনিই বলুন

মন্তব্য ৪৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ বিকাল ৪:৫৭

এ সামাদ বলেছেন: হেফাজতে ইসলাম আপনারেও নাস্তিক কইছে নাকিরে ভাই?

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:১২

কাজী দিদার বলেছেন: হ ---- ভাই হহহহহহহহ
তয় আপনারে বাদ দিয়া কয় নাই

২| ০১ লা মে, ২০১৩ বিকাল ৪:৫৮

এ সামাদ বলেছেন: আপনি যদি নিজেকে নাস্তিক মনে করেন তাহলে তো কিছু করার নাই।

তাই নয় কি?

আমিও তো ব্লগার। আমি তো নিজেকে নাস্তিক মনে করিনা।

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:০৮

কাজী দিদার বলেছেন: আপনি যদি নিজেকে ব্লগার মনে করেন তাহলে হেফাজতে ইসলাম আপনারেও নাস্তিক মনে করে
বুজাগেছে ব্যপারটা , আরে ভাই আপনে আপনারে আস্তিক ভাবলে কি হবে হেফাজতের লোক তো ...............................

৩| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:০৩

উদাসী স্বপ্ন বলেছেন: জামাতী টাকা যারা খায় তাদের মাথা এর চেয়ে বেশী উর্বরা কেমনে হয়!!!
এই জন্যই এদের নাম দিছি হেফাজতী কুকুর

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:১০

কাজী দিদার বলেছেন: আপনার যা ইচ্ছা

৪| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:০৯

দুরন্ত সাহসী বলেছেন: ধর্ম নিয়ে যে পথে নামবে ,যে মিছিল করবে,যে দল করবে,যে আঘাৎ করবে,সেই ভন্ড।

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:১০

কাজী দিদার বলেছেন: আপনার সাথে একমত

৫| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:১২

এ সামাদ বলেছেন: যারা হেফাজত ইসলাম তারাও ব্লগিং করে এটা কি আপনি জানেন?

না জানলে এখন জেনে নিন।

ব্লগার মানেই নাস্তিক নয়। ব্লগে অনেক ইসলামীক পোষ্ট আসে। তারাও কি নাস্তিক?
আপনারা মনগড়া একেকটা কথা বলেন যার আগাগোড়া কিছুই পাওয়া যায়না।

ফালতু প্রলাপ বকে লাভ নাই।

সাইটে যান। অন্য কাজ দেখেন।

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:১৯

কাজী দিদার বলেছেন: হেরা ভাই কারে কারে নাস্তিক কইছে??? ভাই একটু কইবেন

৬| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:২০

জুবায়ে১২ বলেছেন: ধর্মব্যাবসায়ী হিফাযতিদের গুরু আহাম্মক শফীর মুখে অশ্লীল,অশালীন গালী তার বদচরিত্র প্রকাশ করে ।

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:২৬

কাজী দিদার বলেছেন: দেখে আসবো

৭| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:২১

ধুলোময়বৃষ্টি বলেছেন: ভাই, হেফাজতিরা সমস্ত ব্লগার কে নাস্তিক বলে নাই বা সমস্ত ব্লগারের শাস্তির জন্য আন্দোলন ও করতেছে না ।

ওরা শুধু ওই সমস্ত ব্লগারের শাস্তি চায় যারা আল্লাহ ও নবী রাসুলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপবাদ দেয়

আর এই বিষয়ে ওরা যে দাবি করছে সেটা যৌক্তিক - সমস্ত ধর্মের বা জাতির শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে নিয়ে কুরুচিপূর্ণ ব্লগিং বা প্রচারণা বন্ধে আইন হওয়া উচিত -

আল্লাহ , নবী , কৃষ্ণ , যিশু , গৌতম বুদ্ধ , শেখ মুজিব এমন ব্যক্তিত্ব দের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা করলে শাস্তির বিধান করতে আপত্তি কোথায় একটু বুঝায়ে বলবেন কি ?

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:২৭

কাজী দিদার বলেছেন: শাহাবাগে যারা ছিলো তারা কি সবাই নিস্তিক ????

৮| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:২২

এ সামাদ বলেছেন: যাদেরকে বলেছে আপনিও ভালো জানেন তাদের সম্পর্কে ফালতু প্যাচাল পাড়েন কেন?

কয়েকটা ধরেছে দেখেন নাই খবরে?

আর নামের তালিকা করেছে সরকার সেটাও তো আপনার অজানা থাকার কথা নয়।

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৩৭

কাজী দিদার বলেছেন:
কয়েকটা ধরেছে দেখেন নাই

হ ভাই তাদের বিচার হউক আমিও চাই

৯| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:২৩

এ সামাদ বলেছেন: ধুলোময়বৃষ্টি ঠিক্ই বলেছেন: ভাই, হেফাজতিরা সমস্ত ব্লগার কে নাস্তিক বলে নাই বা সমস্ত ব্লগারের শাস্তির জন্য আন্দোলন ও করতেছে না ।

ওরা শুধু ওই সমস্ত ব্লগারের শাস্তি চায় যারা আল্লাহ ও নবী রাসুলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপবাদ দেয়

আর এই বিষয়ে ওরা যে দাবি করছে সেটা যৌক্তিক - সমস্ত ধর্মের বা জাতির শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে নিয়ে কুরুচিপূর্ণ ব্লগিং বা প্রচারণা বন্ধে আইন হওয়া উচিত -

আল্লাহ , নবী , কৃষ্ণ , যিশু , গৌতম বুদ্ধ , শেখ মুজিব এমন ব্যক্তিত্ব দের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা করলে শাস্তির বিধান করতে আপত্তি কোথায় একটু বুঝায়ে বলবেন কি ?

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৩২

কাজী দিদার বলেছেন: আল্লাহ , নবী , কৃষ্ণ , যিশু , গৌতম বুদ্ধ , শেখ মুজিব এমন ব্যক্তিত্ব দের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা করলে শাস্তির বিধান করতে আপত্তি কোথায় একটু বুঝায়ে বলবেন কি



এতটুকু আপনার সাথে একমত

১০| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:২৬

এ সামাদ বলেছেন: আসলে আপনি কাজি পেয়ারা, নাকি বিয়ে পড়ানো কাজি, নাকি বিচার করা কাজি।

আপনাকে তো বুঝাতে এবার অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে।

এভাবে তো আর আপনাকে বোঝানো যাবেনা।

এতদিন আপনি কোথায় ছিলেন? ব্লগে আস্তিক নাস্তিক নিয়ে অনেক কিছু হয়ে গেল আপনি কি নাকে সরিষার তৈল দিয়ে ঘুমিয়ে ছিলেন?

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৩১

কাজী দিদার বলেছেন: এ সামাদ বলেছেন: আসলে আপনি কাজি পেয়ারা, নাকি বিয়ে পড়ানো কাজি, নাকি বিচার করা কাজি।

হা হা হা হা হ হ হ ভাই কি খেইপা গেলেন ????

১১| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৩৫

জাতির চাচা বলেছেন: ইহা একটি বিশুদ্ধ শাহবাগী পোষ্ট।

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৩৮

কাজী দিদার বলেছেন: বুঝলাম না ভাই , কিছু বললেন ???

১২| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৩৭

ধুলোময়বৃষ্টি বলেছেন: না ভাই শাহবাগে যারা ছিল তারা নাস্তিক হবে কেন ? অনেক গোড়া আওয়ামিলিগার যেমন সব দাড়ি টুপিওয়ালা কে রাজাকর বলে যেটা অফশিয়ালি কেউ ধরে না এটাও তেমনি মনে করতে পারেন ।

এইগুলা কথা বিক্ষিপ্ত ভাবে আসতে পারে কিন্তু আপনাকে দেখতে হবে ওদের অফিসিয়াল দাবি গুলা - আর যে জিনিসগুলা আলোচনা করে সমাধান সম্ভব সেগুলা শুনতেই না চাওয়া টা অযৌক্তিক

কিছু কিছু দাবি আছে যেইগুলা মেনে নিলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হত না আর সংঘাতময় পরিস্থিতি ও সৃষ্টি হতো না

কোনো কথা না শুনে মিডিয়া আর গায়ের জোরে বললেই তো হবে না যে দেশ ১৩০০ বছর পিছায়ে যাবে

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৪২

কাজী দিদার বলেছেন: গায়ের জোরে বললেই তো হবে না যে দেশ ১৩০০ বছর পিছায়ে যাবে

কখনো না , এটা হতে পারে না ----আপনার সাথে একমত

১৩| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৪২

শল্যবিদ বলেছেন: ইরানে ভাস্কর্য থাকলেই কি সেটা জায়েয হয়ে যায় নাকি। একজন ইরানি মদ খেলে কি মদ হালাল হয়ে যাবে?

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৪৬

কাজী দিদার বলেছেন: হ ভাই ঠিকই কইছেন
এইডা কি হয় ? কন দেহি ভাই ?

১৪| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৪৮

জাতির চাচা বলেছেন: নাস্তকরাই নাস্তিক।নাস্তক,নাস্তিকদের প্রতি সহানুভুতিশীল,নাস্তিক লালনকারী।নাস্তিক মদতদাতা এদের সমন্বয়ে শাহবাগী।

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৫২

কাজী দিদার বলেছেন: তাই না কি চাচা
আপনি সিওর কচ্ছেন তো ????

১৫| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৪৯

ধুলোময়বৃষ্টি বলেছেন: ভালো লাগলো আপনার কথা শুনে - আপনি কট্টর পন্থী আওয়ামিলিগার না - আমিও আপনার কাছাকাছি মানসিকতার ই লোক - যুক্তিপূর্ণ কথা গ্রহণ করার মত মানসিক উদারতা আজকাল তেমন একটা দেখা যায় না ভাই - জামাত আর আওয়ামিলিগারের মধ্যে ইটা বেশি অনুপস্থিত - ধন্যবাদ

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৫৬

কাজী দিদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৬| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৫০

ইকবাল১৫০২ বলেছেন: কথিত হেফাজতে ইসলামের লোকজন আপনার ব্লগ পড়বেন না। অবশ্য তাদের সমর্খকরা পড়বেন নিশ্চয়।
আপনি তালেবান চান নাকি তার বিপক্ষে? গণতন্ত্র সংখ্যাগরিষ্টের শাসন। বেশিরভাগ মানুষ যদি তালিবান হতে চায় তাহলে তা স্বাগত।

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৫৪

কাজী দিদার বলেছেন: বেশিরভাগ মানুষ যদি তালিবান হতে চায় তাহলে তা স্বাগত।

সেটা কখনো হবেনা .... ইনশাহআল্লা

১৭| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৫৬

ধুলোময়বৃষ্টি বলেছেন: এখানে তালিবান চাওয়া না চাওয়া আসলো কি থেকে ?
কথা হচ্ছে যারা সন্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচারণা চালায় তাদের শাস্তি চেয়ে আইন চান কি না ?

এতে তো খারাপ কিছু দেখিনা

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৫৮

কাজী দিদার বলেছেন: কথা হচ্ছে যারা সন্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচারণা চালায় তাদের শাস্তি চেয়ে আইন চান কি না ?

অবশ্যই চাই ++++++++++চাই

এতে তো খারাপ কিছু দেখিনা

১৮| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৫৮

মেংগো পিপোল বলেছেন: ভাই একটা সহজ কথা বলি, ইসলাম মানে সৌদীনা আর ইরাক ইরান তো নাই। সুতরাং তারা কি করেছে বা বলেছে সেটা দেখা কি খুব জরুরী। ইসলাম মানে কোরআন এবং হাদিস। এই দুটাতে কি বলা আছে সেটা দেখেন। তাহলেই মনে হয় প্রকৃত ইসলামের দেখা পাবেন। ভালো থাকবেন।

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১

কাজী দিদার বলেছেন: ইসলাম মানে কোরআন এবং হাদিস


আপনার সাথে এক মত ভাই

১৯| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ধুলোময়বৃষ্টি বলেছেন: আরেকটা জিনিস বুঝার ব্যাপার আছে - এখন আইন হইলে কিন্তু আসিফ দের সমস্যা নাই - কারণ আইনে হওয়ার আগে অপরাধ করলে সেই আইনে তাদের শাস্তি দেয়া যাবে না - তাইলে সমস্যা কি ?

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১০

কাজী দিদার বলেছেন: সমস্যা একটাই যদি তাদের উপযুক্ত বিচার না হয়
তারা যদি অপরাধ করে তা হলে তাদের বিচার হওয়া উচিত
কি বলেন ভাই ???????

২০| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ধুলোময়বৃষ্টি বলেছেন: ভাই অপরাধ করার সময়ে যদি দেশের প্রচলিত আইনে সেই অপরাধের ব্যাপারে যদি কোনো আইন না থাকে তাইলে তাকে আপনি কিভাবে শাস্তি দিবেন ?

অপরাধী যদি বলে আমি যখন এই অপরাধ করছিলাম তখন তো জানতাম আমাদের দেশে ইটা করলে কোনো শাস্তি নাই - এক্ষণ আপনারা আইন বানায়ে আমাকে শাস্তি দিবেন ইটা তো ঠিক না - তাই না ?

সে জন্যই আমার কথা হচ্ছে আইন বানানো হোক যে সন্মানী ব্যক্তিদের ব্যাপারে কেউ যেন খারাপ প্রচারণা করতে না পারে

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১

কাজী দিদার বলেছেন: জরুরি ভাবে

আইন বানানো হোক যে সন্মানী ব্যক্তিদের ব্যাপারে কেউ যেন খারাপ প্রচারণা করতে না পারে

২১| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ধুলোময়বৃষ্টি বলেছেন: ধরা যাক জনৈক জনাব মানিক একটি বিচিত্র অভ্যাসের শিকার। তিনি মুরগী জবাই করে রান্না করার আগে মৃত মুরগীর সাথে যৌন ক্রিয়া করেন। আপনার কাছে এটি পারভার্শন এবং তিনি একটি চরম অনৈতিক কাজ করছেন। নাগরিক হিসেবে আপনার অধিকার আছে তাকে সমালোচনা করার, এমন কি রাষ্ট্রের কাছে মৃত প্রাণীর সাথে যৌনক্রিয়া করা যাবে না এই মর্মে আইন প্রনয়ন করার জন্য সংঘবদ্ধ ক্যাম্পেইন করার অধিকারও আপনার আছে কিন্তু দুটি কাজ আপনি করতে পারবেন না। আপনি তার শাস্তি চাইতে পারবেন না এবং রাষ্ট্র যদি আপনার দাবী মোতাবেক আইন প্রনয়ন করেও, আপনি retrospectively তার বিচার চাইতে পারবেন না। শাস্তি চাইতে পারবেন না কারণ যতো অনৈতিকই হোক তিনি কোনো আইন ভঙ্গ করেন নি (আমার জানা মতে bestiality বাংলাদেশে কোনো শাস্তিযোগ্য অপরাধ না) এবং যেহেতু এই অনৈতিক কাজটি করার সময় এ মর্মে কোনো আইন ছিলো না সেহেতু নতুন আইনে তার বিচারও করা যাবে না।

এইটা পড়তে পারেন খুব সুন্দর ভাবে বুঝায়ে বলছে কিছু ব্যাপার

Click This Link

২২| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

কাজী দিদার বলেছেন: ঠিক বলেছেন ভাই , ভালো লাগলো

২৩| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:২৬

হেমায়েতপুরী বলেছেন: ভাই আপনার পায়ের দিকে ভাল করে খিয়াল করেন। দেখেন প্যান্ট এর নিচে দিয়ে কুকুর এর লেঞ্জা বাইর হয়ে গেসে। বুঝাই জাইতেসে আওয়ামী কুত্তা লীগ সাম্রথিত

০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩৫

কাজী দিদার বলেছেন: ভাই আপনার পায়ের দিকে ভাল করে খিয়াল করেন। দেখেন প্যান্ট এর নিচে দিয়ে কুকুর এর লেঞ্জা বাইর হয়ে গেসে।

আগে নিজের টা দেখেছেন তো , তাই সবার টা ই আপনার মত লাগে ,,,,,ভাই সুস্ত থাকার চেষ্টা কররুন ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.