নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই ।

কাজী দিদার

মানুষের ভিড়ে আমিও একজন

কাজী দিদার › বিস্তারিত পোস্টঃ

ইভটিজিং

০২ রা জুন, ২০১৩ রাত ২:২৬

আমরা জনি যে যখন যেভাবে যে অবস্থায়ই হোক না কেন পুরুষ দারা নারীকে উত্যক্ত করার বিষয়টিকে ইভটিজিং বলে । আর যদি আচরনের ধিক থেকে বলি তাহলে একটু সময় নিয়ে বলতে হবে যে মুনুষের ভিতরে কত হিংস্রতা লুকিয়ে থাকে

যেমন মেয়ে দেখলেই ছেলারা তাদের-- অশালিন কথা,শিস দেয়া,লম্পটচাহনী,অশ্লীল অঙ্গভঙ্গী,যৌন আবেদনময়ী গান গাওয়া,অস্বস্তীপূ্র্ণ অপলকদৃষ্টি,পিছু নেয়া, উরন্ত চুমু ইঙ্গিত, চলার পথে বাধা সৃষ্টি, শরীরে হাত দেয়া,গা ঘেষে দারানো ,ধাক্কা দেয়া,ব্ল্যাক মেইল কারা, মোবাইলে কুরুচিপূর্ণ ছবি + মাসেজ পাঠানো,এমন কি মিস কল দেয়া, ইত্যাদি ইত্যাদি ইভটিজিং যা বলে শেষ করা যাবে না ।

আর এই মহান কাজ গুলো যারা বেশি করেথাকেন তাদের মধ্যে-- মাদকাসক্ত, X(টিএনজ তরুন,:)বেকার যুবক,;) রিক্সা চালক, :Dবাসের ষ্টাফ,:-*ফেরিওয়ালা, সহযাএী,সহকর্মী,গৃহশিক্ষক,এমন কি উশৃঙ্খল রাজনৈতিক নেতা,পুলিশ :Pও কর্মজীবী মহিলাদের ক্ষেএে উর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত এই কাজ গুলো বেশি করে থাকেন..........

তার হয়তো একবার ও ভাবে না যে এই ইভটিজিংয়ের হিংস্রতার ফলে একজন নারীর জীবন আত্যহত্তা পর্যন্ত পৌচে যায় ।

আমি একজন ছেলে হয়ে ছেলেদের ব্যপারে এরকম আলোচনা করে নিজেকে অতি আদর্শ হিসেবে উপস্থাপন করা আজকের আলোচনা উদ্দেশ্য নয় ,

ঠিক এমনটা যদি কেউ মনে করেন সেটা হবে আমার উপর অবিচার,

আমি শুধু এটুকু বলবো ইভটিজিং যারা করে তারাযদি ঘড় থেকে বেরুবার সময় নিজের মা, বোন এর মুখের ধিকে একবারের জন্য হলেও তাকিয়ে ইভটিজিংয়ের কথা চিন্তা করে তাহলে সে আর কোন দিন রাস্তায় বা ঘরের বাইরে কারো সাথে ইভটিজিং করবেনা বলে আমার বিশ্বাস ।

তাছারা যেই শ্রেণী ইভটিজিং করে তারা যে কোন সমাজে ,পারায় অথবা মহল্লায় একটি ক্ষুদ্র অংশ যেটাকে আমরা ইচ্ছে করলেই সকলে মিলে প্রতিবাদ বা প্রতিকার করতে পারি।

তাই আশুন আজ থেকে এই নোংরা ইভটিজিং যারা করে তাদের কে প্রতিহত করি ।

আর তার সাথে বিনীত অনুরোধ আমার দেশের মা, বোনদের প্রতি

তারা যেন মর্ডান হওয়ার নামে আমাদের কে বিপদ গামী না করে।
/:)/:)



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ সকাল ৮:৫৭

শফিক১৯৪৮ বলেছেন: সবাই খালি লেখে কেউ কোন শ্লা টীজারকে ধরে প‌্যাদানি দিতে পারেনা! ঐটা ধরে ব্লেড দিয়ে কেটে দিননা। না পরলে একটা বড় আধলা ছুড়ে মাথাটা ফাটিয়ে কেটে পড়ুন। অনেকে বলবেন আইন হাতে নেয়া ঠিক না..., ঐসব বাকোয়াস কথা। আইন ফাইন দিয়ে কিসসু হবেনা।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪৬

কাজী দিদার বলেছেন: এই ছোট দল টাকে প্রতিহত করতে সমাজে সবার একমত হওয়াই যথেষ্ট বলে আমি মনে করি ,

২| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৩৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

লুল বাকি রাখলেন কারে ইভটিজিং থৈক্কা - আরে যা র‌্যাব এর নাম নেন নাই সেনাবাহিনী নাম নাইক্কা !!


আমি এদের মধ্যে পড়ি না -- তাইলে মুই ইভটিজার :-* :-* :-* :-*

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪৭

কাজী দিদার বলেছেন: আমি এদের মধ্যে পড়ি না -- তাইলে মুই ইভটিজার :-* :-* :-* :-


না ভাই সবাই ইভটিজার না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.