![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি করে বলো তোমার
এমন কি আছে ?
যা পেতে আমি শুধু
যাই তোমার কাছে ।
তোমায় দেখে অযানা এক
বজ্র তোলে বুকে ,
ছটফট করি আমি
মরি ধুকে ধুকে ।
মাতালের মতো আমি
হয়ে যাই উম্মাদ ,
মন ভরে দেখবো তোমায়
এই মনে জ্বাগে স্বাধ ।
সাধ্য যে নেই বলার
ভালবাসি কত ,
এই কথা বলতে তোমায়
হয়ে যাই ণত ।
প্রেম যদি সত্যি হয়
বুঝে নিবে তুমি ,
তোমার জন্য এই জীবনে
সব পারি আমি ।
;;;;;;;;''''''''''';;;;;;;;
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
কাজী দিদার বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪
আরজু পনি বলেছেন:
হ, বিয়া করলেই সব বজ্র তোলা শেষ ! তখন খালি মেঘ গুড়গুড় করবে !
প্লাসাইলাম কিন্তু ।।
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
কাজী দিদার বলেছেন: ভাল বলেছেন ভাই হা হা হা হাহাহাহাহাহ
৩| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১২
মাহবু১৫৪ বলেছেন: +++++
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
১ম ভাললাগা।
+++