নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই ।

কাজী দিদার

মানুষের ভিড়ে আমিও একজন

কাজী দিদার › বিস্তারিত পোস্টঃ

দুঃখ করো না, বাঁচো – নির্মলেন্দু গুণ

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩২

দুঃখকে স্বীকার করো না, –সর্বনাশ হয়ে যাবে ।

দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভ’রে বাঁচো ।

বাঁচার আনন্দে বাঁচো । বাঁচো, বাঁচো এবং বাঁচো ।

জানি মাঝে-মাঝেই তোমার দিকে হাত বাড়ায় দুঃখ,

তার কালো লোমশ হাত প্রায়ই তোমার বুক ভেদ করে

চলে যেতে চায়, তা যাক, তোমার বক্ষ যদি দুঃখের

নখরাঘাতে ছিন্নভিন্ন হয়; যদি গলগল করে রক্ত ঝরে,

তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে ।

তার সাথে করমর্দন করো না, তাকে প্রত্যাখান করো ।



অনুশোচনা হচ্ছে পাপ, দুঃখের এক নিপুণ ছদ্মবেশ ।

তোমাকে বাঁচাতে পারে আনন্দ । তুমি তার হাত ধরো,

তার হাত ধরে নাচো, গাও, বাঁচো, ফুর্তি করো ।

দুঃখকে স্বীকার করো না, মরে যাবে, ঠিক মরে যাবে ।



যদি মরতেই হয় আনন্দের হাত ধ’রে মরো ।

বলো, দুঃখ নয়, আনন্দের মধ্যেই আমার জন্ম,

আনন্দের মধ্যেই আমার মৃত্যু, আমার অবসান ।:):):)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৮

মাহমুদ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ দিদার ভাই :)
ভাল থাকবেন ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

কাজী দিদার বলেছেন: ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.