নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই ।

কাজী দিদার

মানুষের ভিড়ে আমিও একজন

কাজী দিদার › বিস্তারিত পোস্টঃ

আমরা কি জানি ??????

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

১.কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন ,

কালা দাগতো উঠবেই

সাথে ঠোটে গোলাপী ভাব আসবে ।B-)



২.কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর

খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন

।চলে যাবে ।:|



৩.ব্রনের উপর রসুনের

কোঁয়া ঘষে নিন ,তাড়াতাড়ি মিলিয়ে

গ্যারান্টি ।



৪.পেডিকিউর মেনিকিউর আপনার

কাছে ঝামেলা লাগে ?

আরে আমি আছি না ?আজ থেকে যখনই আপেল

খাবেন

তখনই আপেলের

খোসাটা হাত পায়ে ঢলে নিন ।

ফর্সা হবে পরিস্কার হবে:-*



৫.পায়ের গোড়ালী ফাটলে ,পেয়াজ

বেটে প্রলেপ দিন ।ক্রীম কিংবা স্ক্রাব

এর ঝামেলায় যেতে হবেনা ।;)



৬.প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাত মাজেন

কুলি করেন তবুও মুখে দুর্গন্ধ

সৃষ্টি হয় ?ব্যাপার না ,নিঃশ্বাসের

দুর্গন্ধ

থেকে মুক্তি পেতে টানা দুইমাস

নিয়মিত দুই কোঁয়া করে কমলালেবু খান ।:D



অনেক কষ্ট করে তথ্যগুলো জোগাড়

করেছি আপনাদের জন্য। আপনারা লাইক

শেয়ার না করলে তথ্য দেয়ার আগ্রহ

মরে যায় । তাই পেজটিকে জীবিত

রাখতে নিয়মিত লাইক এবং শেয়ার করুন ।

ধন্যবাদ ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

এম এ কাশেম বলেছেন: উপকারী তথ্য,
অনেক ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

কাজী দিদার বলেছেন: হু কাজে লাগবে

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার বউ এইডা পাইলে কি যে খুশি অইবো, আহা হা হা ....

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৩

কাজী দিদার বলেছেন: কন কি ভাই ........সিওর কচ্ছেন তো
তারাতারি লইয়া যান ভাই ..........................

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

নিজাম বলেছেন: ধন্যবাদ মমতাজ আপার পক্ষ থেকে।

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৪

কাজী দিদার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.