![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।
আপনার সন্তানকে "অভাব" শেখান। আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে "অভাব" শেখান। আপনি বাবা- এটিএম মেশিন না; আপনি মা- ঘষা দেয়া প্রদীপের দৈত্য না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে। যা চাইবে তাই যদি হাজির করেন, আপনার বাচ্চার "মানুষ" হওয়ার সম্ভাবনা খুবই কম। সন্তানকে জীবনের মানে বুঝানো মানে কম ভালোবাসা না বরং তাকে বেশী ভালোবাসা। কারন আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে। আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না। সব কিছু পাওয়ার দরকারও নাই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান। তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে, দৌড়ায়, উড়ে।
অভাবকে ভালোবাসতে হয়, তাতে অজ্ঞাতসারে স্বভাবটাও ভাল হয়।
সূত্র: সংগৃহিত এবং নিজেস্বভাবে সম্পাদিত ও সংক্ষিপ্তকরন।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৮
নাহল তরকারি বলেছেন: আচ্ছা।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭
আহমেদ জী এস বলেছেন: ইমরান আশফাক,
ভালো সংগ্রহ।
অভাবের সাথে ছেলেমেয়েদের পরিচয় থাকলে তারা পরিশ্রমী হতে শেখে, জীবন সম্পর্কে ধারণা জন্মে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫৪
ইমরান আশফাক বলেছেন: মূল বক্তব্য ধরতে পেরেছেন।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৩
সোবুজ বলেছেন: সন্তানকে অভাব বা প্রাচুর্য কোনটাই শিখানো দরকার নাই।ভাল ভাবে লেখা পড়া শিখান।মানুষের মতো মানুষ হতে শিখান।সেটা আগে বাবা মাকে জানতে হবে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫৭
ইমরান আশফাক বলেছেন: এটা পড়াশুনারই একটি অংগ। শিক্ষা কেবল বই-পুস্তকের মধ্যে সীমিত নেই।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাইতো পারছি না যা চায় তাই দিয়া দেই
আল্লাহআমাদের সঠিক বুঝ দিন
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫৩
ইমরান আশফাক বলেছেন: বর্তমান যুগের বাচ্চারা হাইব্রীড ঘরানার।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৮
সাসুম বলেছেন: না, আপনার সন্তান কে এটা শিখানো দরকার একটা সার্টেইন এইজ পর্যন্ত বাবা মা যেভাবে চায় সেভাবে চলা দরকার এবং যা চাইবে তা চাওয়া মাত্রই পাওয়া যাবেনা। যদি লজিকাল চাওয়া হয় তা বাবা মা কে বললে তারা যদি মনে করেন তাহলেই কিনে দিবেন।
এর সাথে ছোট বেলা থেকে মমতা সহানুভূতি এবং কোন কিছু সহজেই পাওয়া যায়না এটা শেখানো দরকার। এর সাথে আরো শিখানো দরকার নিজের কাজ নিজে করা এবং উপার্জন করার রাস্তা খুজা ছাত্রাবস্থায়। হোক বাসার ছোট কাজ কিংবা অন্য কোন কাজ পড়ালেখার ফাকে।
মোট কথা তাকে পৃথিবীর কঠিন বাস্তবতার সাথে পরিচিত করা হোক, অভাবের সাথে পরিচয় করানো দরকারি না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৪৭
ইমরান আশফাক বলেছেন: এই মূহুর্তে বাচ্চারা যেটা ভাল করে বুঝবে সেটা হলো "চাইলেই সব কিছু পাওয়া যায় না"। সেটা আমার মোবাইল ফোনের বারোটা বাজানোর জন্যই হোক বা অন্যকিছু। এক্ষেত্রে সেটি বাস্তবতাই হউক বা অভাব, যেটি সে বুঝবে।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: অভাবের মধ্যে থাকলে সন্তান সুন্দর ভাবে বড় হতে পারে না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৮
ইমরান আশফাক বলেছেন: অভাবে থাকতে নয়, অভাব জিনিসটা বুঝানোর কথা বলা হয়েছে।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর পোস্ট, গুরুত্বপূর্ণ কথা , ধন্যবাদ ।